কলকাতা, 30 অগাস্ট : অপেক্ষার আর মাত্র কয়েকদিন । তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্যান্ডেল বাঁধা ৷ রাস্তায় রাস্তায় চোখে পড়ছে হোর্ডিং ও ব্যানার ৷ শুরু হয়ে গেছে প্রতিমা গড়ার কাজও ৷ কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি ৷
সামনেই গণেশ চতুর্থী । তারপর বিশ্বকর্মা পুজো । সেই কাজও চলছে পুরোদমে । মৃৎ শিল্পীপাড়ায় কয়েকটি ওয়ার্কশপে কাজ কিছুটা এগিয়ে থাকলেও, বৃষ্টির জন্য বেশিরভাগ ওয়ার্কশপে দেখা দিয়েছে সমস্যা ৷ মূর্তি তৈরিতে, তা শোকানোর কাজে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন মৃৎ শিল্পীরা ৷ আবহাওয়া অফিস সূত্রে খবর, পুজোর 10 দিন আগে পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ফলে কপালে হাত পড়েছে মৃৎ শিল্পীদের । কখনও ঝলমলে রোদের মুখ দেখা গেলেও পরক্ষণেই ঝমঝমিয়ে নামছে বৃষ্টি ।
এই বিষয়ে, কুমোরটুলির জনৈক এক মৃৎ শিল্পী তারকনাথ পাল বলেন, "বৃষ্টি পড়লে আমাদের কাজে খুবই অসুবিধা হয় । যদিও বৃষ্টির আশঙ্কা করেই আমরা আগে থেকে কিছুটা কাজ সেরে রেখেছিলাম ৷ তবুও বেশিরভাগ কাজই বাকি ৷ আমরা নানা বিকল্প উপায়ে মূর্তি শোকানোর চেষ্টা করি ৷ যেমন, ব্লু ল্যাম্প ব্যবহার করি, কখনও আবার গ্যাস দিয়ে শুকোনো হয় ৷ অনেক সময় কাঠ বা খড়ের সাহায্যে আগুন ধরিয়ে শুকনো করা হয় প্রতিমা ।"
কুমোরটুলি মৃৎ শিল্পী সমন্বয় সমিতির বাবু পাল বলেন, "বৃষ্টির ফলে বহু কারিগর কাজ পাচ্ছেন না । ফলে প্রতিমা গড়ার কাজ অনেকটাই পিছিয়ে যাচ্ছে । আমরা সমিতির তরফে শিল্পীদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করি । প্রত্যেক সপ্তাহে শিল্পীদের 25 টাকা দরে 5 লিটার করে কেরোসিন তেল দেওয়া হচ্ছে যাতে তারা ব্লু ল্যাম্প জ্বালিয়ে বা গ্যাস জ্বালিয়ে প্রতিমা শোকাতে পারে ৷ "