ETV Bharat / city

Kunal Ghosh: অমিত শাহের জেলটা কি তাজমহল ছিল ? প্রশ্নবাণে শুভেন্দুকে খোঁচা কুণালের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে ফের বাকযুদ্ধ শুরু তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) ৷ নিজের অতীত নিয়ে কথা বলতে গিয়ে অমিত শাহের (Amit Shah) কারাবাসের প্রসঙ্গ তুললেন কুণাল ৷

Kunal Ghosh slams Suvendu Adhikari over his past imprisonment
Kunal Ghosh: অমিত শাহের জেলটা কি তাজমহল ছিল ? প্রশ্নবাণে শুভেন্দুকে খোঁচা কুণালের
author img

By

Published : Sep 16, 2022, 5:26 PM IST

বিধাননগর, 16 সেপ্টেম্বর: "অমিত শাহও খুনের অভিযোগে জেলে গিয়েছিলেন ৷ তাহলে কি সেটা জেল ছিল না ? ওটা কি তাজমহল ছিল ?" রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রাজনৈতিক আক্রমণের জবাব দিতে গিয়ে একথা বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ শুক্রবার একটি ব্যক্তিগত কাজে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে এসেছিলেন কুণাল ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু ও তাঁর দলের বিরুদ্ধে তোপ দাগেন কুণাল ৷

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বনাম কুণাল ঘোষের বাকযুদ্ধ নতুন কিছু নয় ৷ এদিকে, গত 13 সেপ্টেম্বর শুভেন্দুর 'ডোন্ট টাচ মাই বডি' মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এরই মধ্যে আবারও কথার লড়াই শুরু হয়েছে তৃণমূল ও বিজেপি-র নেতা-নেত্রীদের মধ্যে ৷ সেই রেশ টেনেই এদিন কুণালকে শুভেন্দুর সম্পর্কে প্রশ্ন করা হয় ৷ জবাবে চেনা ঢঙেই কুণাল বলেন, তিনি কোনও রাজনৈতিক প্রশ্ন করলে শুভেন্দু এড়িয়ে যান ৷ অথচ কথায় কথায় কুণালের কারাবাস নিয়ে কটাক্ষ করতে ছাড়েন না !

আরও পড়ুন: শুভেন্দুর শরীরে কি কোনও সমস্যা আছে, জানতে সিবিআই তদন্ত চাইলেন কুণাল

আর এখানেই বিরোধী দলনেতাকে ফের খোঁচা দিয়েছেন কুণাল ৷ তাঁর স্পষ্ট বার্তা, যে সারদা চিটফান্ড কেলেঙ্কারির জন্য তাঁকে জেলে যেতে হয়েছিল, সেই ঘটনায় আদতে টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারীর মতো নেতারা ৷ তাঁরা কুণালের ঘাড়ে বন্দুক রেখে চালিয়েছিলেন ! অথচ, সিবিআই-এর খাঁড়া নজরে আসতে সেই শুভেন্দুই দল বদলে বিজেপি-তে নাম লেখান ! পাশাপাশি, কুণালের প্রশ্ন, তিনি যে জেলে গিয়েছিলেন, সেটা তো সকলেরই জানা ৷ কিন্তু, বর্তমানে দেশের যিনি স্বরাষ্ট্র মন্ত্রী খুনের মামলায় তাঁকেও তো জেলে যেতে হয়েছিল ৷ শুভেন্দু কি সেটা ভুলে গিয়েছেন ? নাকি কুণালের জেলটাই জেল ছিল ৷ কিন্তু, অমিত শাহের (Amit Shah) জেলটা জেল ছিল না, ওটা ছিল তাজমহল ! কুণালের কটাক্ষ, সিবিআই-এর হাত থেকে বাঁচতেই আজ শুভেন্দু অধিকারী সর্বক্ষণ অমিত শাহদের অনুগত হয়ে থাকছেন !

কুণাল ঘোষের নিশানায় শুভেন্দু অধিকারী ৷

এদিকে, নবান্ন অভিযানে পুলিশ কর্তাকে মারধর এবং পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগে ইতিমধ্য়েই একাধিক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷ সূত্রের দাবি, ঘটনার পর পুলিশের গ্রেফতারি ঠেকাতে অভিযুক্তদের কয়েকজন চুল, দাড়ি কামিয়ে ফেলেন ! কিন্তু, তাতেও শেষ রক্ষা হয়নি ৷

এই প্রসঙ্গে কুণাল বলেন, নবান্ন অভিযানের নামে বিজেপি আসলে গুন্ডামি করেছে ৷ উলটো দিকে, পুলিশকর্মীরা এই ঘটনায় যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছেন বলেও মনে করেন তৃণমূল নেতা ৷ তাঁর মতে, মার খাওয়ার পরও যথেষ্ট পরিণতভাবেই ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করেছে পুলিশ ৷

বিধাননগর, 16 সেপ্টেম্বর: "অমিত শাহও খুনের অভিযোগে জেলে গিয়েছিলেন ৷ তাহলে কি সেটা জেল ছিল না ? ওটা কি তাজমহল ছিল ?" রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রাজনৈতিক আক্রমণের জবাব দিতে গিয়ে একথা বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ শুক্রবার একটি ব্যক্তিগত কাজে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে এসেছিলেন কুণাল ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু ও তাঁর দলের বিরুদ্ধে তোপ দাগেন কুণাল ৷

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বনাম কুণাল ঘোষের বাকযুদ্ধ নতুন কিছু নয় ৷ এদিকে, গত 13 সেপ্টেম্বর শুভেন্দুর 'ডোন্ট টাচ মাই বডি' মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এরই মধ্যে আবারও কথার লড়াই শুরু হয়েছে তৃণমূল ও বিজেপি-র নেতা-নেত্রীদের মধ্যে ৷ সেই রেশ টেনেই এদিন কুণালকে শুভেন্দুর সম্পর্কে প্রশ্ন করা হয় ৷ জবাবে চেনা ঢঙেই কুণাল বলেন, তিনি কোনও রাজনৈতিক প্রশ্ন করলে শুভেন্দু এড়িয়ে যান ৷ অথচ কথায় কথায় কুণালের কারাবাস নিয়ে কটাক্ষ করতে ছাড়েন না !

আরও পড়ুন: শুভেন্দুর শরীরে কি কোনও সমস্যা আছে, জানতে সিবিআই তদন্ত চাইলেন কুণাল

আর এখানেই বিরোধী দলনেতাকে ফের খোঁচা দিয়েছেন কুণাল ৷ তাঁর স্পষ্ট বার্তা, যে সারদা চিটফান্ড কেলেঙ্কারির জন্য তাঁকে জেলে যেতে হয়েছিল, সেই ঘটনায় আদতে টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারীর মতো নেতারা ৷ তাঁরা কুণালের ঘাড়ে বন্দুক রেখে চালিয়েছিলেন ! অথচ, সিবিআই-এর খাঁড়া নজরে আসতে সেই শুভেন্দুই দল বদলে বিজেপি-তে নাম লেখান ! পাশাপাশি, কুণালের প্রশ্ন, তিনি যে জেলে গিয়েছিলেন, সেটা তো সকলেরই জানা ৷ কিন্তু, বর্তমানে দেশের যিনি স্বরাষ্ট্র মন্ত্রী খুনের মামলায় তাঁকেও তো জেলে যেতে হয়েছিল ৷ শুভেন্দু কি সেটা ভুলে গিয়েছেন ? নাকি কুণালের জেলটাই জেল ছিল ৷ কিন্তু, অমিত শাহের (Amit Shah) জেলটা জেল ছিল না, ওটা ছিল তাজমহল ! কুণালের কটাক্ষ, সিবিআই-এর হাত থেকে বাঁচতেই আজ শুভেন্দু অধিকারী সর্বক্ষণ অমিত শাহদের অনুগত হয়ে থাকছেন !

কুণাল ঘোষের নিশানায় শুভেন্দু অধিকারী ৷

এদিকে, নবান্ন অভিযানে পুলিশ কর্তাকে মারধর এবং পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগে ইতিমধ্য়েই একাধিক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷ সূত্রের দাবি, ঘটনার পর পুলিশের গ্রেফতারি ঠেকাতে অভিযুক্তদের কয়েকজন চুল, দাড়ি কামিয়ে ফেলেন ! কিন্তু, তাতেও শেষ রক্ষা হয়নি ৷

এই প্রসঙ্গে কুণাল বলেন, নবান্ন অভিযানের নামে বিজেপি আসলে গুন্ডামি করেছে ৷ উলটো দিকে, পুলিশকর্মীরা এই ঘটনায় যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছেন বলেও মনে করেন তৃণমূল নেতা ৷ তাঁর মতে, মার খাওয়ার পরও যথেষ্ট পরিণতভাবেই ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.