ETV Bharat / city

মহারাজা তোমারে সেলাম: সত্যজিতের জন্মশতবর্ষে কুর্নিশ মমতার

author img

By

Published : May 2, 2021, 12:12 PM IST

সত্যজিত্ রায়ের জন্মশতবর্ষে টুইটে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ শুভেন্দু অধিকারীও শ্রদ্ধা জানিয়েছেন ভারতরত্ন চিত্রপরিচালককে ৷

mamata-banerjee-and-suvendu-adhikaris-tribute-to-satyajit-ray-on-his-birth-anniversary
মহারাজা তোমারে সেলাম: সত্যজিতের জন্মশতবর্ষে কুর্নিশ মমতার

কলকাতা, 2 মে: বঙ্গে ভোটের ফলপ্রকাশের টানটান উত্তেজনা ৷ তার মধ্যেই বাংলার কিংবদন্তি চিত্রপরিচালক ভারতরত্ন সত্যজিত্ রায়ের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও টুইটে শ্রদ্ধা জানিয়েছেন সত্যজিত্কে ৷

রবিবার সাতসকালে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সত্যজিতের সৃষ্টিকে ব্যবহার করেই কিংবদন্তি চিত্রপরিচালককে শ্রদ্ধা জানিয়েছেন তিনি ৷ টুইটে মমতা লেখেন, "মহারাজা তোমারে সেলাম...কিংবদন্তি চিত্রপরিচালক, লেখক, সুরকার, গীতিকার, সত্যজিত্ রায়ের জন্ম শতবর্ষে শ্রদ্ধা ৷ তিনি শুধু বাংলারই গর্ব নন, বরং সারা দেশ ও বিশ্বের গর্ব ৷ বিশ্বজুড়ে সব মানুষের জন্য তিনি অনুপ্রেরণা ৷"

  • Maharaja Tomare Selam…

    Tribute to Satyajit Ray, legendary filmmaker, writer, composer, lyricist, illustrator, on his birth centenary. He is not only the pride of Bengal but also India & the whole world. He is an inspiration to people around the globe.#SatyajitRay100

    — Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সত্যজিত্ রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন শুভেন্দু অধিকারীও ৷ তিনি টুইটে লিখেছেন, "কিংবদন্তি বাঙালি চিত্রপরিচালক, অ্যাকাডেমি পুরস্কারজয়ী ও ভারতরত্ন জয়ী শ্রী সত্যজিত্ রায়ের জন্মবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা ৷ সত্যিই ফিল্মের ইতিহাসে অন্যতম মহান চিত্রপরিচালক ৷ যে সাফল্য তিনি পেয়েছেন এবং যে ঐতিহ্য রেখে গিয়েছেন, তা বিস্ময়কর ৷"

আরও পড়ুন: বঙ্কুবাবু থেকে ফেলুদা, সত্যজিতের সৃষ্ট কিছু কালজয়ী চরিত্র

  • My humble tributes to the legendary Bengali filmmaker, Academy Award Winner, and Bharat Ratna Awardee Shri Satyajit Ray on his Birth Anniversary.

    Truly one of the greatest filmmakers in film history, the success he achieved and legacy he left behind has been phenomenal. pic.twitter.com/q2Ib1NFqs5

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আমাদের তরফেও সত্যজিত্ রায়ের প্রতি রইল শ্রদ্ধার্ঘ্য ৷

কলকাতা, 2 মে: বঙ্গে ভোটের ফলপ্রকাশের টানটান উত্তেজনা ৷ তার মধ্যেই বাংলার কিংবদন্তি চিত্রপরিচালক ভারতরত্ন সত্যজিত্ রায়ের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও টুইটে শ্রদ্ধা জানিয়েছেন সত্যজিত্কে ৷

রবিবার সাতসকালে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সত্যজিতের সৃষ্টিকে ব্যবহার করেই কিংবদন্তি চিত্রপরিচালককে শ্রদ্ধা জানিয়েছেন তিনি ৷ টুইটে মমতা লেখেন, "মহারাজা তোমারে সেলাম...কিংবদন্তি চিত্রপরিচালক, লেখক, সুরকার, গীতিকার, সত্যজিত্ রায়ের জন্ম শতবর্ষে শ্রদ্ধা ৷ তিনি শুধু বাংলারই গর্ব নন, বরং সারা দেশ ও বিশ্বের গর্ব ৷ বিশ্বজুড়ে সব মানুষের জন্য তিনি অনুপ্রেরণা ৷"

  • Maharaja Tomare Selam…

    Tribute to Satyajit Ray, legendary filmmaker, writer, composer, lyricist, illustrator, on his birth centenary. He is not only the pride of Bengal but also India & the whole world. He is an inspiration to people around the globe.#SatyajitRay100

    — Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সত্যজিত্ রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন শুভেন্দু অধিকারীও ৷ তিনি টুইটে লিখেছেন, "কিংবদন্তি বাঙালি চিত্রপরিচালক, অ্যাকাডেমি পুরস্কারজয়ী ও ভারতরত্ন জয়ী শ্রী সত্যজিত্ রায়ের জন্মবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা ৷ সত্যিই ফিল্মের ইতিহাসে অন্যতম মহান চিত্রপরিচালক ৷ যে সাফল্য তিনি পেয়েছেন এবং যে ঐতিহ্য রেখে গিয়েছেন, তা বিস্ময়কর ৷"

আরও পড়ুন: বঙ্কুবাবু থেকে ফেলুদা, সত্যজিতের সৃষ্ট কিছু কালজয়ী চরিত্র

  • My humble tributes to the legendary Bengali filmmaker, Academy Award Winner, and Bharat Ratna Awardee Shri Satyajit Ray on his Birth Anniversary.

    Truly one of the greatest filmmakers in film history, the success he achieved and legacy he left behind has been phenomenal. pic.twitter.com/q2Ib1NFqs5

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আমাদের তরফেও সত্যজিত্ রায়ের প্রতি রইল শ্রদ্ধার্ঘ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.