ETV Bharat / city

Nirbhaya Project by Kolkata Police : নির্ভয়া কাণ্ড এড়াতে বিশেষ পদক্ষেপ কলকাতা পুলিশের - Kolkata Police starts Nirbhaya Project

তিলোত্তমায় মহিলাদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ । আলিপুরের বডিগার্ড লাইনে ‘নির্ভয়া প্রজেক্ট’-এর উদ্বোধন করলেন নগরপাল বিনীত গোয়েল (Nirbhaya Project) ।

Nirbhaya Project
নির্ভয়া কাণ্ড এড়াতে বিশেষ পদক্ষেপ কলকাতা পুলিশের
author img

By

Published : Apr 16, 2022, 10:26 PM IST

কলকাতা, 16 এপ্রিল : নির্ভয়া কাণ্ডের ছায়া যাতে এরাজ্যে না পড়ে, অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ । আলিপুরের বডিগার্ড লাইনে ‘নির্ভয়া প্রজেক্ট’-এর উদ্বোধন করলেন নগরপাল বিনীত গোয়েল । অনুষ্ঠানে ছিলেন কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা (Kolkata Police starts Nirbhaya Project) ।

জানা গিয়েছে, এই নির্ভয়া প্রজেক্ট-এর অন্তর্গত মোট 32টি গাড়ি উদ্বোধন করা হয় । তারমধ্যে 10টি গাড়ি হল মোবাইল ইনভেস্টিগেশন ভ্যান । তাছাড়াও রয়েছে 18টি মোবাইল টয়লেট এবং 4টি মোবাইল কিচেন । মূলত দিল্লির নির্ভয়া কাণ্ড সামনে আসার পর দেশব্যাপী একটি কমিটি বেশ কিছু ব্যবস্থাপনার জন্য সুপারিশ করেছিল । তারমধ্যে অন্যতম ছিল রাস্তায় আলো এবং পুলিশি নজরদারি বাড়ানো ।

লালবাজার সূত্রের খবর, মোবাইল ইনভেস্টিগেশন ফ্যানের মধ্যে থাকবে অত্যাধুনিক মানের যন্ত্রপাতি । যেই থানা এলাকায় সংশ্লিষ্ট মোবাইল ইনভেস্টিগেশন ভ্যান টহলরত থাকবে সেই থানা এলাকায় কোনও অপরাধমূলক কর্মকাণ্ড হলে সরাসরি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি ঘটনাস্থলের ছবি, ভিডিও-সহ কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে পাঠাবে ।

আরও পড়ুন : এই গাড়িটি মহিলাদের সম্মান করতে জানে

একইসঙ্গে থাকবে উন্নত প্রযুক্তির ফোন । এই ফোনের মাধ্যমে 24 ঘণ্টাই লালবাজার এবং স্থানীয় থানার সঙ্গে সমন্বয় সাধন করে চলতে পারবেন টহলরত পুলিশকর্মীরা । এদিন একটি ডায়াগনস্টিক সেন্টারেরও উদ্বোধন করা হয়েছে । তবে এই সেন্টারটি বরাদ্দ থাকছে কলকাতা পুলিশ কর্মীদের জন্য ।

কলকাতা, 16 এপ্রিল : নির্ভয়া কাণ্ডের ছায়া যাতে এরাজ্যে না পড়ে, অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ । আলিপুরের বডিগার্ড লাইনে ‘নির্ভয়া প্রজেক্ট’-এর উদ্বোধন করলেন নগরপাল বিনীত গোয়েল । অনুষ্ঠানে ছিলেন কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা (Kolkata Police starts Nirbhaya Project) ।

জানা গিয়েছে, এই নির্ভয়া প্রজেক্ট-এর অন্তর্গত মোট 32টি গাড়ি উদ্বোধন করা হয় । তারমধ্যে 10টি গাড়ি হল মোবাইল ইনভেস্টিগেশন ভ্যান । তাছাড়াও রয়েছে 18টি মোবাইল টয়লেট এবং 4টি মোবাইল কিচেন । মূলত দিল্লির নির্ভয়া কাণ্ড সামনে আসার পর দেশব্যাপী একটি কমিটি বেশ কিছু ব্যবস্থাপনার জন্য সুপারিশ করেছিল । তারমধ্যে অন্যতম ছিল রাস্তায় আলো এবং পুলিশি নজরদারি বাড়ানো ।

লালবাজার সূত্রের খবর, মোবাইল ইনভেস্টিগেশন ফ্যানের মধ্যে থাকবে অত্যাধুনিক মানের যন্ত্রপাতি । যেই থানা এলাকায় সংশ্লিষ্ট মোবাইল ইনভেস্টিগেশন ভ্যান টহলরত থাকবে সেই থানা এলাকায় কোনও অপরাধমূলক কর্মকাণ্ড হলে সরাসরি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি ঘটনাস্থলের ছবি, ভিডিও-সহ কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে পাঠাবে ।

আরও পড়ুন : এই গাড়িটি মহিলাদের সম্মান করতে জানে

একইসঙ্গে থাকবে উন্নত প্রযুক্তির ফোন । এই ফোনের মাধ্যমে 24 ঘণ্টাই লালবাজার এবং স্থানীয় থানার সঙ্গে সমন্বয় সাধন করে চলতে পারবেন টহলরত পুলিশকর্মীরা । এদিন একটি ডায়াগনস্টিক সেন্টারেরও উদ্বোধন করা হয়েছে । তবে এই সেন্টারটি বরাদ্দ থাকছে কলকাতা পুলিশ কর্মীদের জন্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.