ETV Bharat / city

Kolkata Roads: প্লাস্টিক বর্জ্য বাড়াবে কলকাতার পিচ রাস্তার আয়ু ! পরীক্ষামূলক প্রস্তুতি বেহালায় - Kolkata Municipal Corporation

উত্তর থেকে দক্ষিণ বা সংযুক্ত এলাকায় একাধিক রাস্তা আছে যেখানে পিচের প্রলেপ দিলেও ভরা বর্ষার কাটলে কঙ্কালসার চেহারা ফুটে ওঠে(Kolkata Roads) । এবার সেই অবস্থার পরিবর্তন করতে আসছে প্লাস্টিক গ্র্যানিউল মিশ্রিত কাঁচামাল দিয়ে তৈরি রাস্তা ।

Kolkata roads to build using Plastic waste for long lasting effect
Kolkata Roads
author img

By

Published : Jul 16, 2022, 9:20 PM IST

কলকাতা, 16 জুলাই: দিনে দিনে বাড়ছে প্লাস্টিক বর্জ্য । এর মধ্যে কম মাইক্রোনের প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করা যায় না । এবার সেই প্লাস্টিককেই কাজে লাগিয়ে রক্ষা করা হবে পিচ রাস্তা । এমনই পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম(Kolkata Municipal Corporation) । পরীক্ষামূলক প্রস্তুতি হিসাবে বেহালার বক্সিবাগানে নেতাজী সুভাষ রোড সেই পদ্ধতিতে রাস্তা তৈরি হয়েছে । বর্ষা শেষে সাফল্য মিললেই শহরের একাধিক রাস্তা তৈরি হবে একই পদ্ধতিতে ।

প্লাস্টিক বর্জ্য ঠিক কীভাবে কাজে লাগানো হবে এই রাস্তা তৈরিতে?

বিটুমিন, বালি, স্টোন চিপ দিয়ে সাধারণ পিচ রাস্তাগুলো তৈরি হয় । এবার এই কাঁচামালের সঙ্গেই মেশানো হবে প্লাস্টিক গ্র্যানিউল । এর ব্যবহারের ফলে বর্ষার জলেও স্টোন চিপ আঁকড়ে ধরে থাকবে । স্বাভাবিক সময় দেখা যায় রাস্তা তৈরি করা হলেও জল জমার কারণে বর্ষা শেষে সেই রাস্তা খানা খন্দে ভর্তি হয়ে যায় । গর্ত দেখা যায় । সব মিলিয়ে বেহাল অবস্থা হয় রাস্তার । মূলত পিচ রাস্তাগুলোর হাল বেশি খারাপ হয় । আবার সেই রাস্তা পুনরায় ঠিক করতে বিপুল খরচের সম্মুখীন হতে হয় কর্তৃপক্ষকে । তবে পৌরনিগমের প্রযুক্তিবিদরা আশা করছে নয়া পদ্ধতিতে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে ।

প্লাস্টিককেই কাজে লাগিয়ে রক্ষা করা হবে পিচ রাস্তা

উত্তর থেকে দক্ষিণ বা সংযুক্ত এলাকায় একাধিক রাস্তা আছে যেখানে পিচের প্রলেপ দিলেও ভরা বর্ষার কাটলে কঙ্কালসার চেহারা ফুটে ওঠে । এবার সেই অবস্থার পরিবর্তন করতে আসছে প্লাস্টিক গ্র্যানিউল মিশ্রিত কাঁচামাল দিয়ে তৈরি রাস্তা । নতুন প্লাস্টিকের রাস্তা হওয়াতে আনন্দিত বক্সিবাগানের বাসিন্দারা । সাড়ে 300 মিটার রাস্তা পরীক্ষামূলক ভাবে তৈরি করা হয়েছে । দেশের বেশ কয়েকটি জায়গায় এমনকী বিদেশেও এই ধরনের রাস্তা আছে(Kolkata roads to build using Plastic waste for long lasting effect) ।

আরও পড়ুন: কলকাতার দূষণ বাড়াচ্ছে চিন্তা, পৌরনিগমের ভূমিকা প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ

কলকাতা পৌরনিগমের(KMC) রাস্তার মেয়র পারিষদ(MIC) অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "কলকাতায় প্রথম প্লাস্টিক গ্র্যানিউল ব্যাবহার হচ্ছে রাস্তা তৈরিতে । নেতাজি সুভাষ রোডের সাড়ে 300 মিটার রাস্তায় পরীক্ষামূলক ভাবে হচ্ছে কাজ । প্লাস্টিকের বর্জ্যকে পুনর্ব্যবহার করে রাস্তার কাজে লাগানো হচ্ছে । বিটুমিনের পরিমাণ কমানো হয়েছে ফলে রাস্তার স্থায়িত্ব বেড়ে যাবে অনেকটা । প্লাস্টিক থাকায় জল প্রতিরোধ ক্ষমতা তৈরি অনেক বেশি থাকবে৷ যার ফলে আয়ু বাড়বে রাস্তার ।"

কলকাতা, 16 জুলাই: দিনে দিনে বাড়ছে প্লাস্টিক বর্জ্য । এর মধ্যে কম মাইক্রোনের প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করা যায় না । এবার সেই প্লাস্টিককেই কাজে লাগিয়ে রক্ষা করা হবে পিচ রাস্তা । এমনই পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম(Kolkata Municipal Corporation) । পরীক্ষামূলক প্রস্তুতি হিসাবে বেহালার বক্সিবাগানে নেতাজী সুভাষ রোড সেই পদ্ধতিতে রাস্তা তৈরি হয়েছে । বর্ষা শেষে সাফল্য মিললেই শহরের একাধিক রাস্তা তৈরি হবে একই পদ্ধতিতে ।

প্লাস্টিক বর্জ্য ঠিক কীভাবে কাজে লাগানো হবে এই রাস্তা তৈরিতে?

বিটুমিন, বালি, স্টোন চিপ দিয়ে সাধারণ পিচ রাস্তাগুলো তৈরি হয় । এবার এই কাঁচামালের সঙ্গেই মেশানো হবে প্লাস্টিক গ্র্যানিউল । এর ব্যবহারের ফলে বর্ষার জলেও স্টোন চিপ আঁকড়ে ধরে থাকবে । স্বাভাবিক সময় দেখা যায় রাস্তা তৈরি করা হলেও জল জমার কারণে বর্ষা শেষে সেই রাস্তা খানা খন্দে ভর্তি হয়ে যায় । গর্ত দেখা যায় । সব মিলিয়ে বেহাল অবস্থা হয় রাস্তার । মূলত পিচ রাস্তাগুলোর হাল বেশি খারাপ হয় । আবার সেই রাস্তা পুনরায় ঠিক করতে বিপুল খরচের সম্মুখীন হতে হয় কর্তৃপক্ষকে । তবে পৌরনিগমের প্রযুক্তিবিদরা আশা করছে নয়া পদ্ধতিতে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে ।

প্লাস্টিককেই কাজে লাগিয়ে রক্ষা করা হবে পিচ রাস্তা

উত্তর থেকে দক্ষিণ বা সংযুক্ত এলাকায় একাধিক রাস্তা আছে যেখানে পিচের প্রলেপ দিলেও ভরা বর্ষার কাটলে কঙ্কালসার চেহারা ফুটে ওঠে । এবার সেই অবস্থার পরিবর্তন করতে আসছে প্লাস্টিক গ্র্যানিউল মিশ্রিত কাঁচামাল দিয়ে তৈরি রাস্তা । নতুন প্লাস্টিকের রাস্তা হওয়াতে আনন্দিত বক্সিবাগানের বাসিন্দারা । সাড়ে 300 মিটার রাস্তা পরীক্ষামূলক ভাবে তৈরি করা হয়েছে । দেশের বেশ কয়েকটি জায়গায় এমনকী বিদেশেও এই ধরনের রাস্তা আছে(Kolkata roads to build using Plastic waste for long lasting effect) ।

আরও পড়ুন: কলকাতার দূষণ বাড়াচ্ছে চিন্তা, পৌরনিগমের ভূমিকা প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ

কলকাতা পৌরনিগমের(KMC) রাস্তার মেয়র পারিষদ(MIC) অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "কলকাতায় প্রথম প্লাস্টিক গ্র্যানিউল ব্যাবহার হচ্ছে রাস্তা তৈরিতে । নেতাজি সুভাষ রোডের সাড়ে 300 মিটার রাস্তায় পরীক্ষামূলক ভাবে হচ্ছে কাজ । প্লাস্টিকের বর্জ্যকে পুনর্ব্যবহার করে রাস্তার কাজে লাগানো হচ্ছে । বিটুমিনের পরিমাণ কমানো হয়েছে ফলে রাস্তার স্থায়িত্ব বেড়ে যাবে অনেকটা । প্লাস্টিক থাকায় জল প্রতিরোধ ক্ষমতা তৈরি অনেক বেশি থাকবে৷ যার ফলে আয়ু বাড়বে রাস্তার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.