কলকাতা, 14 জুলাই : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার কলকাতা পুলিশ চিঠি দিল কলকাতা পৌরনিগমকে । কলকাতা পৌরনিগমের যুগ্ম-কমিশনার পরিচয় দিয়ে শহরে বিভিন্ন প্রান্তে ভুয়া ভ্যাকসিনেশন ক্যাম্প চালায় দেবাঞ্জন দেব । সেই মামলার তদন্তে নেমে কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমারকে চিঠি পাঠাল কলকাতা পুলিশ । চিঠিতে বেশ কিছু বিষয়ে জানতে চাওয়া হয়েছে কলকাতা পৌরনিগমের কমিশনারের কাছে ।
কলকাতা পুলিশ পৌরনিগমের কাছে যে প্রশ্নগুলির উত্তর জানতে চেয়েছে সেগুলি হল-
1) দেবাঞ্জন দেবকে কলকাতা পৌরনিগম কোনও পরিচয়পত্র দিয়েছিল কি না ।
2) কলকাতা পৌরনিগমের কর্মী হিসেবে অথবা যুগ্ম কমিশনার হিসেবে দেবাঞ্জন দেবের নামে কোনও পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল কি না?
3) কলকাতা পৌরনিগমের কর্মী নন, এমন কাউকে পুরশ্রী বিবর্ধন যে লোগোটি কলকাতা পৌরনিগম ব্যবহার কর, সেই হলোগ্রামটি পৌরকর্তৃপক্ষ দিয়েছিল কি না ? দেবাঞ্জন দেবের হাতে কিভাবে সেই লোগটি গিয়েছিল ? পৌরনিগমের অন্দরমহলের কেউ দিয়েছিল কি ?
4) কসবার শান্তিপল্লিতে পৌরনিগমের কোনও স্পোর্টস অ্যাকাডেমি আছে কি ? সেই স্পোর্টস অকাডেমির নামে কোনও লেটার হেড ব্যবহার করত কি কলকাতা পৌরনিগম ?
5) তদন্ত করতে গিয়ে পুলিশ দেবাঞ্জন দেবের ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেসের যে ঠিকানা থেকে কলকাতা পৌরনিগমের হলোগ্রাম পায় । কলকাতা পৌরনিগম কি সেই ঠিকানার নামে কোনও ওয়ার্ক অর্ডার দিয়েছিল ?
6) শরণ্যা আঢ্য নামে কলকাতা পৌরনিগমে কোনও কর্মী কাজ করেন ? এই নামে কোনও ব্যক্তিকে কলকাতা পৌরনিগম সচিত্র পরিচয়পত্র দিয়েছিল ?
কলকাতা পৌরনিগমের কমিশনারের বিনোদ কুমারকে এবং বিশেষ কমিশনারের কাছে এই প্রশ্নগুলির উত্তর জানতে চেয়েছে কলকাতা পুলিশ ।
আইএএস ও কলকাতা পৌরনিগমের যুগ্ম কমিশনারের পরিচয় দিয়ে ভ্যাকসিন ক্যাম্প চালায় দেবাঞ্জন দেব । সাংসদ মিমি চক্রবর্তীর অভিযোগে প্রথমবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নজরে আসে প্রশাসনের । এর পরেই দেবাঞ্জন দেবকে গ্রেফতার করে পুলিশ ।