ETV Bharat / city

Left Front Candidates for Bye Election : আসানসোল-বালিগঞ্জ উপ-নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা বামফ্রন্টের - Left Front Announces Candidates Name for Asansol and Ballygunge Bye Election

আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে আগামী 12 এপ্রিল (Bye Election for Asansol and Ballygunge) ৷ আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় ওই আসন শূন্য ছিল ৷ অন্যদিকে বালিগঞ্জ আসনটি শূন্য হয় সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে ৷

left front announces candidates for Asansol and Ballygunge By Poll
Left Front Candidates for Bye Election : আসানসোল-বালিগঞ্জ উপ-নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা বামফ্রন্টের
author img

By

Published : Mar 16, 2022, 4:37 PM IST

কলকাতা, 16 মার্চ : উপ-নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট (Left Front Announces Candidates Name for Asansol and Ballygunge Bye Election) ৷ দুই আসনেই সিপিএম থেকে দু’জনকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে ৷ আসানসোলে প্রার্থী হচ্ছেন পার্থ মুখোপাধ্যায় ৷ বালিগঞ্জে প্রার্থী করা হচ্ছে সায়রা হালিমকে ৷

আগামী 12 এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন (Bye Election for Asansol and Ballygunge) ৷ আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় ওই আসন শূন্য ছিল ৷ অন্যদিকে বালিগঞ্জ আসনটি শূন্য হয় সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে ৷

left front announces candidates for Asansol and Ballygunge By Poll
বামফ্রন্ট সভাপতি বিমান বসুর প্রেস বিবৃতি

আসানসোলে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিজেপির প্রাক্তন সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে ৷ অন্যদিকে বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ এবার বামফ্রন্টও ওই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল ৷ বুধবার বামফ্রন্ট সভাপতি বিমান বসুর তরফে প্রেস বিবৃতি দিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় ৷ ওই দুই আসনে এখনও বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেনি ৷

আরও পড়ুন : CPIM State Conference : নেতৃত্বের সক্রিয়তার অভাব নিয়ে সরব হয়েও কর্মীদের প্রশংসায় সূর্যকান্ত

কলকাতা, 16 মার্চ : উপ-নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট (Left Front Announces Candidates Name for Asansol and Ballygunge Bye Election) ৷ দুই আসনেই সিপিএম থেকে দু’জনকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে ৷ আসানসোলে প্রার্থী হচ্ছেন পার্থ মুখোপাধ্যায় ৷ বালিগঞ্জে প্রার্থী করা হচ্ছে সায়রা হালিমকে ৷

আগামী 12 এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন (Bye Election for Asansol and Ballygunge) ৷ আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় ওই আসন শূন্য ছিল ৷ অন্যদিকে বালিগঞ্জ আসনটি শূন্য হয় সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে ৷

left front announces candidates for Asansol and Ballygunge By Poll
বামফ্রন্ট সভাপতি বিমান বসুর প্রেস বিবৃতি

আসানসোলে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিজেপির প্রাক্তন সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে ৷ অন্যদিকে বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ এবার বামফ্রন্টও ওই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল ৷ বুধবার বামফ্রন্ট সভাপতি বিমান বসুর তরফে প্রেস বিবৃতি দিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় ৷ ওই দুই আসনে এখনও বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেনি ৷

আরও পড়ুন : CPIM State Conference : নেতৃত্বের সক্রিয়তার অভাব নিয়ে সরব হয়েও কর্মীদের প্রশংসায় সূর্যকান্ত

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.