ETV Bharat / city

Christmas Security of Park Street : বড়দিনে পার্ক স্ট্রিটের নিরাপত্তায় নজর কলকাতা পুলিশের - Kolkata Police

বড়দিন থেকে ইংরেজি নতুন বছরের সূচনা ৷ প্রচুর মানুষ ভিড় জমান কলকাতার পার্ক স্ট্রিটে ৷ তাই ওই এলাকার নিরাপত্তা বাড়াচ্ছে কলকাতা পুলিশ (kolkata police increasing security of park street for Christmas) ৷

kolkata police increasing security of park street for christmas
Christmas Security of Park Street : বড়দিনে পার্ক স্ট্রিটের নিরাপত্তায় নজর কলকাতা পুলিশের
author img

By

Published : Dec 23, 2021, 7:56 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর : বড়দিন উপলক্ষে সেজে উঠেছে পার্ক স্ট্রিট । আর বড়দিনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তৎপর কলকাতা পুলিশও (kolkata police increasing security of park street for Christmas) ।

লালবাজার সূত্রের খবর, বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে থাকছেন প্রায় সাড়ে তিন থেকে চার হাজার পুলিশ কর্মী । থাকছেন হেভিরেডিও ফ্লাইং স্কোয়াডের জওয়ানরা । থাকছে 11টি ওয়াচ টাওয়ার । স্পেশাল অ্যাকশন ফোর্সের জওয়ানরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন ।

এছাড়া থাকছেন মহিলা পুলিশ কর্মীরা । গোটা পার্ক স্ট্রিট এলাকার নিরাপত্তার জন্য মোতায়েন থাকবেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । থাকছেন ওয়াচ সেকশনের গোয়েন্দারাও ।

বড়দিনে পার্ক স্ট্রিটের নিরাপত্তা

আরও পড়ুন : Coal Scam Case accused Bikash Mishra : বিকাশ মিশ্রের অসুস্থতা জানতে এইমসে যাবে সিবিআই

এছাড়া রাস্তায় থাকবেন ময়দান, পার্ক স্ট্রিট থানা, ভবানীপুর,কসবা-সহ একাধিক থানার অফিসার ইনচার্জরাও । নিরাপত্তার গোটা ছবি মনিটরিং করা হবে পার্ক স্ট্রিট থানা ও একটি অস্থায়ী পুলিশ বুথ থেকে । সেখানে থাকবেন চারজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের পুলিশ আধিকারিক । লালবাজার থেকে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) পুলিশি ব্যবস্থা পরিচালনা করবেন বলে জানা গিয়েছে ।

কলকাতা, 23 ডিসেম্বর : বড়দিন উপলক্ষে সেজে উঠেছে পার্ক স্ট্রিট । আর বড়দিনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তৎপর কলকাতা পুলিশও (kolkata police increasing security of park street for Christmas) ।

লালবাজার সূত্রের খবর, বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে থাকছেন প্রায় সাড়ে তিন থেকে চার হাজার পুলিশ কর্মী । থাকছেন হেভিরেডিও ফ্লাইং স্কোয়াডের জওয়ানরা । থাকছে 11টি ওয়াচ টাওয়ার । স্পেশাল অ্যাকশন ফোর্সের জওয়ানরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন ।

এছাড়া থাকছেন মহিলা পুলিশ কর্মীরা । গোটা পার্ক স্ট্রিট এলাকার নিরাপত্তার জন্য মোতায়েন থাকবেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । থাকছেন ওয়াচ সেকশনের গোয়েন্দারাও ।

বড়দিনে পার্ক স্ট্রিটের নিরাপত্তা

আরও পড়ুন : Coal Scam Case accused Bikash Mishra : বিকাশ মিশ্রের অসুস্থতা জানতে এইমসে যাবে সিবিআই

এছাড়া রাস্তায় থাকবেন ময়দান, পার্ক স্ট্রিট থানা, ভবানীপুর,কসবা-সহ একাধিক থানার অফিসার ইনচার্জরাও । নিরাপত্তার গোটা ছবি মনিটরিং করা হবে পার্ক স্ট্রিট থানা ও একটি অস্থায়ী পুলিশ বুথ থেকে । সেখানে থাকবেন চারজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের পুলিশ আধিকারিক । লালবাজার থেকে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) পুলিশি ব্যবস্থা পরিচালনা করবেন বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.