ETV Bharat / city

Weather Forecast in Kolkata : মরসুমের উষ্ণতম দিন তিলোত্তমায়, আগামী সাতদিনেও নেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

এপ্রিলের শেষ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পেরোল 39 ডিগ্রি (Kolkata record above 39 degree temperature on Sunday) ৷ যা এ মরশুমে এখনও পর্যন্ত সর্বাধিক ৷

Weather Forecast in Kolkata
মরসুমের উষ্ণতম দিন তিলোত্তমায়
author img

By

Published : Apr 24, 2022, 6:09 PM IST

কলকাতা, 24 এপ্রিল : ঝড়-বৃষ্টির লক্ষ্মণ তো নেইই, উলটে দাবদাহে নাকাল শহরবাসী ৷ এপ্রিলের শেষ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পেরোল 39 ডিগ্রি (Kolkata record above 39 degree temperature on Sunday) ৷ যা এ মরসুমে এখনও পর্যন্ত সর্বাধিক ৷ শনিবার 38 ডিগ্রি ছাড়িয়েছিল সর্বাধিক তাপমাত্রা, রবিবার তা আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস ছিল ৷ পূর্বাভাসে মান্যতা দিয়েই এদিন তিলোত্তমার সর্বাধিক তাপমাত্রা পৌঁছল 39.6 ডিগ্রিতে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি। কলকাতা সংলগ্ন অঞ্চলেও জারি রয়েছে দাবদাহ ৷ দমদমেও এদিন সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি ছুঁয়েছে। যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি ৷

এদিন সকাল থেকেই তাপমাত্রার পারদ চড়ছিল কলকাতায় ৷ সকাল ছ'টায় শহরের তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি বেশী। আগামী সপ্তাহেও চলবে দাবদাহ, পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস ৷ সোমবার এবং মঙ্গলবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 39 ডিগ্রির আশেপাশেই ৷ বুধ, বৃহস্পতি এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে 38 ডিগ্রিতে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী শনি এবং রবিবার সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা কমে সাঁইত্রিশের ঘরে থাকবে ৷ সবচেয়ে উল্লেখযোগ্য, আগামী সপ্তাহেও ঝড়-বৃষ্টির কোনও ইঙ্গিত নেই কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলে ৷

আরও পড়ুন : জল অপচয় বন্ধের প্রস্তাব কেএমসি’র অধিবেশনে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের

সুতরাং, বোঝাই যাচ্ছে আগামী সাতদিনেও দাবদাহে নাকাল হতে হবে কলকাতাবাসীকে। তীব্র গরমে নাজেহাল শহরবাসীকে সুস্থ থাকতে টিপস দিচ্ছেন চিকিৎসকরা ৷ বেলা 12টা থেকে-3টে পর্যন্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করছেন তারা ৷ বাইরে বেরোলে ছাতা এবং রোদ চশমা আবশ্যিক ৷ একইসঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । তবে কলকাতা পুড়লেও স্বস্তি উত্তরবঙ্গে ৷ উত্তরবঙ্গের পাঁচ জেলায় আবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

কলকাতা, 24 এপ্রিল : ঝড়-বৃষ্টির লক্ষ্মণ তো নেইই, উলটে দাবদাহে নাকাল শহরবাসী ৷ এপ্রিলের শেষ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পেরোল 39 ডিগ্রি (Kolkata record above 39 degree temperature on Sunday) ৷ যা এ মরসুমে এখনও পর্যন্ত সর্বাধিক ৷ শনিবার 38 ডিগ্রি ছাড়িয়েছিল সর্বাধিক তাপমাত্রা, রবিবার তা আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস ছিল ৷ পূর্বাভাসে মান্যতা দিয়েই এদিন তিলোত্তমার সর্বাধিক তাপমাত্রা পৌঁছল 39.6 ডিগ্রিতে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি। কলকাতা সংলগ্ন অঞ্চলেও জারি রয়েছে দাবদাহ ৷ দমদমেও এদিন সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি ছুঁয়েছে। যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি ৷

এদিন সকাল থেকেই তাপমাত্রার পারদ চড়ছিল কলকাতায় ৷ সকাল ছ'টায় শহরের তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি বেশী। আগামী সপ্তাহেও চলবে দাবদাহ, পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস ৷ সোমবার এবং মঙ্গলবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 39 ডিগ্রির আশেপাশেই ৷ বুধ, বৃহস্পতি এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে 38 ডিগ্রিতে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী শনি এবং রবিবার সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা কমে সাঁইত্রিশের ঘরে থাকবে ৷ সবচেয়ে উল্লেখযোগ্য, আগামী সপ্তাহেও ঝড়-বৃষ্টির কোনও ইঙ্গিত নেই কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলে ৷

আরও পড়ুন : জল অপচয় বন্ধের প্রস্তাব কেএমসি’র অধিবেশনে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের

সুতরাং, বোঝাই যাচ্ছে আগামী সাতদিনেও দাবদাহে নাকাল হতে হবে কলকাতাবাসীকে। তীব্র গরমে নাজেহাল শহরবাসীকে সুস্থ থাকতে টিপস দিচ্ছেন চিকিৎসকরা ৷ বেলা 12টা থেকে-3টে পর্যন্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করছেন তারা ৷ বাইরে বেরোলে ছাতা এবং রোদ চশমা আবশ্যিক ৷ একইসঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । তবে কলকাতা পুড়লেও স্বস্তি উত্তরবঙ্গে ৷ উত্তরবঙ্গের পাঁচ জেলায় আবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.