ETV Bharat / city

মন্ত্রী অরূপ রায়কে দেখতে হাসপাতালে লক্ষ্মীরতন শুক্লা - lakshmiratan shukla

আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে মন্ত্রী অরূপ রায়ের চিকিৎসা চলছে। মঙ্গলবার তাঁকে হাসপাতালে দেখতে গেলেন লক্ষ্মীরতন শুক্লা। সোমবার মন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, সদ্য প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

lakshmiratan-shukla-at-woodlands-to-meet-minister-arup-roy
মন্ত্রী অরূপ রায়কে দেখতে হাসপাতালে লক্ষ্মীরতন শুক্লা
author img

By

Published : Jan 26, 2021, 8:55 PM IST

কলকাতা, 26 জানুয়ারি : অসুস্থ মন্ত্রী অরূপ রায়কে দেখতে মঙ্গলবার বিকেলে হাসপাতালে গেলেন লক্ষ্মীরতন শুক্লা। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি জানান, সকলের শুভেচ্ছা রয়েছে। মন্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে গত রবিবার দুপুর থেকে মন্ত্রী অরূপ রায়ের চিকিৎসা চলছে। মন্ত্রীর হার্টের একটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে। স্টেন্ট বসিয়ে ওই ব্লক দূর করা হয়েছে। গতকাল, সোমবার মন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, সদ্য প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর আজ, মঙ্গলবার মন্ত্রী অরূপ রায়কে হাসপাতালে দেখতে গেলেন লক্ষ্মীরতন শুক্লা।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় মন্ত্রী অরূপ রায়ের শারীরিক অবস্থার বিষয়ে লক্ষ্মীরতন শুক্লা এদিন বলেন, "আমাদের সকলের শুভেচ্ছা ওঁর সঙ্গে রয়েছে। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।"

আরও পড়ুন : হুগলি নদীর উপর ভাসমান গ্রন্থাগার

মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? এই প্রশ্নের উত্তরে লক্ষ্মীরতন শুক্লা বলেন, "উনি চা খাচ্ছিলেন, টিভি দেখছিলেন।" তিনি বলেন, "কোনও বিষয়ে কথা হয়নি। দেখতে এসেছিলাম, দেখে ভালো লাগল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই সবার খেয়াল রাখুন, এটাই প্রার্থনা করি।"

কলকাতা, 26 জানুয়ারি : অসুস্থ মন্ত্রী অরূপ রায়কে দেখতে মঙ্গলবার বিকেলে হাসপাতালে গেলেন লক্ষ্মীরতন শুক্লা। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি জানান, সকলের শুভেচ্ছা রয়েছে। মন্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে গত রবিবার দুপুর থেকে মন্ত্রী অরূপ রায়ের চিকিৎসা চলছে। মন্ত্রীর হার্টের একটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে। স্টেন্ট বসিয়ে ওই ব্লক দূর করা হয়েছে। গতকাল, সোমবার মন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, সদ্য প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর আজ, মঙ্গলবার মন্ত্রী অরূপ রায়কে হাসপাতালে দেখতে গেলেন লক্ষ্মীরতন শুক্লা।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় মন্ত্রী অরূপ রায়ের শারীরিক অবস্থার বিষয়ে লক্ষ্মীরতন শুক্লা এদিন বলেন, "আমাদের সকলের শুভেচ্ছা ওঁর সঙ্গে রয়েছে। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।"

আরও পড়ুন : হুগলি নদীর উপর ভাসমান গ্রন্থাগার

মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? এই প্রশ্নের উত্তরে লক্ষ্মীরতন শুক্লা বলেন, "উনি চা খাচ্ছিলেন, টিভি দেখছিলেন।" তিনি বলেন, "কোনও বিষয়ে কথা হয়নি। দেখতে এসেছিলাম, দেখে ভালো লাগল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই সবার খেয়াল রাখুন, এটাই প্রার্থনা করি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.