কলকাতা, 2 ফেব্রুয়ারি: কলকাতা পুলিশের নগরপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর সকল বিষয়কেই প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে রাখার কথা বলেছিলেন নগরপাল বিনীত গোয়েল। কলকাতা পুলিশের কন্ট্রোল রুমকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গড়ে তোলার পাশাপাশি এবার ট্রাফিক বিভাগে একাধিক পরিবর্তন করতে চলেছে লালবাজার (Fine Taken Online Kolkata Police)।
শহরের রাস্তায় বেপরোয়া ও বিনা অনুমতিতে চলাচল করা গাড়িগুলিকে জরিমানা করতে প্রযুক্তির সাহায্য নিতে চলেছে কলকাতা পুলিশ। বিনা হেলমেটে চলাচল করা মোটরবাইক আরোহী থেকে শুরু করে ট্রাফিক আইন অমান্যকারী গাড়িকে চিহ্নিত করে আইনি পদক্ষেপ এবার নেবে সিসিটিভি ক্যামেরা। সেই মতো সিসিটিভি ক্যামেরাগুলিকে প্রযুক্তিগত আরও উন্নত করতে চলেছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন: শিশুদের স্কুলমুখী করতে উদ্যোগী কলকাতা পৌরনিগম
ইতিমধ্যেই রাত্রে ট্রাফিকের জরিমানার যে টাকার অঙ্ক ছিল তা একধাক্কায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আর সেই জরিমানার টাকা আদায় করতে যাতে ট্রাফিক পুলিশ কর্মীদের কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হতে হয় তার জন্য নজর রাখতে হবে স্থানীয় থানাগুলিকে। লালবাজার সূত্রের খবর, ট্রাফিক জরিমানা টাকার অঙ্ক একধাপে অনেক গুণ বৃদ্ধি পাওয়ার পরে রাস্তায় তার কী প্রভাব পড়ছে, তার উপর নজরদারি করতে বলা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা দেওয়ার জন্য শহরের 25টি ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জদের নির্দেশ দিয়েছে লালবাজার।