ETV Bharat / city

New Judges Appoint to Calcutta HC : কলকাতা হাইকোর্টে নতুন 2 জন বিচারপতি নিয়োগে সম্মতি আইন মন্ত্রকের - কলকাতা হাইকোর্ট

নতুন 2 জন বিচারপতি নিয়োগ হতে চলেছে কলকাতা হাইকোর্টে ৷ কেন্দ্রীয় আইন মন্ত্রকের অনুমতির পর রাষ্ট্রপতি তাঁদের নিয়োগে সম্মতি দিয়েছেন (Law Ministry Has Agreed to Appoint Two New Judges to Calcutta High Court) ৷

Law Ministry Has Agreed to Appoint Two New Judges to Calcutta High Court
Law Ministry Has Agreed to Appoint Two New Judges to Calcutta High Court
author img

By

Published : Jun 1, 2022, 5:14 PM IST

কলকাতা, 1 জুন : কলকাতা হাইকোর্টে নতুন দু’জন অতিরিক্ত বিচারপতি নিয়োগের সম্মতি দিল কেন্দ্রীয় আইন মন্ত্রক (Law Ministry Has Agreed to Appoint Two New Judges to Calcutta High Court) ৷ গতকাল আইন মন্ত্রকের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ভারতীয় সংবিধানের 224 ধারা অনুয়ায়ী, রাষ্ট্রপতির সম্মতিতে বিচারপতি শ্রীমতী শম্পা দত্ত (পল)-কে দু’বছরের জন্য এবং বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরীকে 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কলকাতা হাইকোর্টে নিযুক্ত করা হয়েছে ৷

সুপ্রিম কোর্টের কলেজিয়াম 2022 সালের 1 ফেব্রুয়ারি এই দু’জনের নাম উল্লেখ করেছিল ৷ তার আগে 2021 সালের 1 সেপ্টেম্বর তাঁদের নাম প্রথম সুপারিশ করেছিল কলেজিয়াম ৷ বর্তমানে কলকাতা হাইকোর্টে কর্মরত বিচারপতির সংখ্যা 41 জন ৷ এর সঙ্গে নতুন দুই বিচারপতি নিয়োগ হলে 43 জন বিচারপতি হবে কলকাতা হাইকোর্টে ৷ বর্তমানে কলকাতা হাইকোর্টে মোট বিচারপতি পদের সংখ্যা 72 ৷

আরও পড়ুন : Mamata Meets Modi : 15 মিনিটের সাক্ষাতে মোদিকে কী বললেন মমতা ?

চলতি মাসেই রাষ্ট্রপতি বিচারপতি অন্যন্যা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং বিচারপতি শুভেন্দু সামন্তকে আগামী দু’বছরের জন্য কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ করেছেন ৷ এই তিন জনই ছিলেন জুডিশিয়াল অফিসার ৷ শম্পা দত্ত এবং সিদ্ধার্থ রায় চৌধুরীও জুডিশিয়াল অফিসার হিসাবে কর্মরত ছিলেন ৷ প্রসঙ্গত, এপ্রিলের শেষে সুপ্রিম কোর্টের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতির অভাবের কথা তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়েছিলেন, অবিলম্বে কলকাতা হাইকোর্টে বিচারপতিদের খালিপদ পূরণ না করলে, যা মামলা জমে আছে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না ৷

কলকাতা, 1 জুন : কলকাতা হাইকোর্টে নতুন দু’জন অতিরিক্ত বিচারপতি নিয়োগের সম্মতি দিল কেন্দ্রীয় আইন মন্ত্রক (Law Ministry Has Agreed to Appoint Two New Judges to Calcutta High Court) ৷ গতকাল আইন মন্ত্রকের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ভারতীয় সংবিধানের 224 ধারা অনুয়ায়ী, রাষ্ট্রপতির সম্মতিতে বিচারপতি শ্রীমতী শম্পা দত্ত (পল)-কে দু’বছরের জন্য এবং বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরীকে 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কলকাতা হাইকোর্টে নিযুক্ত করা হয়েছে ৷

সুপ্রিম কোর্টের কলেজিয়াম 2022 সালের 1 ফেব্রুয়ারি এই দু’জনের নাম উল্লেখ করেছিল ৷ তার আগে 2021 সালের 1 সেপ্টেম্বর তাঁদের নাম প্রথম সুপারিশ করেছিল কলেজিয়াম ৷ বর্তমানে কলকাতা হাইকোর্টে কর্মরত বিচারপতির সংখ্যা 41 জন ৷ এর সঙ্গে নতুন দুই বিচারপতি নিয়োগ হলে 43 জন বিচারপতি হবে কলকাতা হাইকোর্টে ৷ বর্তমানে কলকাতা হাইকোর্টে মোট বিচারপতি পদের সংখ্যা 72 ৷

আরও পড়ুন : Mamata Meets Modi : 15 মিনিটের সাক্ষাতে মোদিকে কী বললেন মমতা ?

চলতি মাসেই রাষ্ট্রপতি বিচারপতি অন্যন্যা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং বিচারপতি শুভেন্দু সামন্তকে আগামী দু’বছরের জন্য কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ করেছেন ৷ এই তিন জনই ছিলেন জুডিশিয়াল অফিসার ৷ শম্পা দত্ত এবং সিদ্ধার্থ রায় চৌধুরীও জুডিশিয়াল অফিসার হিসাবে কর্মরত ছিলেন ৷ প্রসঙ্গত, এপ্রিলের শেষে সুপ্রিম কোর্টের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতির অভাবের কথা তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়েছিলেন, অবিলম্বে কলকাতা হাইকোর্টে বিচারপতিদের খালিপদ পূরণ না করলে, যা মামলা জমে আছে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.