কলকাতা, 6 জানুয়ারি : চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা কি আদৌ হবে ? নাকি সেটা অনলাইনে নেওয়া হবে ? নাকি তা বাতিল করে টেস্ট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে শিক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হবে ? এখন এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পড়ুয়া-অভিভাবক-শিক্ষকদের মনে (Uncertainty about West Bengal Secondary Exam) ৷ করোনা গ্রাফ লাফিয়ে বাড়ছে রাজ্যে ৷ এই প্রবণতার দিকে তাকিয়ে এই প্রশ্নগুলো শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকমহলে মাথাচাড়া দেওয়া স্বাভাবিক ৷ আজ 6 জানুয়ারি সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলগুলোতে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল-আপ হল ।
গতকাল অর্থাৎ 5 জানুয়ারি টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে স্কুলগুলো । কিন্তু তাতে শিক্ষার্থীদের অর্জিত নম্বর দেওয়া হয়নি । এমনকি শতকরা কত শতাংশ নম্বর পেয়েছে তারা, তাও প্রকাশ করা হয়নি । দু'বছর পরে শিক্ষার্থীরা পরীক্ষা দিল, অথচ মূল্যায়নের কী অবস্থা তা জানানো হল না । সকলকেই মাধ্যমিকের জন্য উত্তীর্ণ বলে স্কুলের নোটিশ বোর্ডে তালিকা ঝোলানো হয়েছে । এই ব্যাপারে সংশ্লিষ্ট স্কুলকে প্রশ্ন করা হলে তারা বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশে করা হয়েছে বলে জানায় । এই উচ্চতর কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ না মাধ্যমিক বোর্ড, তা পরিষ্কার করে বলা হচ্ছে না ।
এই ব্যাপারে মাধ্যমিক পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘টেস্ট পরীক্ষার নেওয়ার দায়িত্ব স্কুলের । রেজাল্ট প্রকাশ করার দায়িত্বও তাদের । বোর্ডের তরফে কোনও নির্দেশ দেওয়া হয়নি ।’’ এই অবস্থায় মাধ্যমিক পরীক্ষা হওয়া নিয়ে সংশয় রয়েছে কি না সম্বন্ধে কোনও মন্তব্য করেননি ।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্কুল শিক্ষকরা টেস্ট পরীক্ষা নেওয়ার ব্যাপারে পর্ষদের যুদ্ধকালীন তৎপরতা দেখে বিস্মিত হয়েছিলেন । 24 ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করে 31 ডিসেম্বরের মধ্যে রেজাল্ট প্রকাশ করার নির্দেশেও অবাক শিক্ষকরা । শুধু তাই নয়, টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র পর্ষদে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন তাঁরা । এমনকি টেস্ট পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের দরাজ হাতে নম্বর দেওয়ার ক্ষেত্রেও সংযমী হতে পর্ষদের তরফে স্কুলগুলোকে বলা হয়েছে বলে শিক্ষকরা জানাচ্ছেন । ফলে শিক্ষকরাও এবারের মাধ্যমিক না হওয়ার সিঁদুরে মেঘ দেখছেন, যা নিয়ে তাঁরা শঙ্কিত । কারণ গতবছরের মতো এবারও যদি মাধ্যমিক না হয়, তাহলে ছাত্রদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন থেকে যাবে । প্রশাসনের রোষানলে পড়ার ভয়ে সোচ্চার হতে না পারলেও অনলাইন নয়, অফলাইনে পরীক্ষার পক্ষে সওয়াল করছেন শিক্ষকরা ৷
বিষয়টি নজরে রাখছে এসএফআই । তাঁরা অবিলম্বে কোভিডবিধি মেনে আংশিকভাবে স্কুল-কলেজে খোলা, মোবাইলের ডেটা প্যাকের লাগামছাড়া খরচ রোধ, শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষের ফি মকুবের দাবিতে পথে নেমেছে । মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক অফলাইনে করার দাবিও তাদের রয়েছে । এবছরের মাধ্যমিকের টেস্টের ফল প্রকাশ ঘিরে ধোঁয়াশা এবং পরীক্ষা নেওয়া হবে কিনা তা ঘিরে তৈরি হওয়া আশঙ্কার ঘূর্ণাবর্ত শিক্ষার্থী এবং অভিভাবকদের মনে ক্ষোভ বাড়াচ্ছে ক্রমশই ৷
আরও পড়ুন : Mamata on Bengal COVID surge : এই রোগ মারাত্মক নয়, অভয় মুখ্যমন্ত্রীর