ETV Bharat / city

জাকির হোসেনের উপর হামলায় বিজেপির 'ষড়যন্ত্র' দেখছেন মদন মিত্র - Madan Mitra accused BJP for attack on Bengal minister Jakir Hossain

জাকির হোসেনের উপর বোমা হামলার ঘটনায় বিজেপিকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন মদন মিত্র । তৃণমূল নেতার অভিযোগ, "বিজেপি বলছে এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব । ওরা এত কিছু জানে আর বোমা পাখার কথা জানে না"?

জাকির হোসেনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মদন মিত্র
জাকির হোসেনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মদন মিত্র
author img

By

Published : Feb 18, 2021, 6:57 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে দেখতে হাসপাতালে গেলেন তৃণমূল নেতা মদন মিত্র । গোটা ঘটনায় বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তাঁর । এর জন্য বিজেপিকে প্রায়শ্চিত্ত করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন ।

নিমতিতা স্টেশনে গতকাল বোমার আঘাতে গুরুতর জখম হন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন । তাঁকে দেখতে আজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী । ঘটনায় 'ষড়যন্ত্র'-এর অভিযোগ তোলেন মমতা । তাঁর সুরে সুর মিলিয়েই এবার সরাসরি বিজেপির দিকে আঙুল তুললেন মদন মিত্র । এসএসকেএমে আহত মন্ত্রীকে দেখে বেরিয়ে তিনি বলেন, "রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা বিস্ফোরণ হয়েছে । দুষ্কৃতীদের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে । এত বড় ঘটনার পর ওদের দালাল কলকাতায় বসে বলছে যে, এর সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে । বিজেপি যদি মনে করে রাজ্যে এইভাবে খেলা হবে, তাহলে তার প্রায়শ্চিত্ত করতে হবে তাদের ।"

আরও পড়ুন : জাকিরকে হত্যার পরিকল্পনা ছিল : মমতা

এই ঘটনায় রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব । সেই প্রসঙ্গে মদন মিত্র বলেন, "অবশ্যই রাজ্যের দায়িত্ব । কিন্তু স্টেশনে প্রবেশের পর তা রেলের অধীনে হয় । আমরা কোথাও গেলে জিআরপি ও সিআরপিএফ আমাদের চারিদিক থেকে ঘিরে নেয় । যাতে কোনও দুর্ঘটনা না ঘটে । বিজেপিবলছে অন্তর্দ্বন্দ্ব । ওরা এত কথা জানে । আর বোমা রাখার কথা জনত না?"

বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মদন মিত্র

কলকাতা, 18 ফেব্রুয়ারি : শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে দেখতে হাসপাতালে গেলেন তৃণমূল নেতা মদন মিত্র । গোটা ঘটনায় বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তাঁর । এর জন্য বিজেপিকে প্রায়শ্চিত্ত করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন ।

নিমতিতা স্টেশনে গতকাল বোমার আঘাতে গুরুতর জখম হন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন । তাঁকে দেখতে আজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী । ঘটনায় 'ষড়যন্ত্র'-এর অভিযোগ তোলেন মমতা । তাঁর সুরে সুর মিলিয়েই এবার সরাসরি বিজেপির দিকে আঙুল তুললেন মদন মিত্র । এসএসকেএমে আহত মন্ত্রীকে দেখে বেরিয়ে তিনি বলেন, "রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা বিস্ফোরণ হয়েছে । দুষ্কৃতীদের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে । এত বড় ঘটনার পর ওদের দালাল কলকাতায় বসে বলছে যে, এর সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে । বিজেপি যদি মনে করে রাজ্যে এইভাবে খেলা হবে, তাহলে তার প্রায়শ্চিত্ত করতে হবে তাদের ।"

আরও পড়ুন : জাকিরকে হত্যার পরিকল্পনা ছিল : মমতা

এই ঘটনায় রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব । সেই প্রসঙ্গে মদন মিত্র বলেন, "অবশ্যই রাজ্যের দায়িত্ব । কিন্তু স্টেশনে প্রবেশের পর তা রেলের অধীনে হয় । আমরা কোথাও গেলে জিআরপি ও সিআরপিএফ আমাদের চারিদিক থেকে ঘিরে নেয় । যাতে কোনও দুর্ঘটনা না ঘটে । বিজেপিবলছে অন্তর্দ্বন্দ্ব । ওরা এত কথা জানে । আর বোমা রাখার কথা জনত না?"

বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মদন মিত্র
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.