ETV Bharat / city

Lalbazar on ATM looting : দ্রুত রক্ষী নিয়োগ করতে হবে সব এটিএমে, ব্যাঙ্কগুলিকে জানিয়ে দিল লালবাজার

শহরে বেড়ে চলেছে একের পর এক এটিএম কাউন্টার লুটের ঘটনা (ATM loot case in Kolkata) । মূলত রক্ষীবিহীন কাউন্টারগুলিকেই টার্গেট করছে দুষ্কৃতীরা ৷ এই ঘটনা রুখতে এবার সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলিকে অবিলম্বে তাদের এটিএম কাউন্টারে রক্ষী নিয়োগ করার কথা জানিয়ে দিল লালবাজার ৷

Lalbazar
দ্রুত রক্ষী নিয়োগ করতে হবে সব এটিএমে
author img

By

Published : Dec 13, 2021, 1:02 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর : শহরে ক্রমেই বাড়ছে রক্ষীবিহীন এটিএম কাউন্টারের সংখ্যা । একইসঙ্গে বেড়ে চলেছে এটিএম লুটের ঘটনাও (ATM loot case in Kolkata) ৷ বিশেষ করে রক্ষীবিহীন এটিএম কাউন্টারগুলিতেই বেছে বেছে টাকা লুট করছে দুষ্কৃতীরা । এই ঘটনা রুখতেই এবার সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলিকে অবিলম্বে তাদের এটিএম কাউন্টারে রক্ষী নিয়োগ করার জন্য মেইল মারফত আবেদন করল কলকাতা পুলিশ (Lalbazar on ATM looting) ।

জানা গিয়েছে, কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি ব্যাঙ্ককে জানিয়ে দেওয়া হয়, তাড়াতাড়ি প্রত্যেকটি এটিএম কাউন্টারে নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হবে (Lalbazar orders the bank authorities to immediately appoint guard at their ATM counters) । নিরাপত্তারক্ষী ছাড়া কোনও এটিএম কাউন্টার রাখা চলবে না । কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এর আগেও একাধিকবার ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির সঙ্গে বৈঠক করে পুলিশ । সেই বৈঠকে ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, নিরাপত্তারক্ষীবিহীন এটিএম কাউন্টার আর থাকবে না । কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি । তার ফলেই শহরে বেড়ে চলেছে একের পর এক এটিএম কাউন্টার লুটের ঘটনা ।

আরও পড়ুন : Ola-Uber : কোন যুক্তিতে যাত্রী প্রত্যাখ্যান, এবার থেকে জানতে চাইবে লালবাজার

কলকাতা পুলিশের যে সকল থানার আওতায় সবথেকে বেশি ব্যাঙ্ক এবং এটিএম কাউন্টার রয়েছে তার মধ্যে অন্যতম হেয়ার স্ট্রিট, বউবাজার, পার্কস্ট্রিট এবং শেক্সপিয়র সরণী থানা । লালবাজার সূত্রের খবর, এই সব থানা এলাকায় যে সমস্ত এটিএম কাউন্টারে নিরাপত্তারক্ষী নেই, সংশ্লিষ্ট থানাগুলিকে সেই সমস্ত এটিএম কাউন্টারের তালিকা বানানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রয়োজনে বাইক নিয়ে পুলিশ কর্মীরা টহল দেবেন সেই সমস্ত এটিএম কাউন্টারের সামনে । যদিও লালবাজার জানাচ্ছে, পুলিশ এটিএম কাউন্টারের সামনে দিনে দশবার টহল দিলেই যে অপরাধ কমবে তেমনটা নয় । বরং ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির এই বিষয়ে আরও বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন ।

কলকাতা, 13 ডিসেম্বর : শহরে ক্রমেই বাড়ছে রক্ষীবিহীন এটিএম কাউন্টারের সংখ্যা । একইসঙ্গে বেড়ে চলেছে এটিএম লুটের ঘটনাও (ATM loot case in Kolkata) ৷ বিশেষ করে রক্ষীবিহীন এটিএম কাউন্টারগুলিতেই বেছে বেছে টাকা লুট করছে দুষ্কৃতীরা । এই ঘটনা রুখতেই এবার সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলিকে অবিলম্বে তাদের এটিএম কাউন্টারে রক্ষী নিয়োগ করার জন্য মেইল মারফত আবেদন করল কলকাতা পুলিশ (Lalbazar on ATM looting) ।

জানা গিয়েছে, কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি ব্যাঙ্ককে জানিয়ে দেওয়া হয়, তাড়াতাড়ি প্রত্যেকটি এটিএম কাউন্টারে নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হবে (Lalbazar orders the bank authorities to immediately appoint guard at their ATM counters) । নিরাপত্তারক্ষী ছাড়া কোনও এটিএম কাউন্টার রাখা চলবে না । কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এর আগেও একাধিকবার ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির সঙ্গে বৈঠক করে পুলিশ । সেই বৈঠকে ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, নিরাপত্তারক্ষীবিহীন এটিএম কাউন্টার আর থাকবে না । কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি । তার ফলেই শহরে বেড়ে চলেছে একের পর এক এটিএম কাউন্টার লুটের ঘটনা ।

আরও পড়ুন : Ola-Uber : কোন যুক্তিতে যাত্রী প্রত্যাখ্যান, এবার থেকে জানতে চাইবে লালবাজার

কলকাতা পুলিশের যে সকল থানার আওতায় সবথেকে বেশি ব্যাঙ্ক এবং এটিএম কাউন্টার রয়েছে তার মধ্যে অন্যতম হেয়ার স্ট্রিট, বউবাজার, পার্কস্ট্রিট এবং শেক্সপিয়র সরণী থানা । লালবাজার সূত্রের খবর, এই সব থানা এলাকায় যে সমস্ত এটিএম কাউন্টারে নিরাপত্তারক্ষী নেই, সংশ্লিষ্ট থানাগুলিকে সেই সমস্ত এটিএম কাউন্টারের তালিকা বানানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রয়োজনে বাইক নিয়ে পুলিশ কর্মীরা টহল দেবেন সেই সমস্ত এটিএম কাউন্টারের সামনে । যদিও লালবাজার জানাচ্ছে, পুলিশ এটিএম কাউন্টারের সামনে দিনে দশবার টহল দিলেই যে অপরাধ কমবে তেমনটা নয় । বরং ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির এই বিষয়ে আরও বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.