ঝাড়গ্রাম, 19 মে : তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ নতুন নয় । দলের বিভিন্ন মিটিংয়ে প্রায়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) বালি, মাটি বা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে শোনা যায় । কিন্তু তাতেও দলীয় কর্মীদের একাংশকে দুর্নীতি থেকে দূরে রাখা সম্ভব হয়নি বলে অভিযোগ তৃণমূলের (Trinamool Congress) ।
তাই এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাওয়াই সরাসরি তাঁকে চিঠি লেখার । বৃহস্পতিবার ঝাড়গ্রামে তৃণমূলের কর্মী সম্মেলনে দাঁড়িয়ে তিনি জানান, সমব্যাথী প্রকল্পের টাকা থেকে কেউ যদি কাটমানি খাওয়ার চেষ্টা করেন, তিনি বরদাস্ত করবেন না ।
এদিন মুখ্যমন্ত্রী কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘2 হাজার টাকা আপনার প্রাপ্য । এর থেকে কম নেবেন না । যদি কেউ 1 টাকা কম দেয় আমাকে চিঠি লিখবেন (Mamata advises common people to write to her with any complaints about cut money), জেলাশাসককেও সরাসরি চিঠি দিয়ে জানাবেন । আর স্থানীয় পুলিশের কাছে এফআইআর দায়ের করবেন ।’’
রাজনীতির কারবারিদের মতে, এদিন মুখ্যমন্ত্রী সমব্যথী প্রকল্পের কথা বললেও তাঁর এই বার্তা প্রতীকী । সামগ্রিকভাবে সমস্ত সরকারি প্রকল্পের জন্যই প্রযোজ্য । জন্ম থেকে মৃত্যু একাধিক সামাজিক প্রকল্প চালু করেছে মমতার সরকার । কিন্তু সব ক্ষেত্রেই কমবেশি প্রকল্পের ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের কাটমানি খাওয়ার অভিযোগ ওঠে । সেক্ষেত্রে মমতার স্পষ্ট দাওয়াই, বাংলার মানুষের জন্য প্রকল্প । ক্ষেত্রে কেউ যদি গরিব মানুষকে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেবে রাজ্য সরকার ।
প্রসঙ্গত, মমতার অতি বড় সমালোচকও একথা স্বীকার করে নেন যে বাংলায় সামাজিক খাতে তাঁর জমানাতে ভালো কাজ হয়েছে । অভিযোগ, মমতা সরকারের এই প্রকল্পের সুবিধা একশো শতাংশ মানুষের কাছে পৌঁছচ্ছে না । বহু ক্ষেত্রে প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাওয়ার ক্ষেত্রে বাধা হচ্ছে দলের কর্মীদের একাংশের কাটমানি খাওয়ার প্রবণতা । আর তা নিয়েই এদিন সরব হলেন মমতা । বার্তা দিলেন, অপরাধীদের বরদাস্ত করা হবে না ৷
আরও পড়ুন : Mamata on Recruitment Scam : সব প্রতিষ্ঠানে বিজেপির লোক, নিয়োগ দুর্নীতি নিয়ে কিসের ইঙ্গিত মমতার ?