ETV Bharat / city

Govt Holidays for Puja লম্বা ছুটি দুর্গাপুজো ও কালীপুজোয়, সরকারি কর্মীদের সুখবর শোনালেন মমতা - holidays for govt employees

এ বছর দুর্গাপুজো ও কালীপুজোয় লম্বা ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা (Govt Holidays for Puja)৷ সোমবারই এই সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Durga Puja holidays)৷

Mamata Banerjee announces holidays for govt employees for Durga Puja and Kali Puja
লম্বা ছুটি দুর্গাপুজো ও কালীপুজোয়, সরকারি কর্মীদের সুখবর শোনালেন মমতা
author img

By

Published : Aug 23, 2022, 8:43 AM IST

কলকাতা, 23 অগস্ট: দুর্গাপুজো হোক বা কালীপুজো, এ বার লম্বা-চওড়া ছুটি পাবেন সরকারি কর্মচারীরা (Govt Holidays for Puja)। সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এই লম্বা ছুটির তালিকার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই (Mamata Banerjee announces holidays for govt employees)।

এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Durga Puja holidays) বলেন, রাজ্যে এ বার দুর্গাপুজো উদযাপন শুরু হয়ে যাবে পয়লা সেপ্টেম্বর থেকেই । ওইদিন জোড়াসাঁকো থেকে একটি বর্ণময় মিছিল আসবে মধ্য কলকাতার কেন্দ্রস্থল অর্থাৎ রানি রাসমণি রোডে । মূলত ইউনেস্কো বাংলার দুর্গা পুজোকে হেরিটেজ তকমা দেওয়ার পর এই মিছিল থেকে ইউনেস্কোকে ধন্যবাদ জানাবে রাজ্যের সাধারণ মানুষ । সেই উপলক্ষে সেন্ট্রাল কলকাতা থেকে এই মিছিলে হাঁটবে কলকাতা, হাওড়া ও সল্টলেকের বিভিন্ন পুজো কমিটি । তবে এর পাশাপাশি গোটা রাজ্যজুড়েই এই মিছিল হবে ।

প্রত্যেক বছর রাজ্যের পুজো শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকে । এ বছর মহালয়া পড়েছে 25 সেপ্টেম্বর । যেহেতু পুজোর মিছিল দিয়ে এ বছর দুর্গা পুজো উদযাপনে হাতে খড়ি হবে রাজ্যে, তাই ওইদিন থেকেই দুর্গোৎসবের শুরু হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল । দুর্গাপুজোয় কলকাতার বুকে প্রতিমা দর্শন শুরু হয়ে যায় চতুর্থীর দিন থেকেই । এ বার চতুর্থী পড়েছে 29 সেপ্টেম্বর । 30 সেপ্টেম্বর পঞ্চমী । পয়লা অক্টোবর ষষ্ঠী । 2 অক্টোবর গান্ধি জয়ন্তীর পাশাপাশি সপ্তমী । 3 অক্টোবর অষ্টমী, 4 অক্টোবর নবমী ও 5 অক্টোবর দশমী । প্রতিমা বিসর্জন করতে হবে 5,6,7,8 অক্টোবরের মধ্যে । নির্ধারিত নিয়ম মেনেই দুর্গা প্রতিমা বিসর্জন করতে হবে পুজো কমিটিগুলিকে । একইসঙ্গে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় পুজো কার্নিভাল হবে আগামী 8 অক্টোবর । আর জেলার পুজো কার্নিভাল হবে তার আগের দিন অর্থাৎ 7 অক্টোবর (Mamata Banerjee announces Durga Puja and Kali Puja holidays)।

আরও পড়ুন: দশহাজার টাকা করে বাড়ল ক্লাব পিছু অনুদান, নেতাজি ইন্ডোরে উদারহস্ত মমতা

এ বার দুর্গা পুজোতে লম্বা-চওড়া ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা । মুখ্যমন্ত্রীর দেওয়া তালিকা অনুসারে এই ছুটি শুরু হচ্ছে 30 সেপ্টেম্বর থেকে এবং ছুটি শেষ হবে 10 অক্টোবর লক্ষ্মীপুজো পার করে । এর মধ্যে অবশ্য 2 অক্টোবর গান্ধি জয়ন্তীর ছুটিও রয়েছে । মোটের উপর 30 সেপ্টেম্বর থেকে শুরু করে 10 অক্টোবর পর্যন্ত টানা 11 দিনের ছুটি এ বার পুজোয় পাবেন সরকারি কর্মচারীরা । এই টানা ছুটির মধ্যে অবশ্য দুটি করে শনি ও রবিবার রয়েছে । যেহেতু শনি এবং রবিবার সরকারি ভাবে অফিস ছুটি থাকে, তাই একটানা লম্বা ছুটি উপভোগ করতে পারবেন রাজ্যবাসী ।

একইভাবে কালীপুজোর ক্ষেত্রেও উৎসবপ্রিয় বাঙালির ছুটির অভাব নেই । কালীপুজোর ছুটি শুরু হচ্ছে 22 অক্টোবর থেকে ৷ কারণ 22 ও 23 অক্টোবর শনি এবং রবিবার হওয়ায় এমনিতেই সরকারি কর্মচারীদের জন্য ছুটি ৷ এরপর কালীপুজো, দিওয়ালি এবং ভ্রাতৃদ্বিতীয়া মিলে 24 থেকে 27 টানা চার দিনের ছুটি থাকছে সরকারি কর্মচারীদের । মাঝে শুধু একটি শুক্রবার অর্থাৎ 28 অক্টোবরটা কোনওভাবে ম্যানেজ করতে পারলেই 29 তারিখ আবার শনিবার । 30 এবং 31 তারিখ ছট পুজোর জন্য ছুটি ঘোষণা করেছে রাজ্য । এ ক্ষেত্রে টানা 10 দিনের মাঝে শুধু একটি মাত্র দিনের জন্য অফিস খোলা থাকবে ।

কলকাতা, 23 অগস্ট: দুর্গাপুজো হোক বা কালীপুজো, এ বার লম্বা-চওড়া ছুটি পাবেন সরকারি কর্মচারীরা (Govt Holidays for Puja)। সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এই লম্বা ছুটির তালিকার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই (Mamata Banerjee announces holidays for govt employees)।

এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Durga Puja holidays) বলেন, রাজ্যে এ বার দুর্গাপুজো উদযাপন শুরু হয়ে যাবে পয়লা সেপ্টেম্বর থেকেই । ওইদিন জোড়াসাঁকো থেকে একটি বর্ণময় মিছিল আসবে মধ্য কলকাতার কেন্দ্রস্থল অর্থাৎ রানি রাসমণি রোডে । মূলত ইউনেস্কো বাংলার দুর্গা পুজোকে হেরিটেজ তকমা দেওয়ার পর এই মিছিল থেকে ইউনেস্কোকে ধন্যবাদ জানাবে রাজ্যের সাধারণ মানুষ । সেই উপলক্ষে সেন্ট্রাল কলকাতা থেকে এই মিছিলে হাঁটবে কলকাতা, হাওড়া ও সল্টলেকের বিভিন্ন পুজো কমিটি । তবে এর পাশাপাশি গোটা রাজ্যজুড়েই এই মিছিল হবে ।

প্রত্যেক বছর রাজ্যের পুজো শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকে । এ বছর মহালয়া পড়েছে 25 সেপ্টেম্বর । যেহেতু পুজোর মিছিল দিয়ে এ বছর দুর্গা পুজো উদযাপনে হাতে খড়ি হবে রাজ্যে, তাই ওইদিন থেকেই দুর্গোৎসবের শুরু হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল । দুর্গাপুজোয় কলকাতার বুকে প্রতিমা দর্শন শুরু হয়ে যায় চতুর্থীর দিন থেকেই । এ বার চতুর্থী পড়েছে 29 সেপ্টেম্বর । 30 সেপ্টেম্বর পঞ্চমী । পয়লা অক্টোবর ষষ্ঠী । 2 অক্টোবর গান্ধি জয়ন্তীর পাশাপাশি সপ্তমী । 3 অক্টোবর অষ্টমী, 4 অক্টোবর নবমী ও 5 অক্টোবর দশমী । প্রতিমা বিসর্জন করতে হবে 5,6,7,8 অক্টোবরের মধ্যে । নির্ধারিত নিয়ম মেনেই দুর্গা প্রতিমা বিসর্জন করতে হবে পুজো কমিটিগুলিকে । একইসঙ্গে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় পুজো কার্নিভাল হবে আগামী 8 অক্টোবর । আর জেলার পুজো কার্নিভাল হবে তার আগের দিন অর্থাৎ 7 অক্টোবর (Mamata Banerjee announces Durga Puja and Kali Puja holidays)।

আরও পড়ুন: দশহাজার টাকা করে বাড়ল ক্লাব পিছু অনুদান, নেতাজি ইন্ডোরে উদারহস্ত মমতা

এ বার দুর্গা পুজোতে লম্বা-চওড়া ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা । মুখ্যমন্ত্রীর দেওয়া তালিকা অনুসারে এই ছুটি শুরু হচ্ছে 30 সেপ্টেম্বর থেকে এবং ছুটি শেষ হবে 10 অক্টোবর লক্ষ্মীপুজো পার করে । এর মধ্যে অবশ্য 2 অক্টোবর গান্ধি জয়ন্তীর ছুটিও রয়েছে । মোটের উপর 30 সেপ্টেম্বর থেকে শুরু করে 10 অক্টোবর পর্যন্ত টানা 11 দিনের ছুটি এ বার পুজোয় পাবেন সরকারি কর্মচারীরা । এই টানা ছুটির মধ্যে অবশ্য দুটি করে শনি ও রবিবার রয়েছে । যেহেতু শনি এবং রবিবার সরকারি ভাবে অফিস ছুটি থাকে, তাই একটানা লম্বা ছুটি উপভোগ করতে পারবেন রাজ্যবাসী ।

একইভাবে কালীপুজোর ক্ষেত্রেও উৎসবপ্রিয় বাঙালির ছুটির অভাব নেই । কালীপুজোর ছুটি শুরু হচ্ছে 22 অক্টোবর থেকে ৷ কারণ 22 ও 23 অক্টোবর শনি এবং রবিবার হওয়ায় এমনিতেই সরকারি কর্মচারীদের জন্য ছুটি ৷ এরপর কালীপুজো, দিওয়ালি এবং ভ্রাতৃদ্বিতীয়া মিলে 24 থেকে 27 টানা চার দিনের ছুটি থাকছে সরকারি কর্মচারীদের । মাঝে শুধু একটি শুক্রবার অর্থাৎ 28 অক্টোবরটা কোনওভাবে ম্যানেজ করতে পারলেই 29 তারিখ আবার শনিবার । 30 এবং 31 তারিখ ছট পুজোর জন্য ছুটি ঘোষণা করেছে রাজ্য । এ ক্ষেত্রে টানা 10 দিনের মাঝে শুধু একটি মাত্র দিনের জন্য অফিস খোলা থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.