ETV Bharat / city

ভোটে বেআইনি কার্যকলাপ রুখতে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন আনছে কলকাতা পুলিশ - election

ভোটে বেআইনি অস্ত্র আর টাকা ছড়ানো রুখতে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন আনছে কলকাতা পুলিশ। আগামীকাল চালু হচ্ছে এই হোয়াটসঅ্যাপ হেল্পলাইন।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 8, 2019, 4:31 AM IST

কলকাতা, ৮ মার্চ : নির্বাচনকে শান্তিপূর্ণ করতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। আগামীকাল চালু হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন। যেখানে বেআইনি অস্ত্র কারবার, অস্ত্র প্রদর্শন, বেআইনিভাবে টাকা ছড়ানো সহ যে কোনও বিষয়ে অভিযোগ জানাতে পারবে। খবরদাতার পরিচয় গোপন রাখা হবে। তথ্যভিত্তিক খবর দিলে দেওয়া হবে পুরস্কারও।

নির্বাচন কমিশনের তরফেও তৈরি করা হয়েছে একটি অ্যাপ। যার নাম C-vigil। এই অ্যাপের মাধ্যমে যে কোনও অভিযোগ সরাসরি কমিশনের নজরে আনতে পারবে সাধারণ মানুষ। কলকাতা পুলিশও চাইছে নির্বিঘ্নে কাটুক লোকসভা নির্বাচন। আর তাই অনেকটা সেভাবেই কলকাতা পুলিশ আনছে নিজস্ব হেল্পলাইন। চালু করা হচ্ছে হোয়টসঅ্যাপ হেল্পলাইন। যেখানে সাধারণ মানুষ যে কোনও বিষয়ে তথ্য দিতে পারবে। প্রয়োজনে দিতে পারবে ছবি কিংবা ভিডিয়ো। লালবাজার সূত্রে খবর, পুলিশ কমিশনার অনুজ শর্মা প্রতিটি থানার আধিকারিক এবং ডেপুটি কমিশনারদের এবিষয় তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা আছে, তাদের গ্রেপ্তারেও উদ্যোগী হয়েছে পুলিশ। নির্বাচনে বেআইনি অস্ত্রের বাড়বাড়ন্ত রুখতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ।

কোথাও কোথাও ভোটে জিততে ছড়ানো হয় টাকা। এবারের নির্বাচনে তা আটকাতে চাইছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই এবিষয়ে শুরু হয়েছে কড়া নজরদারি। সেই নজরদারিতে গতকাল ১১ লাখ টাকাসহ গ্রেপ্তার হয় ঘনশ্যাম বিহুলা নামে গুজরাতের এক বাসিন্দাকে। এরপর গতকাল সন্ধ্যায় পোস্তা থানা এলাকা থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা ১৩ লাখ টাকা নগদসহ রঞ্জন সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এভাবেই লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত কলকাতা পুলিশের তরফে নজরদারি চালানো হবে। পাশাপাশি, পুলিশ চাইছে তাদের পাশে থাকুক সাধারণ মানুষ।

undefined

কলকাতা, ৮ মার্চ : নির্বাচনকে শান্তিপূর্ণ করতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। আগামীকাল চালু হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন। যেখানে বেআইনি অস্ত্র কারবার, অস্ত্র প্রদর্শন, বেআইনিভাবে টাকা ছড়ানো সহ যে কোনও বিষয়ে অভিযোগ জানাতে পারবে। খবরদাতার পরিচয় গোপন রাখা হবে। তথ্যভিত্তিক খবর দিলে দেওয়া হবে পুরস্কারও।

নির্বাচন কমিশনের তরফেও তৈরি করা হয়েছে একটি অ্যাপ। যার নাম C-vigil। এই অ্যাপের মাধ্যমে যে কোনও অভিযোগ সরাসরি কমিশনের নজরে আনতে পারবে সাধারণ মানুষ। কলকাতা পুলিশও চাইছে নির্বিঘ্নে কাটুক লোকসভা নির্বাচন। আর তাই অনেকটা সেভাবেই কলকাতা পুলিশ আনছে নিজস্ব হেল্পলাইন। চালু করা হচ্ছে হোয়টসঅ্যাপ হেল্পলাইন। যেখানে সাধারণ মানুষ যে কোনও বিষয়ে তথ্য দিতে পারবে। প্রয়োজনে দিতে পারবে ছবি কিংবা ভিডিয়ো। লালবাজার সূত্রে খবর, পুলিশ কমিশনার অনুজ শর্মা প্রতিটি থানার আধিকারিক এবং ডেপুটি কমিশনারদের এবিষয় তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা আছে, তাদের গ্রেপ্তারেও উদ্যোগী হয়েছে পুলিশ। নির্বাচনে বেআইনি অস্ত্রের বাড়বাড়ন্ত রুখতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ।

কোথাও কোথাও ভোটে জিততে ছড়ানো হয় টাকা। এবারের নির্বাচনে তা আটকাতে চাইছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই এবিষয়ে শুরু হয়েছে কড়া নজরদারি। সেই নজরদারিতে গতকাল ১১ লাখ টাকাসহ গ্রেপ্তার হয় ঘনশ্যাম বিহুলা নামে গুজরাতের এক বাসিন্দাকে। এরপর গতকাল সন্ধ্যায় পোস্তা থানা এলাকা থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা ১৩ লাখ টাকা নগদসহ রঞ্জন সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এভাবেই লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত কলকাতা পুলিশের তরফে নজরদারি চালানো হবে। পাশাপাশি, পুলিশ চাইছে তাদের পাশে থাকুক সাধারণ মানুষ।

undefined
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.