কলকাতা, 3 জুন : সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুর ঘটনায় এবার কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে আইনি নোটিস পাঠালেন আইনজীবী সৌম্যশুভ্র রায় (Lawyer Sends Legal Notice to Kolkata Police Commissioner) । শুধু কলকাতা পুলিশের নগরপাল কেই নয়, আইনি নোটিস পাঠানো হল নজরুল মঞ্চ (Nazrul Mancha) কর্তৃপক্ষকেও । লালবাজার সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছিল ।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত সোমবার থেকে কলকাতায় ছিলেন সঙ্গীতশিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ৷ পরপর দু‘দিন নজরুল মঞ্চেই ছিল তাঁর অনুষ্ঠান ৷ গতকাল, মঙ্গলবার অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় (Singer KK Died after a Programme in Kolkata) ৷
এই মৃত্যু নিয়ে ইতিমধ্য়েই বিতর্ক দানা বেঁধেছে ৷ নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সেখানে গান করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ৷ পরে তা বড় আকার ধারণ করে ৷ সেখান থেকেই এই মর্মান্তিক পরিণতি বলে অভিযোগ ৷ অভিযোগ উঠেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় নজরুল মঞ্চে প্রয়োজনের অতিরিক্ত দর্শক ঢুকে গিয়েছিল। ফলে সেখানে রক্ষণাবেক্ষণ বা ইভেন্ট ম্যানেজমেন্টের গাফিলতি ছিল ৷ সেই সব নিয়েই এই আইনি নোটিস বলে খবর ৷
তাছাড়া রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলছে বিরোধীরা ৷ ওই অনুষ্ঠান আয়োজনে আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ তিনি এই নিয়ে ইডি-র তদন্তের দাবি তুলেছেন ৷ আবার এই ইস্যুতে সরব হয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (BJP MP Saumitra Khan)-ও ৷ তিনি আবার সরাসরি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ তিনি কেন্দ্রীয় সংস্থা দিয়ে এই ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছেন ৷