ETV Bharat / city

Shane Warne Death : ক্রিকেট এক বর্ণময় লড়াকু চরিত্র হারাল, প্রতিক্রিয়া মদনলাল-সম্বরণের

রডনি মার্শের চলে যাওয়ার পর নিজে টুইট করে শোকপ্রকাশ করেছেন ৷ তারপর এই ইন্দ্রপতন ৷ শেন ওয়ার্নের চলে যাওয়ায় বড় ধাক্কা খেল ক্রিকেটবিশ্ব (Cricket Legend Shane Warne Passes Away) ৷ তার ঢেউ ভারত তথা তিলোত্তমাতেও আছড়ে পড়েছে ৷

Shane Warne Dies of a suspected heart attack
প্রয়াত শেন ওয়ার্ন
author img

By

Published : Mar 4, 2022, 9:57 PM IST

কলকাতা, 4 মার্চ : কিংবদন্তি লেগস্পিনার চলে গেলেন না ফেরার দেশে ৷ সকালে রডনি মার্শ, সন্ধ্যায় শেন ওয়ার্ন ৷ প্রকৃত অর্থেই 'ব্ল্যাক ফ্রাইডে' আজ ক্রিকেটবিশ্বে । মাত্র বাহান্ন বছর বয়সে তাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে সব শেষ (Cricket Legend Shane Warne Passes Away), অবিশ্বাস্য ক্রিকেট বিশ্বের কাছে ৷

প্রাক্তন উইকেটরক্ষক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলছেন, "অবিশ্বাস্য খবর । শেন ওয়ার্ন নেই, খবরটাই তো বিশ্বাস হচ্ছে না । বোলার হিসেবে উইকেট পাওয়ার নিরিখে ওয়ার্নের ওপরে রয়েছেন মুরলীধরন ৷ কিন্তু বোলিং স্টাইল এবং ক্যারিশমার প্রভাবে শেন ওয়ার্ন অনেক এগিয়ে । ওর সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল । তখন দেখেছিলাম কী ভাল খেলাটা বোঝে । ধ্রুপদি স্পিনারদের শেষ উত্তরসূরি চলে গেলেন । পাকিস্তানে এখন অস্ট্রেলিয়া খেলতে ব্যস্ত । জানি না ওরা কীভাবে এই ধাক্কা সামলাবে । সকালে রডনি মার্শ, আর সন্ধ্যায় ওয়ার্নের চলে যাওয়ার খবর পেলাম । সত্যি ক্রিকেটের কালো দিন ।"

দিল্লিতে বসে মদনলাল শেন ওয়ার্নের চলে যাওয়ার খবরে হতবাক । "কী বলছেন ? শেন ওয়ার্ন নেই ! সকালে মার্শের চলে যাওয়ার খবরে মনটা খারাপ হয়ে গিয়েছিল । ওকে সামনে থেকে দেখেছি । খেলেছি । ওয়ার্নের সময়ে না খেললেও, দেখেছি । এতবড় স্পিনারের এমন হঠাৎ মৃত্যু... সত্যি ভাবতে পারছি না," বলছিলেন মদনলাল ।

এরাপল্লি প্রসন্ন বিশ্বাস করতে পারছেন না শেন ওয়ার্ন নেই । "সকালে মার্শ, এখন ওয়ার্ন-ও গড, ভাল লাগছে না কিছু," প্রতিক্রিয়া আর এক কিংবদন্তি স্পিনারের ।

আরও পড়ুন : Shane Warne Passes Away : প্রয়াত স্পিনের জাদুকর শেন কিথ ওয়ার্ন

কলকাতা, 4 মার্চ : কিংবদন্তি লেগস্পিনার চলে গেলেন না ফেরার দেশে ৷ সকালে রডনি মার্শ, সন্ধ্যায় শেন ওয়ার্ন ৷ প্রকৃত অর্থেই 'ব্ল্যাক ফ্রাইডে' আজ ক্রিকেটবিশ্বে । মাত্র বাহান্ন বছর বয়সে তাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে সব শেষ (Cricket Legend Shane Warne Passes Away), অবিশ্বাস্য ক্রিকেট বিশ্বের কাছে ৷

প্রাক্তন উইকেটরক্ষক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলছেন, "অবিশ্বাস্য খবর । শেন ওয়ার্ন নেই, খবরটাই তো বিশ্বাস হচ্ছে না । বোলার হিসেবে উইকেট পাওয়ার নিরিখে ওয়ার্নের ওপরে রয়েছেন মুরলীধরন ৷ কিন্তু বোলিং স্টাইল এবং ক্যারিশমার প্রভাবে শেন ওয়ার্ন অনেক এগিয়ে । ওর সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল । তখন দেখেছিলাম কী ভাল খেলাটা বোঝে । ধ্রুপদি স্পিনারদের শেষ উত্তরসূরি চলে গেলেন । পাকিস্তানে এখন অস্ট্রেলিয়া খেলতে ব্যস্ত । জানি না ওরা কীভাবে এই ধাক্কা সামলাবে । সকালে রডনি মার্শ, আর সন্ধ্যায় ওয়ার্নের চলে যাওয়ার খবর পেলাম । সত্যি ক্রিকেটের কালো দিন ।"

দিল্লিতে বসে মদনলাল শেন ওয়ার্নের চলে যাওয়ার খবরে হতবাক । "কী বলছেন ? শেন ওয়ার্ন নেই ! সকালে মার্শের চলে যাওয়ার খবরে মনটা খারাপ হয়ে গিয়েছিল । ওকে সামনে থেকে দেখেছি । খেলেছি । ওয়ার্নের সময়ে না খেললেও, দেখেছি । এতবড় স্পিনারের এমন হঠাৎ মৃত্যু... সত্যি ভাবতে পারছি না," বলছিলেন মদনলাল ।

এরাপল্লি প্রসন্ন বিশ্বাস করতে পারছেন না শেন ওয়ার্ন নেই । "সকালে মার্শ, এখন ওয়ার্ন-ও গড, ভাল লাগছে না কিছু," প্রতিক্রিয়া আর এক কিংবদন্তি স্পিনারের ।

আরও পড়ুন : Shane Warne Passes Away : প্রয়াত স্পিনের জাদুকর শেন কিথ ওয়ার্ন

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.