কলকাতা,8 ডিসেম্বর: রীতিমতো 'হাইটেক' কায়দায় চলছিল জুয়ার রমরমা কারবার । উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে চলছিল কারবার ৷ তাতেই সর্বস্বান্ত হচ্ছিলেন সাধারণ মানুষ । বিভিন্ন সূত্র মারফত খবর আসছিল পুলিশের কাছে । শুক্রবার রাতে তিলজলা রোডে চালানো হয় অভিযান । পর্দা ফাঁস হল জুয়া চক্রের । ঘটনায় গ্রেপ্তার হয়েছে পাঁচ জন ।
পোশাকি নাম “লোটো" হলেও স্থানীয়ভাবেই চালানো হচ্ছিল চক্র । প্রাথমিকভাবে পুলিশের ধারণা সেটাই । 88 নম্বর তিলজলা রোডে একটি ঘরে রীতিমতো রমরমিয়ে কারবার চলছিল । সেখানে সিঙ্গল ডিজিট জুয়ার আসর বসেছিল । নানা জায়গা থেকে জুয়াড়িরা ভিড় করছিল সেখানে ।
পুলিশের কাছে খবর পৌঁছাতেই চালানো হয় অভিযান । গ্রেপ্তার করা হয় মহম্মদ মুস্তাক আলম ওরফে আরমান (33), অশোক কুমার আগরওয়াল (44), মহম্মদ জাভেদ (30), মহম্মদ রইস আজম (55) এবং মহম্মদ জামশেদকে (29) । এর মধ্যে আরমানের বাড়ি কড়েয়া এলাকায় । বাকিরা তপসিয়া-তিলজলা এলাকার বাসিন্দা।
এই ঘটনায় যুক্ত রয়েছে সুজয় এবং সিউই নামে আরও দু'জন । তারা ঘটনাস্থল থেকে পালায় । পুলিশ কম্পিউটার সহ জুয়া সব সামগ্রী বাজেয়াপ্ত করেছে । উদ্ধার হয়েছে 12769 টাকা । এই জুয়ায় বড় কোনও চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।