ETV Bharat / city

'হাইটেক' জুয়া চক্র, তিলজলায় ধৃত 5 - Kolkata police

88 নম্বর তিলজলা রোডে একটি ঘরে রীতিমতো রমরমা কারবার । যেখানে সিঙ্গল ডিজিট জুয়ার আসর বসেছিল ।

GAMBLING
'হাইটেক' জুয়া, তিলজলায় ধৃত 5
author img

By

Published : Dec 8, 2019, 1:46 AM IST

Updated : Dec 8, 2019, 2:57 AM IST

কলকাতা,8 ডিসেম্বর: রীতিমতো 'হাইটেক' কায়দায় চলছিল জুয়ার রমরমা কারবার । উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে চলছিল কারবার ৷ তাতেই সর্বস্বান্ত হচ্ছিলেন সাধারণ মানুষ । বিভিন্ন সূত্র মারফত খবর আসছিল পুলিশের কাছে । শুক্রবার রাতে তিলজলা রোডে চালানো হয় অভিযান । পর্দা ফাঁস হল জুয়া চক্রের । ঘটনায় গ্রেপ্তার হয়েছে পাঁচ জন ।

GAMBLING
পোশাকি নাম “লোটো" হলেও স্থানীয়ভাবেই চালানো হচ্ছিল চক্র

পোশাকি নাম “লোটো" হলেও স্থানীয়ভাবেই চালানো হচ্ছিল চক্র । প্রাথমিকভাবে পুলিশের ধারণা সেটাই । 88 নম্বর তিলজলা রোডে একটি ঘরে রীতিমতো রমরমিয়ে কারবার চলছিল । সেখানে সিঙ্গল ডিজিট জুয়ার আসর বসেছিল । নানা জায়গা থেকে জুয়াড়িরা ভিড় করছিল সেখানে ।

GAMBLING
ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

পুলিশের কাছে খবর পৌঁছাতেই চালানো হয় অভিযান । গ্রেপ্তার করা হয় মহম্মদ মুস্তাক আলম ওরফে আরমান (33), অশোক কুমার আগরওয়াল (44), মহম্মদ জাভেদ (30), মহম্মদ রইস আজম (55) এবং মহম্মদ জামশেদকে (29) । এর মধ্যে আরমানের বাড়ি কড়েয়া এলাকায় । বাকিরা তপসিয়া-তিলজলা এলাকার বাসিন্দা।

এই ঘটনায় যুক্ত রয়েছে সুজয় এবং সিউই নামে আরও দু'জন । তারা ঘটনাস্থল থেকে পালায় । পুলিশ কম্পিউটার সহ জুয়া সব সামগ্রী বাজেয়াপ্ত করেছে । উদ্ধার হয়েছে 12769 টাকা । এই জুয়ায় বড় কোনও চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

কলকাতা,8 ডিসেম্বর: রীতিমতো 'হাইটেক' কায়দায় চলছিল জুয়ার রমরমা কারবার । উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে চলছিল কারবার ৷ তাতেই সর্বস্বান্ত হচ্ছিলেন সাধারণ মানুষ । বিভিন্ন সূত্র মারফত খবর আসছিল পুলিশের কাছে । শুক্রবার রাতে তিলজলা রোডে চালানো হয় অভিযান । পর্দা ফাঁস হল জুয়া চক্রের । ঘটনায় গ্রেপ্তার হয়েছে পাঁচ জন ।

GAMBLING
পোশাকি নাম “লোটো" হলেও স্থানীয়ভাবেই চালানো হচ্ছিল চক্র

পোশাকি নাম “লোটো" হলেও স্থানীয়ভাবেই চালানো হচ্ছিল চক্র । প্রাথমিকভাবে পুলিশের ধারণা সেটাই । 88 নম্বর তিলজলা রোডে একটি ঘরে রীতিমতো রমরমিয়ে কারবার চলছিল । সেখানে সিঙ্গল ডিজিট জুয়ার আসর বসেছিল । নানা জায়গা থেকে জুয়াড়িরা ভিড় করছিল সেখানে ।

GAMBLING
ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

পুলিশের কাছে খবর পৌঁছাতেই চালানো হয় অভিযান । গ্রেপ্তার করা হয় মহম্মদ মুস্তাক আলম ওরফে আরমান (33), অশোক কুমার আগরওয়াল (44), মহম্মদ জাভেদ (30), মহম্মদ রইস আজম (55) এবং মহম্মদ জামশেদকে (29) । এর মধ্যে আরমানের বাড়ি কড়েয়া এলাকায় । বাকিরা তপসিয়া-তিলজলা এলাকার বাসিন্দা।

এই ঘটনায় যুক্ত রয়েছে সুজয় এবং সিউই নামে আরও দু'জন । তারা ঘটনাস্থল থেকে পালায় । পুলিশ কম্পিউটার সহ জুয়া সব সামগ্রী বাজেয়াপ্ত করেছে । উদ্ধার হয়েছে 12769 টাকা । এই জুয়ায় বড় কোনও চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

Intro:কলকাতা, 7 ডিসেম্বর: সংগঠিতভাবে চলছিল অপরাধ। রীতিমতো হাইটেক কায়দায় চলছিল জুয়ার রমরমা কারবার। তাতে সর্বশান্ত হচ্ছিলেন প্রচুর মানুষ। বিভিন্ন সূত্র মারফত খবর আসছিল পুলিশের কাছে। তারপরেই গত রাতে তিলজলা রোডে চালানো হয় অভিযান। পর্দা ফাঁস হয় হাইটেক জুয়া চক্রের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে।


Body:লোটো" বিদায় নিয়েছে বহুদিন আগেই। কিন্তু তা রয়েই গেছে তিলজলা এলাটায়! তবে এ লোটো, সেই লোটো নয়। পোশাকি নাম “লোটো" হলেও স্থানীয়ভাবেই চালানো হচ্ছিল চক্র। প্রাথমিকভাবে পুলিশের ধারণা সেটাই। 88 নম্বর তিলজলা রোডে একটি ঘরে রীতিমতো রমরমা কারবার। যেখানে সিঙ্গেল ডিজিট জুয়ার আসর বসেছিল। বেশ কিছুদিন ধরেই চলছিল এই কারবার। নানা জায়গা থেকে জুয়াড়িরা ভিড় করছিলেন সেখানে। পুলিশের কাছে খবর পৌঁছতে গতরাতে আটঘাট বেঁধে চালানো হয় অভিযান। তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় মহম্মদ মুস্তাক আলম ওরফে আরমান(33), অশোক কুমার আগরওয়াল(44), মহম্মদ জাভেদ( 30), মহম্মদ রইস আজম(55), এবং মহম্মদ জামশেদকে(29)। এর মধ্যে আরমানের বাড়ি কড়েয়া এলাকায়। বাকিরা তপসিয়া-তিনজলা এলাকার বাসিন্দা।



Conclusion:পুলিশ জেনেছে এই ঘটনায় যুক্ত রয়েছে সুজয় এবং সিউই নামে আরো দুজন। তারা পুলিশের অভিযান দেখে ঘটনাস্থল থেকে পালায়। পুলিশ কম্পিউটার সহ হাইটেক জুয়া চালানোর সব সামগ্রী বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হয়েছে 12769 টাকা। এই জুয়া স্থানীয় ভাবেই চলছিল নাকি এর সঙ্গে রয়েছে বড়সড় কোন চক্রের যোগ, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Last Updated : Dec 8, 2019, 2:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.