ETV Bharat / city

এবার গলি ও আবাসনেও নজরদারি কলকাতা পুলিশের

গতকালই চলে গিয়েছে নির্দেশ। কলকাতা পুলিশের সবকটি ডিভিশনে সেই নির্দেশিকা পাঠিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। আর সেই নির্দেশিকা অনুযায়ী এবার পাড়ার অলিগলি কিংবা আবাসনেও নজর রাখবে পুলিশ ।

lalbazar
পুলিশ
author img

By

Published : Apr 14, 2020, 11:56 PM IST

কলকাতা, 14 এপ্রিল: লড়াইটা কঠিন। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, রাজ্যে এখনও পর্যন্ত 190 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। সংখ্যাটা প্রতিদিনই বাড়ছে। কিন্তু তারপরও হুঁশ ফেরেনি অনেকের। অপ্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন । এই প্রবণতা ঠেকাতে এবার আরও বেশি সক্রিয় হল কলকাতা পুলিশ। এবার পাড়ার অলিগলি কিংবা আবাসনেও নজর রাখবে তারা। লকডাউন মানা না হলে ব্যাপকভাবে আইন প্রয়োগ করা হবে বলেও জানানো হয়েছে।


গতকালই চলে গিয়েছে নির্দেশ। কলকাতা পুলিশের সবকটি ডিভিশনে সেই নির্দেশিকা পাঠিয়েছেন কমিশনার অনুজ শর্মা। বড় রাস্তাগুলিতে নাকা চেকিংয়ের ফলে সাধারণের ঘুরে বেড়ানোর প্রবণতা অনেকটাই কমেছে। কিন্তু বাজারগুলিতে ভিড় হচ্ছে এখনও। কলকাতার বাজারগুলিতে অনেক সময় মানা হচ্ছে না সামাজিক দবরত্ব। অলিগলিতে কিংবা আবাসনে ভিড় করে অনেকেই আড্ডা দিতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে এই ধরনের আড্ডা অত্যন্ত ঝুঁকির। আর তাই গতকাল প্রত্যেকটি ডিভিশনে বিশেষ নির্দেশিকা পাঠান অনুজ শর্মা।

সেই নির্দেশিকা পাওয়ার পর থেকেই কাজে নেমে পড়েছে পুলিশ। এমনিতেই ড্রোন দিয়ে নজরদারি শুরু হয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়। যদি কোনও গলিতে লকডাউন ভেঙে কাউকে আড্ডা দিতে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছেছে সেখানে। প্রয়োজনে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। আবার অলিগলিতে ঢুকে প্রচার চালাচ্ছে পুলিশ। সতর্ক করা হচ্ছে । আবাসনগুলিতেও গিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে । লালবাজার সূত্রে খবর, আজ দুপুর পর্যন্ত লকডাউন না মানায় গ্রেপ্তার করা হয়েছে 181 জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে 33টি গাড়ি ও বাইক।

কলকাতা, 14 এপ্রিল: লড়াইটা কঠিন। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, রাজ্যে এখনও পর্যন্ত 190 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। সংখ্যাটা প্রতিদিনই বাড়ছে। কিন্তু তারপরও হুঁশ ফেরেনি অনেকের। অপ্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন । এই প্রবণতা ঠেকাতে এবার আরও বেশি সক্রিয় হল কলকাতা পুলিশ। এবার পাড়ার অলিগলি কিংবা আবাসনেও নজর রাখবে তারা। লকডাউন মানা না হলে ব্যাপকভাবে আইন প্রয়োগ করা হবে বলেও জানানো হয়েছে।


গতকালই চলে গিয়েছে নির্দেশ। কলকাতা পুলিশের সবকটি ডিভিশনে সেই নির্দেশিকা পাঠিয়েছেন কমিশনার অনুজ শর্মা। বড় রাস্তাগুলিতে নাকা চেকিংয়ের ফলে সাধারণের ঘুরে বেড়ানোর প্রবণতা অনেকটাই কমেছে। কিন্তু বাজারগুলিতে ভিড় হচ্ছে এখনও। কলকাতার বাজারগুলিতে অনেক সময় মানা হচ্ছে না সামাজিক দবরত্ব। অলিগলিতে কিংবা আবাসনে ভিড় করে অনেকেই আড্ডা দিতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে এই ধরনের আড্ডা অত্যন্ত ঝুঁকির। আর তাই গতকাল প্রত্যেকটি ডিভিশনে বিশেষ নির্দেশিকা পাঠান অনুজ শর্মা।

সেই নির্দেশিকা পাওয়ার পর থেকেই কাজে নেমে পড়েছে পুলিশ। এমনিতেই ড্রোন দিয়ে নজরদারি শুরু হয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়। যদি কোনও গলিতে লকডাউন ভেঙে কাউকে আড্ডা দিতে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছেছে সেখানে। প্রয়োজনে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। আবার অলিগলিতে ঢুকে প্রচার চালাচ্ছে পুলিশ। সতর্ক করা হচ্ছে । আবাসনগুলিতেও গিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে । লালবাজার সূত্রে খবর, আজ দুপুর পর্যন্ত লকডাউন না মানায় গ্রেপ্তার করা হয়েছে 181 জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে 33টি গাড়ি ও বাইক।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.