ETV Bharat / city

বিদায়বেলায় ঝোড়ো ব্য়াটিং শীতের, আরও নামতে পারে পারদ - বৃষ্টির সম্ভাবনা

আজ কুয়াশাচ্ছন্ন ছিবল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল ৷ আকাশ মেঘলা ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য কলকাতার আকাশ কিছুটা পরিষ্কার হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷

Temperature fall by 4 degree
আলিপুর আবহাওয়া দপ্তর
author img

By

Published : Jan 23, 2020, 11:40 AM IST

Updated : Jan 23, 2020, 11:47 AM IST

কলকাতা, 23 জানুয়ারি : শেষবেলায় দাপট দেখাচ্ছে শীত ৷ সপ্তাহান্তে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে ৷ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তুরে হাওয়ার দাপট বাড়বে বলে আবহায়া দপ্তর সূত্রে খবর ৷

শীতের এমন দাপুটে ব্যাটিং অনেক বছর দেখেনি বাংলা ৷ বিশেষত কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত কবে এতদিন ধরে স্থায়ী হয়েছে, তা মনে করতে পারছেন না অনেকেই ৷ গতবছর ডিসেম্বরের শেষ থেকে একটু একটু করে শীত পড়তে শুরু করে ৷ এই বছর শীতের সঙ্গে উত্তুরে হাওয়াও দাপট দেখায় ৷ তাপমাত্রা একধাক্কায় অনেকটা নেমে যায় ৷ জানুয়ারির শেষে এসেও একরকম দাপট দেখাচ্ছে শীত ৷

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কুয়াশাচ্ছন্ন থাকবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল ৷ আকাশ মেঘলা ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য কলকাতার আকাশ কিছুটা পরিষ্কার হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ৷ পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে কাল থেকে ফের ঠান্ডার দাপট বাড়বে ৷ সপ্তাহের শেষে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে ৷ আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ৷ গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে কম ৷ বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ 96 শতাংশ এবং সর্বনিম্ন 49 শতাংশ ৷

বুলবুলে ক্ষতির পরিমাণ রাজ্য বাজেটে অন্তর্ভুক্তি? বিশ্লেষণ অর্থ দপ্তরে


দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে৷ তবে আগামী সপ্তাহের শুরুতে আবারও পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷

কলকাতা, 23 জানুয়ারি : শেষবেলায় দাপট দেখাচ্ছে শীত ৷ সপ্তাহান্তে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে ৷ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তুরে হাওয়ার দাপট বাড়বে বলে আবহায়া দপ্তর সূত্রে খবর ৷

শীতের এমন দাপুটে ব্যাটিং অনেক বছর দেখেনি বাংলা ৷ বিশেষত কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত কবে এতদিন ধরে স্থায়ী হয়েছে, তা মনে করতে পারছেন না অনেকেই ৷ গতবছর ডিসেম্বরের শেষ থেকে একটু একটু করে শীত পড়তে শুরু করে ৷ এই বছর শীতের সঙ্গে উত্তুরে হাওয়াও দাপট দেখায় ৷ তাপমাত্রা একধাক্কায় অনেকটা নেমে যায় ৷ জানুয়ারির শেষে এসেও একরকম দাপট দেখাচ্ছে শীত ৷

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কুয়াশাচ্ছন্ন থাকবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল ৷ আকাশ মেঘলা ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য কলকাতার আকাশ কিছুটা পরিষ্কার হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ৷ পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে কাল থেকে ফের ঠান্ডার দাপট বাড়বে ৷ সপ্তাহের শেষে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে ৷ আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ৷ গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে কম ৷ বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ 96 শতাংশ এবং সর্বনিম্ন 49 শতাংশ ৷

বুলবুলে ক্ষতির পরিমাণ রাজ্য বাজেটে অন্তর্ভুক্তি? বিশ্লেষণ অর্থ দপ্তরে


দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে৷ তবে আগামী সপ্তাহের শুরুতে আবারও পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷

Intro:আজ সকালে কুয়াশায় আচ্ছন্ন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলো। কলকাতার আকাশ মেঘলা। কলকাতা লাগোয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতায় সকালে কুয়াশা প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ কিছুটা পরিষ্কার হবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রী বেশি। গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 49 শতাংশ।
আজ ও আগামীকাল দার্জিলিং কালিম্পং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা থাকবে উত্তরের জেলাগুলোতে। সিকিমে বৃষ্টি ও তুষার পাতের সম্ভাবনা রয়েছে।


Body:পশ্চিমী ঝঞ্জার দাপটে আকাশ মেঘলা হয়ে রয়েছে। কুয়াশার প্রভাব রয়েছে। আগামী শুক্রবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার দাপট ক্রমশ সরে যাবে। ফলে শুক্রবার রাত থেকে উত্তরের ঠান্ডা হাওয়ার দাপট বাড়বে। ফের আবার 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আগামী শনি রবিবার। সপ্তাহের শেষে জাতীয় ঠান্ডা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দিল্লিসহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে আজ শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা থাকবে রাজস্থান থেকে ইহার সিকিম ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে। আগামী সপ্তাহের শুরুতে আরো একটি পশ্চিমী ঝঞ্জা আসতে চলেছে জম্মু কাশ্মীর উপত্যাকায়। ফলে আগামী সপ্তাহের শুরুতে পরিবর্তন ঘটবে আবহাওয়ার।


Conclusion:
Last Updated : Jan 23, 2020, 11:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.