ETV Bharat / city

ঝড়বৃষ্টিতে ত্রিপল হাতে রাত কাটল অনশনকারী SSC চাকরিপ্রার্থীদের

নিজেরাই সারা রাত মাথায় ত্রিপল ধরে দাঁড়িয়ে রইলেন। তবুও নিজেদের অবস্থান থেকে একচুলও নড়লেন না ক্লাস নাইন থেকে টুয়েলভ ওয়েটিং লিস্টে থাকা অনশনরত SSC চাকরিপ্রার্থীরা।

অনশনকারী SSC চাকরিপ্রার্থী
author img

By

Published : Mar 15, 2019, 6:01 PM IST

কলকাতা, ১৫ মার্চ: প্রবল ঝড়বৃষ্টি। মাথার উপর নেই ছাউনি। নিজেরাই সারা রাত মাথায় ত্রিপল ধরে দাঁড়িয়ে রইলেন। তবুও নিজেদের অবস্থান থেকে একচুলও নড়লেন না ক্লাস নাইন থেকে টুয়েলভ ওয়েটিং লিস্টে থাকা অনশনরত SSC চাকরিপ্রার্থীরা।

গত ১৫ দিন ধরে ধর্মতলায় প্রেসক্লাবের কাছে ঝড়, বৃষ্টি, রোদ, ঠান্ডাকে উপেক্ষা করে চাকরির দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা। মাথার উপর কোনও ছাউনি টাঙানোর অনুমতি পাননি তাঁরা। গতরাতে প্রবল ঝড়বৃষ্টিতে নিজেরাই মাথার উপর ত্রিপল ধরে দাঁড়িয়ে রাত কাটালেন।

এক চাকরিপ্রার্থী অর্পিতা দাস বলেন, “কালকের অভিজ্ঞতা খুবই ভয়ানক। কারণ কালকে রাত ১১টার পর হঠাৎই প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। যেহেতু আমাদের মাথার উপরে কোনও ছাউনি নেই, তাই মেয়েরা ও ছেলেরা সবাই মিলে ত্রিপল হাতে ধরে দাঁড়িয়েছিলাম। এখানে একজন চাকরিপ্রার্থীর সঙ্গে তাঁর বাচ্চাও আছে। তাঁদেরও কালকের রাতটা খুব দুর্বিষহ কেটেছে। ছোটো বাচ্চাটি একটুও ঘুমোতে পারেনি।"

তবে এটাই প্রথমবার নয়। এর আগেও বেশ কয়েকদিন ঝড়বৃষ্টিতে এইভাবেই ত্রিপল হাতে ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনশনকারীদের। তার মধ্যে আবার আন্দোলনকে আরও জোরদার করতে রিলে অনশনের বদলে টানা অনশন শুরু করেছেন তাঁরা। ইতিমধ্যেই প্রায় ৫৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। অনশন মঞ্চে গর্ভপাত হয়ে গেছে দু'মাসের অন্তঃসত্ত্বা এক চাকরিপ্রার্থীর। একজনের ডেঙ্গিও হয়েছে।

অর্পিতা আরও বলেন, “আগামীকাল সন্ধে ৬টায় আমরা SSC সংক্রান্ত বা বেকারত্বের কারণে বিগত বছরগুলিতে যাঁরা আত্মহত্যা করেছেন তাঁদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করেছি। সরকারের তরফে সদিচ্ছার অভাব রয়েছে। আমাদের এখনও পর্যন্ত কোনওরকম আশ্বাস দেয়নি সরকার। সেক্ষেত্রে আমরাও হয়তো সেই দিকেই একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তাই আমরা তাঁদের স্মরণে স্মরণসভার আয়োজন করেছি।”

কলকাতা, ১৫ মার্চ: প্রবল ঝড়বৃষ্টি। মাথার উপর নেই ছাউনি। নিজেরাই সারা রাত মাথায় ত্রিপল ধরে দাঁড়িয়ে রইলেন। তবুও নিজেদের অবস্থান থেকে একচুলও নড়লেন না ক্লাস নাইন থেকে টুয়েলভ ওয়েটিং লিস্টে থাকা অনশনরত SSC চাকরিপ্রার্থীরা।

গত ১৫ দিন ধরে ধর্মতলায় প্রেসক্লাবের কাছে ঝড়, বৃষ্টি, রোদ, ঠান্ডাকে উপেক্ষা করে চাকরির দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা। মাথার উপর কোনও ছাউনি টাঙানোর অনুমতি পাননি তাঁরা। গতরাতে প্রবল ঝড়বৃষ্টিতে নিজেরাই মাথার উপর ত্রিপল ধরে দাঁড়িয়ে রাত কাটালেন।

এক চাকরিপ্রার্থী অর্পিতা দাস বলেন, “কালকের অভিজ্ঞতা খুবই ভয়ানক। কারণ কালকে রাত ১১টার পর হঠাৎই প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। যেহেতু আমাদের মাথার উপরে কোনও ছাউনি নেই, তাই মেয়েরা ও ছেলেরা সবাই মিলে ত্রিপল হাতে ধরে দাঁড়িয়েছিলাম। এখানে একজন চাকরিপ্রার্থীর সঙ্গে তাঁর বাচ্চাও আছে। তাঁদেরও কালকের রাতটা খুব দুর্বিষহ কেটেছে। ছোটো বাচ্চাটি একটুও ঘুমোতে পারেনি।"

তবে এটাই প্রথমবার নয়। এর আগেও বেশ কয়েকদিন ঝড়বৃষ্টিতে এইভাবেই ত্রিপল হাতে ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনশনকারীদের। তার মধ্যে আবার আন্দোলনকে আরও জোরদার করতে রিলে অনশনের বদলে টানা অনশন শুরু করেছেন তাঁরা। ইতিমধ্যেই প্রায় ৫৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। অনশন মঞ্চে গর্ভপাত হয়ে গেছে দু'মাসের অন্তঃসত্ত্বা এক চাকরিপ্রার্থীর। একজনের ডেঙ্গিও হয়েছে।

অর্পিতা আরও বলেন, “আগামীকাল সন্ধে ৬টায় আমরা SSC সংক্রান্ত বা বেকারত্বের কারণে বিগত বছরগুলিতে যাঁরা আত্মহত্যা করেছেন তাঁদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করেছি। সরকারের তরফে সদিচ্ছার অভাব রয়েছে। আমাদের এখনও পর্যন্ত কোনওরকম আশ্বাস দেয়নি সরকার। সেক্ষেত্রে আমরাও হয়তো সেই দিকেই একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তাই আমরা তাঁদের স্মরণে স্মরণসভার আয়োজন করেছি।”

Intro:কলকাতা, ১৪ মার্চ: আজ অনশনের ১৫ দিন। টানা অনশনের চতুর্থ দিন। প্রশাসনের কাছ থেকে নিজেদের দাবি নিয়ে কোনও সদুত্তর না পাওয়ায় আজ অনশনকারী SSC চাকরিপ্রার্থীদের তরফ থেকে চার সদস্যের প্রতিনিধি দল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে ও বিকাশ ভবনে স্কুল শিক্ষা দফতরের সচিব মনীশ জৈনের সঙ্গে দেখা করতে যান। কিন্তু, প্রতিবারের মতো এবারও খালি হাতে ফিরতে হয় তাঁদের। অনশন কর্মসূচিতে নেতৃত্ব প্রদানকারী অর্পিতা দাস জানাচ্ছেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তাঁদের সঙ্গে দেখাই করেননি। আর মনীশ জৈনের সঙ্গেও দেখা করতে পারেননি তাঁরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইছেন অনশনকারীরা।


Body:গত ২৮ ফেব্রুয়ারি রাত থেকে ধর্মতলায় রিলে অনশন শুরু করেন ক্লাস নাইন থেকে টুয়েলভের ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা। গত সোমবার থেকে আন্দোলনকে আরও জোরদার করতে টানা অনশনে বসেন তাঁদের মধ্যে থেকে ৫০ জন। দিনে প্রচণ্ড রোদে ছাউনি ছাড়া, রাতে মহিলাদের শৌচালয় ছাড়া দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই একজন অনশনকারী মহিলার গর্ভপাত হয়ে গেছে অনশন মঞ্চে থাকাকালীন। অনশনকারীদের দাবি, আর একজন প্রার্থীর।ডেঙ্গু হয়ে গেছে। এই পরিস্থিতিতে তাঁদের দাবি একটাই, গেজেট মেনে ভ‍্যাকেন্সি আপডেট করে অনশনকারীদের চাকরি সুনিশ্চিত করতে হবে। কিন্তু, মাত্র একবার তাঁদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক হয়। সেখানে তাঁদের সমস‍্যা ও দাবি শুনে শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়। তারপর।থেকে এখনও পর্যন্ত প্রশাসনের সঙ্গে আর কোনও আলোচনায় বসতে পারেননি অনশনকারী চাকরিপ্রার্থীরা। তাই আজ আবার প্রশাসনের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যা ও দাবির কথা তুলে ধরতে SSC অফিস ও বিকাশ ভবন যান চার সদস্যের প্রতিনিধি দল।

স্কুল সার্ভিস কমিশন বা বিকাশ ভবন থেকে কি কোনও সদুত্তর পাওয়া গেল? উত্তরে অর্পিতা দাস বলেন, " আজকে আমরা চার জনের প্রতিনিধি দল আচার্য সদন ও বিকাশ ভবন গেছিলাম। আচার্য সদনে চেয়ারম্যান সাহেব আমাদের সঙ্গে দেখা করেননি। আর বিকাশ ভবনে মনীশ জৈন স্যারের সঙ্গে দেখা করতে গেছিলাম। তিনিও দেখা করেননি। ফলে, আমাদের শূন্য হাতেই ফিরতে হয়েছে।" অর্পিতা দাস জানাচ্ছেন, মনীশ জৈনের অফিস থেকে তাঁদের বলা হয়, বিষয়টা যেহেতু শিক্ষামন্ত্রীর হাতে চলে গেছে তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলুন।

অন‍্যদিকে, আজ অনশনকারীদের মধ্যে আরও ৩ জন অসুস্থ হয়ে পড়েন। এই নিয়ে এখনও পর্যন্ত ৫৫ জন অসুস্থ হলেন। অর্পিতা দাস আজকের পরিস্থিতি নিয়ে বলেন, "আজ অনশনের ১৫তম দিনে আমাদের আরও ৩ জন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু, তাঁরা SSKM হাসপাতালে যেতে নারাজ। এখানেই স্বেচ্ছাসেবী সংস্থা থেকে ডাক্তার এসেছিলেন। তাঁরাই দেখে গেছেন।"


Conclusion:এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান অনশকারীরা‌। অর্পিতা দাস এ বিষয়ে বলেন, " এই মুহূর্তে আমরা আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে ওনার সঙ্গে আবার একটু আলোচনায় আসতে চাইছি। এছাড়া মাননীয়া মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার, উনি যদি চান তাহলে ওনার সঙ্গেও দেখা করতে চাই। কথা বলতে চাই।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.