কলকাতা, 30 মার্চ : এনফোর্সমেন্ট ডিরেক্টরটের আধিকারিকদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় কলকাতা পুলিশ ৷ তাই এই নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে তারা (Kolkata Police will Appeal in Court to Collect Voice Specimen of ED Officials) ৷ প্রশ্ন উঠছে, কেন ইডি আধিকারিকদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় কলকাতা পুলিশ ? লালবাজার সূত্রে খবর, 2021 সালে কালীঘাট থানায় একটি অভিযোগ দায়ের হয় ৷ একটি অডিয়ো টেপের সত্যতা যাচাই করতে ওই অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee) ৷ সেই অভিযোগের তদন্তের প্রেক্ষিতেই লালবাজারের গোয়েন্দা বিভাগ ইডি আধিকারিকদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় ৷
কিন্তু ওই অডিয়ো টেপের সঙ্গে ইডি-র সম্পর্ক কী, উঠছে সেই প্রশ্নও ৷ সূত্রের খবর, ইডির আধিকারিক পরিচয়ে তিনজনের কথোপকথন ছিল ওই অডিয়ো টেপে ৷ সেখানে আলোচনা চলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ৷ সেই কারণেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ৷ তাঁর তরফে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হলেও পরে তদন্তভার গ্রহণ করে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ তদন্তে নেমে ইডির তিন আধিকারিককে সমন পাঠানো হয় লালবাজারের তরফে ৷ কিন্তু তাঁরা আসেননি ৷ তাই এবার পরবর্তী পদক্ষেপ হিসেবে ওই তিন আধিকারিকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় লালবাজার ৷
সেই কারণেই আদালতের দ্বারস্থ হতে চায় তারা ৷ লালবাজার সূত্রে খবর, একজন ম্যাজিস্ট্রেট এবং রাজ্যের ফরেনসিক পরীক্ষাগারের ডিরেক্টরের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হোক বলে আদালতে জানাতে চলেছেন গোয়েন্দারা । তাঁদের ধারণা, আদালত নির্দেশ দিলে ইডির ওই আধিকারিকরা অবশ্যই সহযোগিতা করবেন ৷
আরও পড়ুন : Cyber Crime: পড়ুয়াদের সাইবার অপরাধ নিয়ে সচেতন করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা লালবাজারের