কলকাতা, 2 সেপ্টম্বর: নিয়োগের দাবিতে মাদ্রাসা সার্ভিস কমিশন উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ (Teacher Agitation in Saltkale) ৷ শুক্রবার সল্টলেক বিকাশ ভবন থেকে সিটি সেন্টার যাওয়ার রাস্তার পাশে বসে থালা বাজিয়ে অনশন বিক্ষোভ করেন তাঁরা। দুর্গাপুজোর আগে তাঁদেরকে নিয়োগ করা না-হলে বড়সড় আন্দোলেন হুঁশিয়ারি দিয়েছেন ৷
বিক্ষোভকারীদের দাবি, 2014 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছেন তাঁরা ৷ 2016 সালে একটি লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় ৷ পরবর্তী কালে বেশ কিছু নিয়োগ করা হলেও বাকি প্রায় 200 জনকে এখনো নিয়োগ করা হয়নি। কেন তাঁদেরকে নিয়োগ করা হয়নি তা জানতে উত্তীর্ণ প্রার্থীরা মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার দেখা করার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি ৷
আরও পড়ুন: টেট উত্তীর্ণদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, 'রণক্ষেত্র' বিধাননগর
মাদ্রাসা চেয়ারম্যানও তাঁদের সঙ্গে দেখা করেনি। তাই তারা একাধিকবার রাস্তায় নেমে আন্দোলন করেছেন। বিভিন্ন দফতরের দ্বারস্থ হয়েছেন। কিন্তু কোনও রকম সদুত্তর মেলেনি। তাই তাঁরা বাধ্য হয়ে আবারও সল্টলেক রাস্তার পাশে আজ থেকে বিক্ষোভ শুরু করেছেন। দাবি পূরণ না-হওয়া পর্যন্ত সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত চার সপ্তাহ ধরে অনশন বিক্ষোভ করবেন মাদ্রাসার বঞ্চিত চাকরিপ্রার্থীরা।