ETV Bharat / city

CITU Protest রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে বিতর্কে বাম শ্রমিক সংগঠন

author img

By

Published : Aug 17, 2022, 11:08 PM IST

প্রতীকী মন্দিরে চটি রেখে প্রতিবাদ করতে গিয়ে বিতর্কে বাম শ্রমিক সংগঠন (left trade union is in controversy) ৷ যদিও এই বিষয়টি নিয়ে সাফাই দিয়েছে সিটু নেতৃত্ব (CITU Leadership) ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 17 অগস্ট: রাজ্যের দুর্নীতি ও পাচার-সহ একাধিক ইস্যুতে এবং নিজেদের দাবি আদায়ে বুধবার ধর্মতলায় কলকাতা পৌরনিগমের কাছে বিক্ষোভ সমাবেশ করেন বামপন্থী নির্মাণ শ্রমিকরা (left trade union protest in Kolkata) । এই সমাবেশে প্রতীকী ভাবে ব্যবহার করা হয় পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবি ৷ তুলে ধরা হয় তাঁদের গারদের ভিতরে থাকার ছবি ৷ তার সঙ্গে লেখা হয়, 'চোর ধরো, জেল ভরো' ৷

আরও পড়ুন: নতুন তৃণমূল হোর্ডিং কি আদতে কালীঘাটের উপর ক্যামাক স্ট্রিটের চাপ তৈরির খেলা

রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে বিতর্কে বাম শ্রমিক সংগঠন

কিন্তু এই প্রতীকী প্রতিবাদ করতে গিয়েই বিতর্কে জড়িয়েছে বাম শ্রমিক সংগঠন ৷ অভিযোগ উঠেছে, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবির মাঝখানে যে প্রতীকী মন্দির রাখা হয়েছিল তার ভিতরে ছিল চটি ৷ প্রশ্ন উঠছে কেন মন্দিরের ভিতরে চটি রাখা হয়েছে? এই প্রসঙ্গে সাফাইয়ের সুরে সিটু'র রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় বলেন, "বিজেপির সাম্প্রদায়িকতাকে বোঝাতে প্রতীকী মন্দির ব্যবহার করা হয়েছে । আর মান্দিরের ভিতরে হাওয়াই চটি রাখা হয়েছে এটা বোঝাতে যে, বিজেপি ভাবছে যে দিদি কবে আসবে, আবার জেলে যাঁরা বসে আছে তাঁরাও ভাবছে দিদি কবে আসবে ৷" বিষয়টিকে শ্রমিকদের সামান্য ভুল বলেই দাবি করেছেন তিনি ৷

কলকাতা, 17 অগস্ট: রাজ্যের দুর্নীতি ও পাচার-সহ একাধিক ইস্যুতে এবং নিজেদের দাবি আদায়ে বুধবার ধর্মতলায় কলকাতা পৌরনিগমের কাছে বিক্ষোভ সমাবেশ করেন বামপন্থী নির্মাণ শ্রমিকরা (left trade union protest in Kolkata) । এই সমাবেশে প্রতীকী ভাবে ব্যবহার করা হয় পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবি ৷ তুলে ধরা হয় তাঁদের গারদের ভিতরে থাকার ছবি ৷ তার সঙ্গে লেখা হয়, 'চোর ধরো, জেল ভরো' ৷

আরও পড়ুন: নতুন তৃণমূল হোর্ডিং কি আদতে কালীঘাটের উপর ক্যামাক স্ট্রিটের চাপ তৈরির খেলা

রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে বিতর্কে বাম শ্রমিক সংগঠন

কিন্তু এই প্রতীকী প্রতিবাদ করতে গিয়েই বিতর্কে জড়িয়েছে বাম শ্রমিক সংগঠন ৷ অভিযোগ উঠেছে, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবির মাঝখানে যে প্রতীকী মন্দির রাখা হয়েছিল তার ভিতরে ছিল চটি ৷ প্রশ্ন উঠছে কেন মন্দিরের ভিতরে চটি রাখা হয়েছে? এই প্রসঙ্গে সাফাইয়ের সুরে সিটু'র রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় বলেন, "বিজেপির সাম্প্রদায়িকতাকে বোঝাতে প্রতীকী মন্দির ব্যবহার করা হয়েছে । আর মান্দিরের ভিতরে হাওয়াই চটি রাখা হয়েছে এটা বোঝাতে যে, বিজেপি ভাবছে যে দিদি কবে আসবে, আবার জেলে যাঁরা বসে আছে তাঁরাও ভাবছে দিদি কবে আসবে ৷" বিষয়টিকে শ্রমিকদের সামান্য ভুল বলেই দাবি করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.