ETV Bharat / city

আবার উঠল ভাড়া বৃদ্ধির দাবি, তবে কি কাল থেকে চলবে না বেসরকারি বাস ? - লকডাউন

20জন যাত্রী নিয়ে আগের ভাড়ায় বাস চালাতে হবে শুনে বেসরকারি বাস সংগঠনগুলি না করে দিয়েছিল । গতকাল রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়, যত সংখ্যক সিট ততজন যাত্রী নিয়েই চলবে বাস । তবে এখনও পর্যন্ত ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি রাজ্য সরকার । সেক্ষেত্রেও পুরনো ভাড়ায় পোষাবে না বলে জানাচ্ছে বাস সংগঠনগুলি ।

bus
bus
author img

By

Published : May 31, 2020, 7:28 PM IST

কলকাতা, 31মে : গণপরিবহন স্বাভাবিক হওয়ার আগের মুহূর্তে আবার ভাড়া নিয়ে অমত প্রকাশ করল বাস সংগঠনগুলি । সরকারি নির্দেশ অনুযায়ী আগামীকাল থেকেই রাজ্যে গণপরিবহন স্বাভাবিক হবে । চলবে সরকারি এবং বেসরকারি বাসও । রাজ্যের গতকালের নির্দেশিকাতেও তাঁদের সংশয় রয়েছে । মুখ্যমন্ত্রীকে সার্বিক বিষয় খতিয়ে দেখার জন্য চিঠিও দেওয়া হবে । এখন আগামীকাল থেকে রাজ্যে বেসরকারি বাস পরিষেবা চালু হবে কি না সেই নিয়ে সংশয় থাকছেই ।

20জন যাত্রী নিয়ে আগের ভাড়ায় বাস চালাতে হবে শুনে বেসরকারি বাস সংগঠনগুলি না করে দিয়েছিল । গতকাল রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়, যত সংখ্যক সিট ততজন যাত্রী নিয়েই চলবে বাস । তবে এখনও পর্যন্ত ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি রাজ্য সরকার । সেক্ষেত্রেও পুরনো ভাড়ায় পোষাবে না বলে জানাচ্ছে বাস সংগঠনগুলি ।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাস চালাতে হবে । বাস চালক, কর্মী ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশও দেয় রাজ্য ।

ভাড়া বৃদ্ধির জায়গাতেই সংশয় বলে জানাচ্ছে বাস সংগঠনগুলি । জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “সার্বিক বিষয়ে পূর্ণ বিবেচনার আর্জি জানিয়ে 2 জুন আমরা মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেব । একটি রেগুলেটরি কমিটি তৈরি করার প্রস্তাবও দেওয়া হবে । স্কুল, কলেজ, মেট্রো, ট্রেন এবং অন্যান্য অফিস বন্ধ । সেক্ষেত্রে এই সংখ্যক যাত্রী নিয়ে গাড়ি চালানো কতটা সম্ভব হবে ? তাই আমাদের দাবি যে সেই কমিটি বেসরকারি বাসের বিষয়টি বিবেচনা করে আমাদের ভাড়া ও অন্যান্য নিয়মাবলি ঠিক করে দিক ।”

তপন বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এই সংখ্যক যাত্রী নিয়ে আগের ভাড়ায় বাস চালানো অসম্ভব । তাই সরকারের তরফে বিষয়টি না ভাবলে আমরা পরিষেবা চালু করতে পারব না ।”

ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অপারেটরস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বোস বৈঠকের পর বলেন, “আজ আমাদের বৈঠকে বেশ কয়েকটি বিষয় উঠে এসছে । সেই দাবিগুলি জানিয়ে 2 জুন মুখ্যমন্ত্রী, পরিবহনমন্ত্রী এবং পরিবহন সচিবকে একটি স্মারকলিপি জমা দিতে চলেছি । সারা ভারতে পরিবহনের উপর প্যাকেজ আনতে হবে । বাংলায় 90 শতাংশ যাত্রীকে বেসরকারি বাস পরিষেবা দিয়ে থাকে । তাই বাংলায় পরিবহনের উপর বিশেষ প্যাকেজ আনা হোক । লকডাউন যে দিন শেষ হবে সে দিন থেকে জীবনবিমার সময়সীমা পরের ছয় মাস পর্যন্ত বাড়াতে হবে । কত ভাড়া হলে বেসরকারি পরিবহন আবার পরিষেবা দিতে সক্ষম হবে তা মুখ্যমন্ত্রী ঠিক করে দিন ।”

পরিবহন শ্রমিকদের 10লাখ টাকার স্বাস্থ্যবিমার(Covid-19) আওতায় আনার অনুরোধ জানান প্রদীপনারায়ণ বোস । পরিবহন শ্রমিকদের মাস্ক, গ্লাভস, ক্যাপ এবং হ্যান্ড স্যানিটাইজ়ার দেওয়ার জন্য অনুরোধ করেন । তিনি বলেন, “পরিবহন শিল্প এখনও অসংগঠিত তাই এঁদের নিয়মের মধ্যে আনার অনুরোধ জানাচ্ছি । আমফানে যে তিনটি মিনিবাস ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কে অনুরোধ জানাচ্ছি। বিষয়টি পুনর্বিবেচনা করা না পর্যন্ত পুরনো ভাড়ায় বাস চালানো আমাদের পক্ষে অসম্ভব।"

তবে ইতিমধ্যেই পরিবহনদপ্তর ধাপে ধাপে গণপরিবহন পরিষেবা চালু করার উদ্যোগ নিচ্ছে । 2014 সালের পর 2018 সালে 8 জুন শহরে 1 টাকা ও রাজ্যে প্রতি কিলোমিটারে 10 পয়সা ভাড়ার নির্দেশিকা প্রকাশ হয় । নতুন ভাড়া কার্যকরী হয় 11 জুন থেকে । এরপর এবার একধাক্কায় তিনগুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

কলকাতা, 31মে : গণপরিবহন স্বাভাবিক হওয়ার আগের মুহূর্তে আবার ভাড়া নিয়ে অমত প্রকাশ করল বাস সংগঠনগুলি । সরকারি নির্দেশ অনুযায়ী আগামীকাল থেকেই রাজ্যে গণপরিবহন স্বাভাবিক হবে । চলবে সরকারি এবং বেসরকারি বাসও । রাজ্যের গতকালের নির্দেশিকাতেও তাঁদের সংশয় রয়েছে । মুখ্যমন্ত্রীকে সার্বিক বিষয় খতিয়ে দেখার জন্য চিঠিও দেওয়া হবে । এখন আগামীকাল থেকে রাজ্যে বেসরকারি বাস পরিষেবা চালু হবে কি না সেই নিয়ে সংশয় থাকছেই ।

20জন যাত্রী নিয়ে আগের ভাড়ায় বাস চালাতে হবে শুনে বেসরকারি বাস সংগঠনগুলি না করে দিয়েছিল । গতকাল রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়, যত সংখ্যক সিট ততজন যাত্রী নিয়েই চলবে বাস । তবে এখনও পর্যন্ত ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি রাজ্য সরকার । সেক্ষেত্রেও পুরনো ভাড়ায় পোষাবে না বলে জানাচ্ছে বাস সংগঠনগুলি ।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাস চালাতে হবে । বাস চালক, কর্মী ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশও দেয় রাজ্য ।

ভাড়া বৃদ্ধির জায়গাতেই সংশয় বলে জানাচ্ছে বাস সংগঠনগুলি । জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “সার্বিক বিষয়ে পূর্ণ বিবেচনার আর্জি জানিয়ে 2 জুন আমরা মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেব । একটি রেগুলেটরি কমিটি তৈরি করার প্রস্তাবও দেওয়া হবে । স্কুল, কলেজ, মেট্রো, ট্রেন এবং অন্যান্য অফিস বন্ধ । সেক্ষেত্রে এই সংখ্যক যাত্রী নিয়ে গাড়ি চালানো কতটা সম্ভব হবে ? তাই আমাদের দাবি যে সেই কমিটি বেসরকারি বাসের বিষয়টি বিবেচনা করে আমাদের ভাড়া ও অন্যান্য নিয়মাবলি ঠিক করে দিক ।”

তপন বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এই সংখ্যক যাত্রী নিয়ে আগের ভাড়ায় বাস চালানো অসম্ভব । তাই সরকারের তরফে বিষয়টি না ভাবলে আমরা পরিষেবা চালু করতে পারব না ।”

ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অপারেটরস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বোস বৈঠকের পর বলেন, “আজ আমাদের বৈঠকে বেশ কয়েকটি বিষয় উঠে এসছে । সেই দাবিগুলি জানিয়ে 2 জুন মুখ্যমন্ত্রী, পরিবহনমন্ত্রী এবং পরিবহন সচিবকে একটি স্মারকলিপি জমা দিতে চলেছি । সারা ভারতে পরিবহনের উপর প্যাকেজ আনতে হবে । বাংলায় 90 শতাংশ যাত্রীকে বেসরকারি বাস পরিষেবা দিয়ে থাকে । তাই বাংলায় পরিবহনের উপর বিশেষ প্যাকেজ আনা হোক । লকডাউন যে দিন শেষ হবে সে দিন থেকে জীবনবিমার সময়সীমা পরের ছয় মাস পর্যন্ত বাড়াতে হবে । কত ভাড়া হলে বেসরকারি পরিবহন আবার পরিষেবা দিতে সক্ষম হবে তা মুখ্যমন্ত্রী ঠিক করে দিন ।”

পরিবহন শ্রমিকদের 10লাখ টাকার স্বাস্থ্যবিমার(Covid-19) আওতায় আনার অনুরোধ জানান প্রদীপনারায়ণ বোস । পরিবহন শ্রমিকদের মাস্ক, গ্লাভস, ক্যাপ এবং হ্যান্ড স্যানিটাইজ়ার দেওয়ার জন্য অনুরোধ করেন । তিনি বলেন, “পরিবহন শিল্প এখনও অসংগঠিত তাই এঁদের নিয়মের মধ্যে আনার অনুরোধ জানাচ্ছি । আমফানে যে তিনটি মিনিবাস ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কে অনুরোধ জানাচ্ছি। বিষয়টি পুনর্বিবেচনা করা না পর্যন্ত পুরনো ভাড়ায় বাস চালানো আমাদের পক্ষে অসম্ভব।"

তবে ইতিমধ্যেই পরিবহনদপ্তর ধাপে ধাপে গণপরিবহন পরিষেবা চালু করার উদ্যোগ নিচ্ছে । 2014 সালের পর 2018 সালে 8 জুন শহরে 1 টাকা ও রাজ্যে প্রতি কিলোমিটারে 10 পয়সা ভাড়ার নির্দেশিকা প্রকাশ হয় । নতুন ভাড়া কার্যকরী হয় 11 জুন থেকে । এরপর এবার একধাক্কায় তিনগুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.