ETV Bharat / city

Madan Mitra: নিষেধাজ্ঞা চুলোয় ! মন্দারমণি সৈকতে গাড়ি চালিয়ে ফের বিতর্কে মদন

মন্দারমণির সৈকতে (Mandarmani Sea Beach) গাড়ি চালালেন মদন মিত্র (Madan Mitra) ৷ পুজোর (Durga Puja 2022) মরশুমে নিয়ম ভেঙে ফের বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক ৷

Madan Mitra drives car at Mandarmani Sea Beach sparks New Controversy
Madan Mitra: নিষেধাজ্ঞা চুলোয় ! মন্দারমণি সৈকতে গাড়ি চালিয়ে ফের বিতর্কে মদন
author img

By

Published : Oct 3, 2022, 2:33 PM IST

কলকাতা, 3 অক্টোবর: আবারও বিতর্কে জড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক ও দাপুটে তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra) ৷ এবার মন্দারমণির সৈকতে (Mandarmani Sea Beach) গাড়ি চালিয়ে খবরের শিরোনামে উঠে এলেন 'এমএম' ৷ যা কিনা একেবারেই বেআইনি কাজ ৷ একজন জনপ্রতিনিধি ও শাসকদলের নেতা হওয়া সত্ত্বেও আইন ভাঙলেন হাসতে হাসতে ! মদনের সেই নিয়ম ভাঙার ছবিতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ৷ চর্চা শুরু হয়েছে সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহলে ৷

সূত্রের খবর, দুর্গাপুজো (Durga Puja 2022) উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে মন্দারমণি বেড়াতে গিয়েছেন মদন মিত্র ৷ আর এই ঘোরাঘুরির মধ্যেই কোনও এক সময়ে লাল টুকটুকে গাড়ি চালিয়ে মদন সটান বিচে ঢুকে যান ! সঙ্গে ছিলেন তাঁর সঙ্গে ঘুরতে যাওয়া বাকিরাও ৷ এই ছবি প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিবাদ এসেছে বিজেপি শিবির থেকে ৷ সমালোচনা শুরু হয়েছে অন্য়ান্য মহলেও ৷ কিন্তু, এখনও পর্যন্ত মদন নিজে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ৷

আরও পড়ুন: নাম না করে মদনের বোমার হুঁশিয়ারি, সমালোচনার ঝড় বিরোধীদের

প্রসঙ্গত, মন্দিরমণির সৈকতে গাড়ি চালানো নিষিদ্ধ ৷ কারণ, কয়েক বছর আগে এই সৈকতেই পর পর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে ৷ এমনকী, তাতে মৃত্য়ু পর্যন্ত হয় ৷ তার জেরেই সৈকতে গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন ৷ অথচ, একদিন যিনি নিজে রাজ্য়ের পরিবহণ মন্ত্রী ছিলেন, এখনও যাঁর একটা ভালো জনসমর্থন রয়েছে, সেই মানুষটিই কিনা সরকারি নিয়মকে বুড়ো দেখিয়ে হলুদ বালিতে ছোটালেন গাড়ি !

তবে, মদনকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয় ৷ তাঁর কাণ্ডকারখানায় তৃণমূল নেতৃত্বকে মাঝেমধ্যেই অস্বস্তিতে পড়তে হয় বলে মনে করে রাজনৈতিক মহল ৷ ক'দিন আগেই দেবীপক্ষের সূচনা পর্বে, মহালয়ার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে তর্পণ করেছিলেন মদন ! যদিও এরপর 'ব্যক্তি' মদন বলেছিলেন, "ব্যক্তিগত জীবনে ওঁরা সুস্থ থাকুন ৷ তাঁদের দীর্ঘায়ু কামনা করি ৷ আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের পর তর্পণ করতে আর কোনও বিজেপি নেতাকে খুঁজে পাওয়া যাবে না ৷ মানুষ এঁদের প্রতি বিরক্ত হয়ে উঠেছে ৷ এঁরা যে রাজনৈতিক সন্ত্রাস এবং তাণ্ডব চলাচ্ছেন, তার অবসান ঘটুক ৷ এই তর্পণ আসলে বিজেপি-এর রাজনৈতিক অপমৃত্যুর তর্পণ !"

এমন আচরণের জন্য বিজেপি তো বটেই, অন্যরাও মদনের কঠোর সমালোচনা করেন ৷ প্রবীণ নেতাকে তিরস্কৃত হতে হয় দলের অন্দরেও ৷ এমনকী, এর জেরে ফিরহাদ হাকিম বলতে হয়েছিল, দল কখনই এসব বরদাস্ত করবে না ৷ এখন দেখার, মদনের এই নয়া কীর্তি নিয়ে তৃণমূল নেতৃত্ব কী প্রতিক্রিয়া দেয় ৷ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, "মদন মিত্রের কাছ থেকে এর থেকে বেশি কী আর আশা করা যেতে পারে ! তিনি মদন মিত্র, আইন ভাঙ্গাই তার নেশা !"

কলকাতা, 3 অক্টোবর: আবারও বিতর্কে জড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক ও দাপুটে তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra) ৷ এবার মন্দারমণির সৈকতে (Mandarmani Sea Beach) গাড়ি চালিয়ে খবরের শিরোনামে উঠে এলেন 'এমএম' ৷ যা কিনা একেবারেই বেআইনি কাজ ৷ একজন জনপ্রতিনিধি ও শাসকদলের নেতা হওয়া সত্ত্বেও আইন ভাঙলেন হাসতে হাসতে ! মদনের সেই নিয়ম ভাঙার ছবিতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ৷ চর্চা শুরু হয়েছে সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহলে ৷

সূত্রের খবর, দুর্গাপুজো (Durga Puja 2022) উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে মন্দারমণি বেড়াতে গিয়েছেন মদন মিত্র ৷ আর এই ঘোরাঘুরির মধ্যেই কোনও এক সময়ে লাল টুকটুকে গাড়ি চালিয়ে মদন সটান বিচে ঢুকে যান ! সঙ্গে ছিলেন তাঁর সঙ্গে ঘুরতে যাওয়া বাকিরাও ৷ এই ছবি প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিবাদ এসেছে বিজেপি শিবির থেকে ৷ সমালোচনা শুরু হয়েছে অন্য়ান্য মহলেও ৷ কিন্তু, এখনও পর্যন্ত মদন নিজে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ৷

আরও পড়ুন: নাম না করে মদনের বোমার হুঁশিয়ারি, সমালোচনার ঝড় বিরোধীদের

প্রসঙ্গত, মন্দিরমণির সৈকতে গাড়ি চালানো নিষিদ্ধ ৷ কারণ, কয়েক বছর আগে এই সৈকতেই পর পর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে ৷ এমনকী, তাতে মৃত্য়ু পর্যন্ত হয় ৷ তার জেরেই সৈকতে গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন ৷ অথচ, একদিন যিনি নিজে রাজ্য়ের পরিবহণ মন্ত্রী ছিলেন, এখনও যাঁর একটা ভালো জনসমর্থন রয়েছে, সেই মানুষটিই কিনা সরকারি নিয়মকে বুড়ো দেখিয়ে হলুদ বালিতে ছোটালেন গাড়ি !

তবে, মদনকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয় ৷ তাঁর কাণ্ডকারখানায় তৃণমূল নেতৃত্বকে মাঝেমধ্যেই অস্বস্তিতে পড়তে হয় বলে মনে করে রাজনৈতিক মহল ৷ ক'দিন আগেই দেবীপক্ষের সূচনা পর্বে, মহালয়ার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে তর্পণ করেছিলেন মদন ! যদিও এরপর 'ব্যক্তি' মদন বলেছিলেন, "ব্যক্তিগত জীবনে ওঁরা সুস্থ থাকুন ৷ তাঁদের দীর্ঘায়ু কামনা করি ৷ আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের পর তর্পণ করতে আর কোনও বিজেপি নেতাকে খুঁজে পাওয়া যাবে না ৷ মানুষ এঁদের প্রতি বিরক্ত হয়ে উঠেছে ৷ এঁরা যে রাজনৈতিক সন্ত্রাস এবং তাণ্ডব চলাচ্ছেন, তার অবসান ঘটুক ৷ এই তর্পণ আসলে বিজেপি-এর রাজনৈতিক অপমৃত্যুর তর্পণ !"

এমন আচরণের জন্য বিজেপি তো বটেই, অন্যরাও মদনের কঠোর সমালোচনা করেন ৷ প্রবীণ নেতাকে তিরস্কৃত হতে হয় দলের অন্দরেও ৷ এমনকী, এর জেরে ফিরহাদ হাকিম বলতে হয়েছিল, দল কখনই এসব বরদাস্ত করবে না ৷ এখন দেখার, মদনের এই নয়া কীর্তি নিয়ে তৃণমূল নেতৃত্ব কী প্রতিক্রিয়া দেয় ৷ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, "মদন মিত্রের কাছ থেকে এর থেকে বেশি কী আর আশা করা যেতে পারে ! তিনি মদন মিত্র, আইন ভাঙ্গাই তার নেশা !"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.