কলকাতা, 17 অগস্ট: রাজ্যের দুর্নীতি ও পাচার-সহ একাধিক ইস্যুতে এবং নিজেদের দাবি আদায়ে বুধবার ধর্মতলায় কলকাতা পৌরনিগমের কাছে বিক্ষোভ সমাবেশ করেন বামপন্থী নির্মাণ শ্রমিকরা (left trade union protest in Kolkata) । এই সমাবেশে প্রতীকী ভাবে ব্যবহার করা হয় পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবি ৷ তুলে ধরা হয় তাঁদের গারদের ভিতরে থাকার ছবি ৷ তার সঙ্গে লেখা হয়, 'চোর ধরো, জেল ভরো' ৷
আরও পড়ুন: নতুন তৃণমূল হোর্ডিং কি আদতে কালীঘাটের উপর ক্যামাক স্ট্রিটের চাপ তৈরির খেলা
কিন্তু এই প্রতীকী প্রতিবাদ করতে গিয়েই বিতর্কে জড়িয়েছে বাম শ্রমিক সংগঠন ৷ অভিযোগ উঠেছে, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবির মাঝখানে যে প্রতীকী মন্দির রাখা হয়েছিল তার ভিতরে ছিল চটি ৷ প্রশ্ন উঠছে কেন মন্দিরের ভিতরে চটি রাখা হয়েছে? এই প্রসঙ্গে সাফাইয়ের সুরে সিটু'র রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় বলেন, "বিজেপির সাম্প্রদায়িকতাকে বোঝাতে প্রতীকী মন্দির ব্যবহার করা হয়েছে । আর মান্দিরের ভিতরে হাওয়াই চটি রাখা হয়েছে এটা বোঝাতে যে, বিজেপি ভাবছে যে দিদি কবে আসবে, আবার জেলে যাঁরা বসে আছে তাঁরাও ভাবছে দিদি কবে আসবে ৷" বিষয়টিকে শ্রমিকদের সামান্য ভুল বলেই দাবি করেছেন তিনি ৷