কলকাতা, 4 অগস্ট: কলকাতার হকারদের বিভিন্ন দাবিকে সামনে রেখে আন্দোলনে নামল বামেরা ৷ তাদের অভিযোগ, পাঁচ বছর আগে কেন্দ্রীয় সরকার নয়া হকার আইন তৈরি করলেও পশ্চিমবঙ্গে তা কার্যকর করা হচ্ছে না ৷ অথচ, দেশের কমপক্ষে অন্য 27টি রাজ্যে ইতিমধ্য়েই সেই আইন বলবৎ হয়েছে ৷ বামেদের দাবি, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই নয়া হকার আইন কার্যকর করছে না ৷ সরকারের এই অবস্থানকে হকারদের সঙ্গে প্রতারণা বলেই মনে করছে বামেরা ৷ এরই প্রতিবাদে কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) দু'দিনের বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ৷ বুধ ও বৃহস্পতিবারের এই ঘোষিত (Left Agitation at KMC) কর্মসূচিতে সাতটি বামপন্থী কেন্দ্রীয় শ্রমিক সংগঠন যোগদান করে ৷ বৃহস্পতিবার প্রধান বক্তা হিসাবে সেখানে উপস্থিত ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) ৷
বামেদের দাবি, অবিলম্বে কেন্দ্রীয় হকার আইন অনুযায়ী শহরের সমস্ত হকারকে লাইসেন্স ও সচিত্র পরিচয়পত্র দিতে হবে, 'টাউন ভেন্ডিং কমিটি' তৈরি করে সেখানে প্রত্যেকটি নথিভুক্ত হকার সংগঠনের প্রতিনিধিদের জায়গা করে দিতে হবে, সমীক্ষার মাধ্যমে শহরের হকারদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে, উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না, হকারদের উপর পুলিশ ও সমাজবিরোধীদের জুলুমবাজি বন্ধ করতে হবে, রাজ্য সরকারের তরফ থেকে প্রতি বছর উৎসবের সময় প্রত্যেক হকারকে কমপক্ষে 2 হাজার টাকা অনুদান দিতে হবে, সাধারণ মানুষের অসুবিধা না করে কলকাতার ফুটপাথে হকারদের জন্য বিনামূল্যে অস্থায়ী টিনের ছাউনি তৈরি করে দিতে হবে এবং পৌরনিগমের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় বাদ পড়া হকারদের নাম সেখানে যুক্ত করতে হবে ৷
আরও পড়ুন: Kolkata Hawker Problem : হকার সমস্যা নিয়ে অনলাইনেই জানানো যাবে অভিযোগ, বললেন দেবাশিস কুমার
এদিনের সভামঞ্চে বক্তব্য পেশের সময় বিকাশরঞ্জন বলেন, "রাজ্য সরকার তথা তৃণমূলের নেতা, মন্ত্রীরা সাধারণ মানুষের টাকা লুট করছেন ৷ চাকরি ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে ৷ একইভাবে হকাররাও বঞ্চিত হচ্ছেন ৷ তাঁদের অধিকার ফিরিয়ে দিতেই আমাদের এই লড়াই ৷" এদিনের সভামঞ্চ থেকে শহরের বর্তমান মেয়র ফিরহাদ হাকিমেরও সমালোচনা করেন বিকাশরঞ্জন ৷