কলকাতা, 4 ডিসেম্বর : স্বচ্ছ পদ্ধতিতে ভোটার তালিকা সংশোধন এবং রাজ্যের 78903 টি বুথে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা যেন বেলা বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত উপস্থিত থাকেন, এই দাবি নিয়ে আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন বামফ্রন্ট নেতৃত্ব। বামফ্রন্টের পক্ষ থেকে দাবি জানানো হল, ভোটার তালিকা যেন স্বচ্ছতা বজায় থাকে। অতীতেও একাধিকবার বামপন্থীদের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছিল নির্বাচন কমিশনে। ফের আজ একবার একই দাবিতে দরবার করলেন বামফ্রন্ট প্রতিনিধিরা।
সিপিআইএম নেতা রবীন দেবের নেতৃত্বে ফরওয়ার্ড ব্লকের হাফিজ আলম সৈরানি, সিপিআইয়ের প্রবীর দেব, এবং আরএসপির রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বামফ্রন্ট প্রতিনিধিরা আজ মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। সিপিআইএম নেতা রবীন দেব জানান, পনেরো তারিখ শেষ হচ্ছে নির্বাচন তালিকা সংশোধনের কাজ। বাকি রয়েছে আর এগারো দিন। এরমধ্যে দুটি শনিবার এবং দুটি রবিবার রয়েছে। অর্থাৎ চারটি দিন ছুটি। রাজ্যের সবকটি বুথে দুপুর 12 টা থেকে বেলা তিনটে পর্যন্ত যেন বুথ লেভেল আধিকারিকরা উপস্থিত থাকেন সে কথাই জানানো হলো মুখ্য নির্বাচনী আধিকারিককে।
আরও পড়ুন :দিনভর চলল জল্পনা, ইস্তফা দিতে এলেন না শুভেন্দু
বামফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, নির্বাচনের তালিকা সংশোধনের কাজ রাজ্যের বিভিন্ন জায়গায় অসম্পূর্ণ থাকছে। পৌরসভা এবং পঞ্চায়েত স্তরের মানুষদের বিশেষ সাহায্য করা হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন বামফ্রন্ট নেতৃত্ব। বিভিন্ন জায়গায় বিরোধীদলের ভোটারদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনার বহু বামপন্থী সমর্থক এবং কর্মীদের নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। অবিলম্বে সেই নামগুলি নথিভূক্ত করার দাবি জানান বামফ্রন্ট নেতৃত্ব।