কলকাতা, 19 ডিসেম্বর : কলকাতা পৌর নির্বাচন (KMC Election 2021) চলাকালীন শহরের নানা প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা সরকার ৷ এদিন শহরের দুই জায়গায় ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে বোমাবাজির ঘটনা ঘটে ৷ তাছাড়া, বড় কোনও অশান্তি হয়নি বলেই জানিয়েছেন শুভঙ্কর ৷ কোথাওই অশান্তির জেরে ভোটগ্রহণ পর্ব ব্যাহত হয়নি ৷ অশান্তি ছড়ানোর অভিযোগে সন্ধ্যা 6টা পর্যন্ত 195 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ পরে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন যুগ্ম নগরপাল (সদর) ৷
আরও পড়ুন : KMC Election 2021 :"কলকাতা এত নিরুত্তাপ নির্বাচন আগে দেখেনি", দাবি অতীনের
এদিন সকাল 10 টা নাগাদ এন্টালি থানা এলাকার টাকি স্কুলের সামনে বোমা বিস্ফোরণ ঘটে ৷ তাতে তিনজন জখম হন ৷ সেই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের সঙ্গীদেরও চিহ্নিত করা হয়েছে ৷ শীঘ্রই তাদেরও পাকড়াও করা হবে বলে জানিয়েছেন যুগ্ম নগরপাল (সদর) ৷ এছাড়া, বেলেঘাটা রোডেও দু’টি বোমা ফাটানো হয় ৷ তবে সেই ঘটনায় কেউ হতাহত হননি ৷
আরও পড়ুন : KMC Election 2021 : পৌরভোটে প্রশাসনের উপর আস্থা 48 নং ওয়ার্ডের বামপ্রার্থী অন্বেষা দাসের
পুলিশ সূত্রে জানানো হয়েছে, এদিন যখনই যেখান থেকে অশান্তির খবর এসেছে বা অভিযোগ উঠেছে, সঙ্গে সঙ্গে সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন ৷ তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে ৷ উত্তর কলকাতার শ্যামপুকুর থানা এলাকা ছাড়াও মধ্য কলকাতার বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোল হলেও কোথাওই তা বড় আকার নেয়নি ৷