ETV Bharat / city

Victoria Memorial: টিকিট বিক্রির টাকা নিয়ে চম্পট ! গ্রেফতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কর্মী

ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) টিকিট বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ ৷ ঘটনায় ভিক্টোরিয়ারই এক কর্মীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷

Kolkata Police arrest Victoria Memorial clerk in Misappropriation of Funds Case
Victoria Memorial: টিকিট বিক্রির টাকা নিয়ে চম্পট ! গ্রেফতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কর্মী
author img

By

Published : Aug 8, 2022, 7:27 PM IST

কলকাতা, 8 অগস্ট: টিকিট বিক্রির টাকা তছরুপের অভিযোগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) এক কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ ধৃতের নাম স্বপন দে ৷ হেস্টিংস থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ ওই ব্যক্তির বিরুদ্ধে প্রায় 13 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ম মেনে হিসাব মেলাতে গিয়েই নজর আসে বড়সড় গলদ ৷ দেখা যায়, টিকিট বিক্রি বাবদ যে টাকা ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের ভাঁড়ারে রয়েছে, তাতে 13 লক্ষ টাকার হদিশ পাওয়া যাচ্ছে না ৷ প্রসঙ্গত, টিকিট বিক্রির টাকা হিসাবের অন্তর্ভুক্ত করে গুছিয়ে রাখার দায়িত্ব ছিল স্বপন দে নামে এই ব্যক্তির উপরেই ৷ হিসাবে গরমিল থাকার বিষয়টি সামনে আসার পরই দেখা যায়, বেপাত্তা হয়ে গিয়েছেন স্বপন ! এই ঘটনা নজরে পড়তেই পুলিশের দ্বারস্থ হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ ৷ গত 15 জুলাই হেস্টিংস থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয় ৷

আরও পড়ুন: Bankura Post Master Arrest: গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ, পুলিশের জালে পোস্ট মাস্টার

তদন্ত শুরু হতেই স্বপনের ভূমিকা নিয়ে সন্দেহ হয় পুলিশের ৷ পরে বোঝা যায়, আদতে টিকিট বিক্রির টাকা নিয়েই চম্পট দিয়েছেন তিনি ৷ এরপরই স্বপনের খোঁজে শুরু হয় তল্লাশি ৷ অবশেষে সোমবার তাঁর হদিশ পাওয়া যায় ৷ এদিন তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কিছুক্ষণের মধ্যেই ধৃতকে পেশ করা হয় আলিপুর আদালতে ৷ স্বপনকে 20 অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট বিচারক ৷

ভিক্টোরিয়া মেমোরিয়াল সূত্রে জানা গিয়েছে, খাতায় কলমে স্বপন একজন ক্লার্ক বা কেরানি ৷ টিকিট বিক্রি সংক্রান্ত টাকার হিসাব রাখাই ছিল তাঁর প্রধান দায়িত্ব ৷ তবে, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে, নাকি স্বপন একাই সব টাকা আত্মসাৎ করেছেন, সেই বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ ৷ ধৃতকে জেরা করে এই বিষয়ে নিশ্চিত হতে চাইছে তারা ৷ সেই কারণেই এদিন আদালতে স্বপনকে পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয় ৷ সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারক পুলিশের আবেদন মঞ্জুর করেন ৷

কলকাতা, 8 অগস্ট: টিকিট বিক্রির টাকা তছরুপের অভিযোগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) এক কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ ধৃতের নাম স্বপন দে ৷ হেস্টিংস থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ ওই ব্যক্তির বিরুদ্ধে প্রায় 13 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ম মেনে হিসাব মেলাতে গিয়েই নজর আসে বড়সড় গলদ ৷ দেখা যায়, টিকিট বিক্রি বাবদ যে টাকা ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের ভাঁড়ারে রয়েছে, তাতে 13 লক্ষ টাকার হদিশ পাওয়া যাচ্ছে না ৷ প্রসঙ্গত, টিকিট বিক্রির টাকা হিসাবের অন্তর্ভুক্ত করে গুছিয়ে রাখার দায়িত্ব ছিল স্বপন দে নামে এই ব্যক্তির উপরেই ৷ হিসাবে গরমিল থাকার বিষয়টি সামনে আসার পরই দেখা যায়, বেপাত্তা হয়ে গিয়েছেন স্বপন ! এই ঘটনা নজরে পড়তেই পুলিশের দ্বারস্থ হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ ৷ গত 15 জুলাই হেস্টিংস থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয় ৷

আরও পড়ুন: Bankura Post Master Arrest: গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ, পুলিশের জালে পোস্ট মাস্টার

তদন্ত শুরু হতেই স্বপনের ভূমিকা নিয়ে সন্দেহ হয় পুলিশের ৷ পরে বোঝা যায়, আদতে টিকিট বিক্রির টাকা নিয়েই চম্পট দিয়েছেন তিনি ৷ এরপরই স্বপনের খোঁজে শুরু হয় তল্লাশি ৷ অবশেষে সোমবার তাঁর হদিশ পাওয়া যায় ৷ এদিন তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কিছুক্ষণের মধ্যেই ধৃতকে পেশ করা হয় আলিপুর আদালতে ৷ স্বপনকে 20 অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট বিচারক ৷

ভিক্টোরিয়া মেমোরিয়াল সূত্রে জানা গিয়েছে, খাতায় কলমে স্বপন একজন ক্লার্ক বা কেরানি ৷ টিকিট বিক্রি সংক্রান্ত টাকার হিসাব রাখাই ছিল তাঁর প্রধান দায়িত্ব ৷ তবে, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে, নাকি স্বপন একাই সব টাকা আত্মসাৎ করেছেন, সেই বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ ৷ ধৃতকে জেরা করে এই বিষয়ে নিশ্চিত হতে চাইছে তারা ৷ সেই কারণেই এদিন আদালতে স্বপনকে পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয় ৷ সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারক পুলিশের আবেদন মঞ্জুর করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.