ETV Bharat / city

কেন ই-স্নান বাধ্যতামূলক করছেন না ? গঙ্গাসাগর মেলা মামলায় রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের - গঙ্গাসাগর মামলা

শুক্রবার গঙ্গাসাগর মেলা মামলা শুনানি চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, আমরা চাইছি জল স্পর্শ না করেই যাতে স্নানের ব্যবস্থা করা যায় ।

high-court-questioned-to-state government-on-gangasagar-mela-case
high-court-questioned-to-state government-on-gangasagar-mela-case
author img

By

Published : Jan 8, 2021, 3:25 PM IST

Updated : Jan 8, 2021, 6:59 PM IST

কলকাতা, 8 জানুয়ারি: কেন ই-স্নান বাধ্যতামূলক করছেন না এ-বছরের জন্য ? গঙ্গাসাগর মেলা মামলার শুনানিতে রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের । আদালতের আরও প্রশ্ন, স্নান করতে গিয়ে সংক্রমণ ছড়ালে আপনারা তা কীভাবে আটকাবেন ?

আরও পড়ুন: সংক্রমণ এড়াতে গঙ্গাসাগরে কী সুরক্ষাবিধি ? হলফনামা চাইল হাইকোর্ট

শুক্রবার গঙ্গাসাগর মেলা মামলা শুনানি চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, আমরা চাইছি জল স্পর্শ না করেই যাতে স্নানের ব্যবস্থা করা যায় । সবকিছুই এখন অনলাইনে হচ্ছে, তাহলে আমরা কেন ই-স্নানের ব্যবস্থা করতে পারব না ? এটাকে বাধ্যতামূলক করতে পারব না কেন ?

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার সুরক্ষাবিধি ? মেডিকেল টিম আনতে রাজ্যকে নির্দেশ

রাজ্যের তরফে কিশোর দত্ত জানান, বিকল্প ব্যবস্থা হিসেবে ই-স্নানের পাশাপাশি কিওস্কের ব্যবস্থা রাখা হচ্ছে ৷ যেখান থেকে পুণ্যার্থীরা জল সংগ্রহ করতে পারবেন । যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মত ই-স্নানের পক্ষেই । বাদানুবাদের এই অবস্থায় বেলা সাড়ে তিনটের সময় মামলার রায় দান করবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

কলকাতা, 8 জানুয়ারি: কেন ই-স্নান বাধ্যতামূলক করছেন না এ-বছরের জন্য ? গঙ্গাসাগর মেলা মামলার শুনানিতে রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের । আদালতের আরও প্রশ্ন, স্নান করতে গিয়ে সংক্রমণ ছড়ালে আপনারা তা কীভাবে আটকাবেন ?

আরও পড়ুন: সংক্রমণ এড়াতে গঙ্গাসাগরে কী সুরক্ষাবিধি ? হলফনামা চাইল হাইকোর্ট

শুক্রবার গঙ্গাসাগর মেলা মামলা শুনানি চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, আমরা চাইছি জল স্পর্শ না করেই যাতে স্নানের ব্যবস্থা করা যায় । সবকিছুই এখন অনলাইনে হচ্ছে, তাহলে আমরা কেন ই-স্নানের ব্যবস্থা করতে পারব না ? এটাকে বাধ্যতামূলক করতে পারব না কেন ?

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার সুরক্ষাবিধি ? মেডিকেল টিম আনতে রাজ্যকে নির্দেশ

রাজ্যের তরফে কিশোর দত্ত জানান, বিকল্প ব্যবস্থা হিসেবে ই-স্নানের পাশাপাশি কিওস্কের ব্যবস্থা রাখা হচ্ছে ৷ যেখান থেকে পুণ্যার্থীরা জল সংগ্রহ করতে পারবেন । যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মত ই-স্নানের পক্ষেই । বাদানুবাদের এই অবস্থায় বেলা সাড়ে তিনটের সময় মামলার রায় দান করবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

Last Updated : Jan 8, 2021, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.