কলকাতা, 26 সেপ্টেম্বর : বর্ণপরিচয়ের রূপকার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 201তম জন্মজয়ন্তীতে তাঁকে স্মরণ করলেন বিশিষ্টরা ৷ রবিবার এই উপলক্ষে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নেত্রীরা সেইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ এর পাশাপাশি, অনেকেই টুইটে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বিদ্যাসাগরকে ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু (M. Venkaiah Naidu), টুইটারে এই মহাপুরুষকে স্মরণ করেন তাঁরা ৷
আরও পড়ুন : Subramanian Swamy: কোন আইনে মমতাকে রোমে যেতে বাধা, বিজেপির অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন স্বামীর
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় লেখেন, ‘‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য ৷ তিনি এমন একজন সমাজ সংস্কারক ছিলেন, যিনি সুবিচার ও সাম্যের দাবিতে অক্লান্তভাবে লড়াই করে গিয়েছেন ৷ আমরা আজও তাঁর কাছে ঋণী ৷’’
-
Homage to Ishwar Chandra Vidyasagar on his birth anniversary.
— Mamata Banerjee (@MamataOfficial) September 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
He was one of the greatest social reformers who tirelessly fought for justice and equality. We remain indebted to his teachings.
">Homage to Ishwar Chandra Vidyasagar on his birth anniversary.
— Mamata Banerjee (@MamataOfficial) September 26, 2021
He was one of the greatest social reformers who tirelessly fought for justice and equality. We remain indebted to his teachings.Homage to Ishwar Chandra Vidyasagar on his birth anniversary.
— Mamata Banerjee (@MamataOfficial) September 26, 2021
He was one of the greatest social reformers who tirelessly fought for justice and equality. We remain indebted to his teachings.
আবির্ভাব দিবসে বিদ্যাসাগরকে স্মরণ করতে ভোলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতা শাহও (Amit Shah) ৷ একইসঙ্গে, বাংলা ও হিন্দিতে দু’টি টুইট করেছেন তিনি ৷ বিদ্যাসাগরকে ‘মহামানব’ বলে সম্বোধন করে তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন অমিত ৷ তিনি লিখেছেন, ‘‘বঙ্গ নবজাগরণের অগ্রদূত বিদ্যাসাগর তাঁর প্রগতিশীল চিন্তাধারা দিয়ে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের সমন্বয়ে, কুসংস্কারমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছেন ৷ বর্ণবৈষম্য বিরোধী বিদ্যাসাগরের হাতেই বাংলা ভাষা হয়েছে সজীব প্রাণবন্ত ৷ এই মহামানবের জন্মবার্ষিকীতে জানাই প্রণাম ৷’’
-
বঙ্গ নবজাগরণের অগ্রদূত বিদ্যাসাগর তাঁর প্রগতিশীল চিন্তাধারা দিয়ে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের সমন্বয়ে, কুসংস্কার মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছেন।বর্ণবৈষম্য বিরোধী বিদ্যাসাগরের হাতেই বাংলা ভাষা হয়েছে সজীব প্রাণবন্ত। এই মহামানবের জন্ম বার্ষিকীতে জানাই প্রণাম।
— Amit Shah (@AmitShah) September 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">বঙ্গ নবজাগরণের অগ্রদূত বিদ্যাসাগর তাঁর প্রগতিশীল চিন্তাধারা দিয়ে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের সমন্বয়ে, কুসংস্কার মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছেন।বর্ণবৈষম্য বিরোধী বিদ্যাসাগরের হাতেই বাংলা ভাষা হয়েছে সজীব প্রাণবন্ত। এই মহামানবের জন্ম বার্ষিকীতে জানাই প্রণাম।
— Amit Shah (@AmitShah) September 26, 2021বঙ্গ নবজাগরণের অগ্রদূত বিদ্যাসাগর তাঁর প্রগতিশীল চিন্তাধারা দিয়ে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের সমন্বয়ে, কুসংস্কার মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছেন।বর্ণবৈষম্য বিরোধী বিদ্যাসাগরের হাতেই বাংলা ভাষা হয়েছে সজীব প্রাণবন্ত। এই মহামানবের জন্ম বার্ষিকীতে জানাই প্রণাম।
— Amit Shah (@AmitShah) September 26, 2021
লক্ষ্যণীয় বিষয় হল, অমিত শাহ রাজনৈতিকভাবে যে দলের প্রতিনিধিত্ব করেন, তারা সনাতনী হিন্দু ধর্মের কট্টর সমর্থক ৷ এমনকী, নানা সময়ে নানা কারণে গেরুয়াশিবিরের বিরুদ্ধে ধর্মীয় ও সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগও ওঠে ৷ বিদ্যাসাগর ছিলেন একেবারে এর উল্টো পথের দিশারি ৷ যদিও তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন করতে ভোলেননি অমিত ৷ গত বছরও একই কাজ করেছেন তিনি ৷ প্রসঙ্গত, উনিশের লোকসভা ভোটের সময় বিজেপি প্রার্থী রাহুল সিনহার প্রচারে যোগ দিতে কলকাতায় আসেন অমিত শাহ ৷ সেই সময়েই বিদ্যাসাগর কলেজ চত্বরে থাকা বিদ্যাসাগরের মূর্তিটি ভেঙে দেয় দুষ্কৃতীরা ৷ যার দায় সেই সময় অমিত শাহের ঘাড়েই চাপিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷
এছাড়াও এদিন বিদ্যাসাগরের স্মৃতিতে টুইট করেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু ৷ তিনি লেখেন, ‘‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে তাঁকেই স্মরণ করছি ৷ নারীর অধিকার কায়েম করতে শিক্ষাকে হাতিয়ার করেছিলেন তিনি ৷ বিধবা বিবাহকে সমর্থন করতেন তিনি ৷ ছিলেন বাল্যবিবাহের তীব্র বিরোধী ৷ নারীর উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ৷’’
আরও পড়ুন : Biman Bose : বিদ্যাসাগরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি করা অনুচিত : বিমান বসু
-
Remembering the great social reformer, Ishwar Chandra Vidyasagar on his birth anniversary. He championed the cause of empowering girls through education. He promoted widow remarriage & opposed child marriage. His contribution towards the uplift of women will always be remembered. pic.twitter.com/CmOLUWBIr0
— Vice President of India (@VPSecretariat) September 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Remembering the great social reformer, Ishwar Chandra Vidyasagar on his birth anniversary. He championed the cause of empowering girls through education. He promoted widow remarriage & opposed child marriage. His contribution towards the uplift of women will always be remembered. pic.twitter.com/CmOLUWBIr0
— Vice President of India (@VPSecretariat) September 26, 2021Remembering the great social reformer, Ishwar Chandra Vidyasagar on his birth anniversary. He championed the cause of empowering girls through education. He promoted widow remarriage & opposed child marriage. His contribution towards the uplift of women will always be remembered. pic.twitter.com/CmOLUWBIr0
— Vice President of India (@VPSecretariat) September 26, 2021
1820 সালের 26 সেপ্টেম্বর অবিভক্ত মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্য়ায় ৷ পরবর্তীতে তিনিই পরিচিত হন বিদ্যাসাগর নামে ৷ চরম দারিদ্র্যের মধ্যে জীবন কাটালেও নারীশিক্ষায় তাঁর অবদান প্রশ্নাতীত ৷ বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি ৷ ছিলেন আধুনিকতার পক্ষপাতী ৷ বাংলা বর্ণমালা তাঁরই সৃষ্টি ৷