ETV Bharat / city

নারদ মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল মদন মিত্রের আইনজীবীর - নারদ মামলা

নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর হয়নি ৷ তবে, তাঁদের গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । তবে, রায়ের বিরুদ্ধে সিবিআই সুপ্রিম কোর্টে গেলে, সেখানে যাতে একতরফা নির্দেশ না দেওয়া হয় ৷ তার জন্য সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন মদন মিত্র ৷

Madan Mitras lawyer filed a caveat in Narada case in the Supreme Court
নারদ মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন মদন মিত্রের আইনজীবী
author img

By

Published : May 21, 2021, 6:01 PM IST

কলকাতা, 21 মে : নারদ মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করলেন মদন মিত্রের আইনজীবী ৷ এ ব্যাপারে মদন মিত্রের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য জানিয়েছেন, তাঁরা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করেছেন ৷ কারণ হিসেবে তিনি জানান, সিবিআই যদি শীর্ষ আদালতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদন করে ৷ সেক্ষেত্রে তাঁদের বক্তব্য না শুনে যাতে সুপ্রিম কোর্ট কোনও রায় না দেয়, তার জন্যই এই ক্যাভিয়েট ফাইল করা হয়েছে ।

আরও পড়ুন : কাটল না জট, 5 দিন ধরে রাজ্যজুড়ে নারদ-নারদ

প্রসঙ্গত নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর হয়নি ৷ তবে, তাঁদের গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে জামিনের বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয় ৷ যার ফলে এই মামলা আপাতত বৃহত্তর বেঞ্চে শুনানির জন্য পাঠানো হচ্ছে ৷ যেখানে বলা হয়েছে, যতদিন না বৃহত্তর বেঞ্চ জামিন মামলার চূড়ান্ত রায় না দিচ্ছে, ততদিন অভিযুক্তদের গৃহবন্দি হয়ে থাকতে হবে ৷ প্রসঙ্গত, এদিন সিবিআই-এর তরফে সলিসিটর জেনারেল অভিযুক্তদের গৃহবন্দি করে রাখার রায়ের বিরোধিতা করেছিলেন ৷ তবে, তা খারিজ করে দেওয়া হয়েছে ৷

কলকাতা, 21 মে : নারদ মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করলেন মদন মিত্রের আইনজীবী ৷ এ ব্যাপারে মদন মিত্রের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য জানিয়েছেন, তাঁরা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করেছেন ৷ কারণ হিসেবে তিনি জানান, সিবিআই যদি শীর্ষ আদালতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদন করে ৷ সেক্ষেত্রে তাঁদের বক্তব্য না শুনে যাতে সুপ্রিম কোর্ট কোনও রায় না দেয়, তার জন্যই এই ক্যাভিয়েট ফাইল করা হয়েছে ।

আরও পড়ুন : কাটল না জট, 5 দিন ধরে রাজ্যজুড়ে নারদ-নারদ

প্রসঙ্গত নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর হয়নি ৷ তবে, তাঁদের গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে জামিনের বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয় ৷ যার ফলে এই মামলা আপাতত বৃহত্তর বেঞ্চে শুনানির জন্য পাঠানো হচ্ছে ৷ যেখানে বলা হয়েছে, যতদিন না বৃহত্তর বেঞ্চ জামিন মামলার চূড়ান্ত রায় না দিচ্ছে, ততদিন অভিযুক্তদের গৃহবন্দি হয়ে থাকতে হবে ৷ প্রসঙ্গত, এদিন সিবিআই-এর তরফে সলিসিটর জেনারেল অভিযুক্তদের গৃহবন্দি করে রাখার রায়ের বিরোধিতা করেছিলেন ৷ তবে, তা খারিজ করে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.