ETV Bharat / city

শহরের স্কুলগুলোতে SOP চালুর ভাবনা লালবাজারের

শহরের বিভিন্ন স্কুলে SOP চালু করার জন্য কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা বৈঠক করেছেন । সূত্রের খবর, খুব দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত করবে লালবাজার ।

লালবাজার
author img

By

Published : Jul 4, 2019, 3:12 PM IST

Updated : Jul 4, 2019, 3:30 PM IST

কলকাতা, 4 জুলাই : এবার থেকে শহরের স্কুলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) চালুর সিদ্ধান্ত নিল লালবাজার । সূত্রের খবর, খুব দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে । শহরের বিভিন্ন স্কুলে SOP চালু করার জন্য কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা বৈঠক করেছেন ।

লালবাজার সূত্রে খবর, মূলত জোর দেওয়া হবে CCTV-র ক্ষেত্রে। সমস্ত স্কুল কর্তৃপক্ষকেই CCTV বসানোর কথা বলা হবে। বিশেষ করে স্কুলের শৌচালয়ের সামনে CCTV বসানোর নির্দেশ দেওয়া হবে । সেই ফুটেজ দেখার জন্য সবসময় একজনকে নিয়োগ করতে হবে। যাতে কোনও ছাত্র কিংবা ছাত্রী শৌচালয়ে বেশি সময় না থাকে । ফাঁকা ক্লাসরুমগুলোর দিকে বিশেষ নজর রাখতে হবে। লালবাজার চাইছে, পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে আরও বেশি করে সমন্বয় বাড়াক স্কুল কর্তৃপক্ষ । এরফলে পড়ুয়াদের মানসিক অবস্থা সম্পর্কে স্কুল কর্তৃপক্ষের ধারণা থাকবে । কোনও ছাত্র বা ছাত্রী যদি মানসিক অবসাদে ভোগে তাহলে তার দিকেও বিশেষ নজর রাখতে হবে ।

আরও পড়ুন : শহরের সুরক্ষায় লালবাজারের নতুন পদক্ষেপ, বসছে 10 হাজার CCTV

সাধারণত স্কুলের গণ্ডির মধ্যে নিরাপত্তা নিয়ে পুলিশের কিছু করার নেই । স্কুলের নিরাপত্তার দায়ভার স্কুল কর্তৃপক্ষের । কিন্তু সম্প্রতি কৃতিকা পাল ও বালিগঞ্জের একটি নামী স্কুলের ঘটনায় নড়ে বসেছে লালবাজার কর্তৃপক্ষ । অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে । তাই কৃতিকা পালের ঘটনার পর শহরের বিভিন্ন স্কুলও পরিদর্শন করেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা । তাছাড়া এ ধরনের অনভিপ্রেত ঘটনা রুখতে তৎপর লালবাজার। তাই স্কুল কর্তৃপক্ষদের বিশেষ কিছু নির্দেশনামা দিতে চাইছে কলকাতা পুলিশ । নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার পর লালবাজারের তরফে স্বাস্থ্য দপ্তর ও বড় হাসপাতাল কর্তৃপক্ষদের বেশ কিছু নির্দেশ দেওয়া হয় । একইভাবে স্কুলগুলোর জন্য নির্দেশিকা তৈরি করতে চলেছে লালবাজার ।

আরও পড়ুন : বেপরোয়া বাইকে কড়া কলকাতা পুলিশ, 2 দিনেই সাড়ে ৩ হাজার মামলা

কলকাতা, 4 জুলাই : এবার থেকে শহরের স্কুলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) চালুর সিদ্ধান্ত নিল লালবাজার । সূত্রের খবর, খুব দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে । শহরের বিভিন্ন স্কুলে SOP চালু করার জন্য কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা বৈঠক করেছেন ।

লালবাজার সূত্রে খবর, মূলত জোর দেওয়া হবে CCTV-র ক্ষেত্রে। সমস্ত স্কুল কর্তৃপক্ষকেই CCTV বসানোর কথা বলা হবে। বিশেষ করে স্কুলের শৌচালয়ের সামনে CCTV বসানোর নির্দেশ দেওয়া হবে । সেই ফুটেজ দেখার জন্য সবসময় একজনকে নিয়োগ করতে হবে। যাতে কোনও ছাত্র কিংবা ছাত্রী শৌচালয়ে বেশি সময় না থাকে । ফাঁকা ক্লাসরুমগুলোর দিকে বিশেষ নজর রাখতে হবে। লালবাজার চাইছে, পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে আরও বেশি করে সমন্বয় বাড়াক স্কুল কর্তৃপক্ষ । এরফলে পড়ুয়াদের মানসিক অবস্থা সম্পর্কে স্কুল কর্তৃপক্ষের ধারণা থাকবে । কোনও ছাত্র বা ছাত্রী যদি মানসিক অবসাদে ভোগে তাহলে তার দিকেও বিশেষ নজর রাখতে হবে ।

আরও পড়ুন : শহরের সুরক্ষায় লালবাজারের নতুন পদক্ষেপ, বসছে 10 হাজার CCTV

সাধারণত স্কুলের গণ্ডির মধ্যে নিরাপত্তা নিয়ে পুলিশের কিছু করার নেই । স্কুলের নিরাপত্তার দায়ভার স্কুল কর্তৃপক্ষের । কিন্তু সম্প্রতি কৃতিকা পাল ও বালিগঞ্জের একটি নামী স্কুলের ঘটনায় নড়ে বসেছে লালবাজার কর্তৃপক্ষ । অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে । তাই কৃতিকা পালের ঘটনার পর শহরের বিভিন্ন স্কুলও পরিদর্শন করেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা । তাছাড়া এ ধরনের অনভিপ্রেত ঘটনা রুখতে তৎপর লালবাজার। তাই স্কুল কর্তৃপক্ষদের বিশেষ কিছু নির্দেশনামা দিতে চাইছে কলকাতা পুলিশ । নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার পর লালবাজারের তরফে স্বাস্থ্য দপ্তর ও বড় হাসপাতাল কর্তৃপক্ষদের বেশ কিছু নির্দেশ দেওয়া হয় । একইভাবে স্কুলগুলোর জন্য নির্দেশিকা তৈরি করতে চলেছে লালবাজার ।

আরও পড়ুন : বেপরোয়া বাইকে কড়া কলকাতা পুলিশ, 2 দিনেই সাড়ে ৩ হাজার মামলা

Intro:কলকাতা, ৪ জুলাই: এবার স্কুলেও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP)চালুর ভাবনা লালবাজারের। খুব দ্রুতই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলে লালবাজার সূত্রের খবর। ইতিমধ্যেই লালবাজারের উচ্চপদস্থ কর্তারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে মিটিং করেছেন। উচ্চপদস্থ পুলিশ কর্তারা বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন। তারপর এই পরিকল্পনা মাথায় এসেছে বলে লালবাজারের এক কর্তা জানাচ্ছেন।Body:সাধারণভাবে স্কুলের ভেতরে নিরাপত্তা নিয়ে পুলিশের খুব একটা কিছু করার নেই। অন্দরমহলে নিরাপত্তার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের। অভিভাবকরা স্কুলে পাঠানোর পর পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকেন। কিন্তু সম্প্রতি কৃত্তিকা পালের ঘটনা এবং পরে একই কায়দায় বালিগঞ্জের নামে ইংরেজি মিডিয়াম স্কুলের টনক নাড়িয়ে দিয়েছে অভিভাবকদের। অনেকেই ভুগছেন নিরাপত্তাহীনতায়। সাধারণভাবে নিরাপত্তায় পুলিশের তেমন দায় না থাকলেও, এই ধরনের ঘটনা ঘটে গেলে পুলিশকে দায়িত্ব নিতে হয় অনেকটাই। তাছাড়া এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটুক কোনোভাবেই চায় না লালবাজার। সেই সূত্রেই স্কুল কর্তৃপক্ষদের বিশেষ কিছু নির্দেশ নামা দিতে চাইছে পুলিশ।Conclusion:নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার পর লালবাজারের তরফে স্বাস্থ্য দপ্তর ও বড় হাসপাতাল কর্তৃপক্ষদের বেশ কিছু দাওয়াই দেয়। একইভাবে স্কুলগুলোর জন্য তৈরি হচ্ছে নির্দেশিকা। লালবাজার সূত্রের খবর, মূলত জোর দেওয়া হবে CCTVর ক্ষেত্রে। সব স্কুলেই গুরুত্বপূর্ণ অংশগুলোয় CCTV লাগানোর জন্য বলা হবে। বিশেষ করে বাথরুমের সামনে লাগাতে বলা হবে সিসিটিভি। সেই ফুটেজ দেখার জন্য সব সময় একজনকে নিয়োগ করতে হবে। যাতে কোনোও ছাত্র কিংবা ছাত্রী বাথরুমে যাবার পর বেশি সময় কাটায়, তবে তৎক্ষণাৎ সক্রিয় হতে হবে স্কুল কর্তৃপক্ষকে। ফাঁকা ক্লাসরুম গুলোর দিকে বিশেষ নজর রাখতে হবে। লালবাজার চাইছে, ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে আরও বেশি সমন্বয় বারাক স্কুলগুলো। এতে ছাত্র-ছাত্রীদের মানসিক অবস্থা সম্পর্কে স্কুল কর্তৃপক্ষের ধারণা হবে। কোন ছাত্র বা ছাত্রী যদি মানসিক অবসাদে ভোগে তাহলে তার দিকে বিশেষ নজর রাখতে হবে।
Last Updated : Jul 4, 2019, 3:30 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.