কলকাতা, 30 ডিসেম্বর : বর্ষবরণ নিয়ে তৎপর কলকাতা পুলিশ (kolkata police taking special steps to increase security at 31st night) । আগামিকাল, 31 ডিসেম্বর বিকেল সাড়ে চারটে থেকে পার্ক স্ট্রিট-সহ সারা শহরে মোতায়েন থাকছে প্রায় 3000 পুলিশ কর্মী । নিরাপত্তার ব্যবস্থা ঠিক রাখতে পার্ক স্ট্রিট চত্বরকে 5টি সেক্টরে ভাগ করে দিয়েছে লালবাজার । প্রতি সেক্টরে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক । তাঁর অধীনে থাকবেন চারজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক ।
বড়দিনের মতো 31 ডিসেম্বর বিকেল থেকেই পার্ক স্ট্রিটের ভিড় সামলাতে দেখা যাবে পুলিশকে । মোট 20টি বাইকে টহল দেবে মোবাইল পেট্রোলিং সেল । তাছাড়াও থাকছে দু’টি কুইক রেসপন্স টিম । গোটা পার্ক স্ট্রিট চত্বরে রাখা হয়েছে 11টি ওয়াচ টাওয়ার । পার্ক স্ট্রিট থানা চত্বরে রাখা হচ্ছে চারটি হেভি রেডিও ফ্ল্যাইং স্কোয়াডের গাড়ি । কোথাও কোনও গোলমালের খবর এলে এই হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন ।
এছাড়া কলকাতা শহরে 31 ডিসেম্বর বিকেল থেকেই 22টি পিসিআর ভ্যান ঘুরবে । সড়কপথের পাশাপাশি জলপথেও নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে কলকাতা পুলিশ । কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশের দু’টি হাইটেক স্পিড বোট গঙ্গাবক্ষে টহল দেবে । বিশেষ করে যেহেতু বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বরের ফেরিঘাটগুলিও কলকাতা পুলিশের ট্রাফিক পুলিশের অন্তর্গত, ফলে সেখানেও বিশেষ নজরদারি চালাবে কলকাতা ট্রাফিক পুলিশ ।
আজ রাত থেকেই শহরে 97টি চেকিং পয়েন্টে নাকা চেকিং চলবে । 7টি অ্যাম্বুল্যান্স এবং দু’টি ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স পার্ক স্ট্রিট চত্বরে মোতায়েন থাকবে । গোটা শহরে মোট 126টি পুলিশ পিকেট বসানো হয়েছে । পার্ক স্ট্রিট চত্বরে একটি অস্থায়ী কন্ট্রোল রুম খোলা হয়েছে । এই কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন দু’জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক ।
আরও পড়ুন : Kolkata Metro : বর্ষবরণে যাত্রীর চাপ সামলাতে তৎপর কলকাতা মেট্রো
তারা সরাসরি পার্ক স্ট্রিটের পরিস্থিতি পৌঁছে দেবে লালবাজারে । লালবাজার থেকে গোটা ঘটনার মনিটরিং করবে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা সরকার । কলকাতা পুলিশের ব়্যাপিড অ্যাকশন ফোর্সকে তৈরি থাকতে বলা হয়েছে । পরিস্থিতি বুঝে ড্রোন উড়িয়েও গোটা নিরাপত্তা ব্যবস্থার তদারকি ও করতে পারে লালবাজার ।