ETV Bharat / city

পুরনো বন্ধুর সঙ্গে গল্প করতে এসেছিলাম, শতাব্দী-সাক্ষাতের পর মন্তব্য কুণালের - Birbhum MP

‘বেসুরো’ শতাব্দী রায়৷ দলের অনুষ্ঠানে ডাক পান না বলে অভিযোগ বীরভূমের সাংসদের৷ ফলে তিনি বিজেপিতে যাচ্ছেন বলে জল্পনা ছড়িয়েছে৷ এই পরিস্থিতিতে শতাব্দীর কলকাতার বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ৷ পরে তিনি বলেন, ‘‘পুরনো বন্ধুর বাড়িতে গল্প করতে এসেছিলাম৷’’

Kunal Ghosh Arrived at Satabdi Roy
মান ভাঙাতে শতাব্দীর বাড়িতে কুণাল ঘোষ
author img

By

Published : Jan 15, 2021, 4:39 PM IST

Updated : Jan 15, 2021, 8:59 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : ‘‘পুরনো বন্ধুর বাড়িতে গল্প করতে এসেছিলাম৷’’ শুক্রবার বিকেলে কলকাতায় শতাব্দী রায়ের বাড়ি থেকে বেরিয়ে এই কথাই জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ৷ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শতাব্দী রায়কে নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে৷ ফলে ‘বেসুরো’ শতাব্দীর মান ভাঙাতেই কি কুণাল ঘোষ গিয়েছিলেন? এই প্রশ্নের উঠেছিল আগেই৷ কিন্তু কুণাল ঘোষ গোটা ব্যাপারটাকেই ব্যক্তিগত সাক্ষাৎ বলে এড়িয়ে গেলেন৷

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঠোঁটের কোণায় হাসি ঝুলিয়ে রাজ্যসভার প্রাক্তন সাংসদ জানালেন, দল শতাব্দীর সঙ্গে কথা বলবে ৷ তিনি শুধু পুরনো বন্ধুর সঙ্গে কথা বলে গেলেন ৷ ভিতরে কী কথা হয়েছে, তা নিয়ে সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করতে চান না বলেও জানিয়েছেন ৷ তাই শতাব্দী-ইশুতে ড্যামেজ কন্ট্রোল হল কি না, তা নিয়ে ধন্দ রয়েই গেল ৷

শতাব্দী রায় বীরভূমের সাংসদ ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ফ্যান ক্লাবের পেজ থেকে আচমকা একটি পোস্ট হয় ফেসবুকে ৷ সেখানে শতাব্দীর জবানিতে লেখা হয় যে তিনি নিজের সংসদীয় এলাকায় ঠিকমতো কাজ করতে পারছেন না ৷ ফলে জল্পনা ছড়ায় যে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন ৷

শতাব্দী-সাক্ষাতের পর কুণাল ঘোষ

শুক্রবার শতাব্দীকে ইটিভি ভারতের তরফে বিজেপি যোগের জল্পনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ৷ তিনি সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে জানিয়েছিলেন যে এখন তৃণমূলে কেউ অভিযোগ করলে ৷ অথবা অভিমানের কথা জানালেই মনে করা হচ্ছে যে সেই নেতা বা নেত্রী বিজেপিতে যাচ্ছেন৷ সব সময় এটা ঠিক নয় ৷

যদিও আগামিকাল শনিবার তাঁর দিল্লি যাওয়ার কথা ৷ সেই বিষয়টি অবশ্য তিনি অস্বীকার করেননি ৷ সেখানে গেলে সাংসদ হিসেবে তিনি বিজেপির সাংসদদের সঙ্গে দেখা করতেই পারেন বলে জানান৷ তবে তাঁর সংসদীয় এলাকায় যথেষ্ট কাজ করার পরও তিনি কোনও অনুষ্ঠানে ডাক পান না শতাব্দী ক্ষোভ প্রকাশ করেছেন ৷ কিন্তু তাঁর ক্ষোভের কারণ অনুব্রত মণ্ডল কি না জানাননি৷

আরও পড়ুন : দিল্লির পথে শতাব্দী, জিইয়ে রাখলেন বিজেপি যোগের জল্পনা

এই পরিস্থিতিতে কেন হঠাৎ এমন ‘বেসুরো’ মন্তব্য করলেন শতাব্দী, সেই কারণেই সম্ভবত কুণাল ঘোষ সেখানে হাজির হয়েছেন ৷ এখন দেখার তিনি শতাব্দীর মান ভাঙাতে পারেন কি না !

কলকাতা, 15 জানুয়ারি : ‘‘পুরনো বন্ধুর বাড়িতে গল্প করতে এসেছিলাম৷’’ শুক্রবার বিকেলে কলকাতায় শতাব্দী রায়ের বাড়ি থেকে বেরিয়ে এই কথাই জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ৷ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শতাব্দী রায়কে নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে৷ ফলে ‘বেসুরো’ শতাব্দীর মান ভাঙাতেই কি কুণাল ঘোষ গিয়েছিলেন? এই প্রশ্নের উঠেছিল আগেই৷ কিন্তু কুণাল ঘোষ গোটা ব্যাপারটাকেই ব্যক্তিগত সাক্ষাৎ বলে এড়িয়ে গেলেন৷

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঠোঁটের কোণায় হাসি ঝুলিয়ে রাজ্যসভার প্রাক্তন সাংসদ জানালেন, দল শতাব্দীর সঙ্গে কথা বলবে ৷ তিনি শুধু পুরনো বন্ধুর সঙ্গে কথা বলে গেলেন ৷ ভিতরে কী কথা হয়েছে, তা নিয়ে সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করতে চান না বলেও জানিয়েছেন ৷ তাই শতাব্দী-ইশুতে ড্যামেজ কন্ট্রোল হল কি না, তা নিয়ে ধন্দ রয়েই গেল ৷

শতাব্দী রায় বীরভূমের সাংসদ ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ফ্যান ক্লাবের পেজ থেকে আচমকা একটি পোস্ট হয় ফেসবুকে ৷ সেখানে শতাব্দীর জবানিতে লেখা হয় যে তিনি নিজের সংসদীয় এলাকায় ঠিকমতো কাজ করতে পারছেন না ৷ ফলে জল্পনা ছড়ায় যে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন ৷

শতাব্দী-সাক্ষাতের পর কুণাল ঘোষ

শুক্রবার শতাব্দীকে ইটিভি ভারতের তরফে বিজেপি যোগের জল্পনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ৷ তিনি সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে জানিয়েছিলেন যে এখন তৃণমূলে কেউ অভিযোগ করলে ৷ অথবা অভিমানের কথা জানালেই মনে করা হচ্ছে যে সেই নেতা বা নেত্রী বিজেপিতে যাচ্ছেন৷ সব সময় এটা ঠিক নয় ৷

যদিও আগামিকাল শনিবার তাঁর দিল্লি যাওয়ার কথা ৷ সেই বিষয়টি অবশ্য তিনি অস্বীকার করেননি ৷ সেখানে গেলে সাংসদ হিসেবে তিনি বিজেপির সাংসদদের সঙ্গে দেখা করতেই পারেন বলে জানান৷ তবে তাঁর সংসদীয় এলাকায় যথেষ্ট কাজ করার পরও তিনি কোনও অনুষ্ঠানে ডাক পান না শতাব্দী ক্ষোভ প্রকাশ করেছেন ৷ কিন্তু তাঁর ক্ষোভের কারণ অনুব্রত মণ্ডল কি না জানাননি৷

আরও পড়ুন : দিল্লির পথে শতাব্দী, জিইয়ে রাখলেন বিজেপি যোগের জল্পনা

এই পরিস্থিতিতে কেন হঠাৎ এমন ‘বেসুরো’ মন্তব্য করলেন শতাব্দী, সেই কারণেই সম্ভবত কুণাল ঘোষ সেখানে হাজির হয়েছেন ৷ এখন দেখার তিনি শতাব্দীর মান ভাঙাতে পারেন কি না !

Last Updated : Jan 15, 2021, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.