ETV Bharat / city

এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন - কলকাতা কর্পোরেশন নির্বাচন

ইতিমধ্যেই কয়েকটি পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আর সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন ৷

kolkata municipal election
কলকাতা পৌর নির্বাচন
author img

By

Published : Jan 7, 2020, 12:25 PM IST

কলকাতা, 7 জানুয়ারি: সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহে হতে চলেছে কলকাতা পৌরনিগমের নির্বাচন। আইনি কোনও বাধা না থাকলেও ভোটের দিনক্ষণের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে এখনও কোনও লিখিত চিঠি পায়নি নির্বাচন কমিশন। তবে ইতিমধ্যেই ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।

কলকাতা কর্পোরেশন নির্বাচন

92টি পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের কাজ চলছে। ইতিমধ্যেই কয়েকটি পৌরসভা এবং পৌরনিগমে সেই কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কলকাতা সহ 92টি পৌরসভার সংরক্ষণের খসরা তালিকা 17 জানুয়ারি প্রকাশিত হতে চলেছে। নিয়ম অনুযায়ী 17 জানুয়ারির 10 সপ্তাহ পর ভোট হলে কোনও অসুবিধা নেই। অর্থাৎ 27 মার্চের পর যে কোনও দিন ভোট হতে পারে। সেই কারণেই মনে করা হচ্ছে যে এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন।

মার্চে শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপর প্রচারে কোনও বাধা থাকছে না। সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের 10 সপ্তাহের মধ্যে ভোট করা না গেলেও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে কোনও অসুবিধা নেই। তাই মার্চেই হয়তো কলকাতা পৌরনিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে । মাসের শেষ সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ হতে পারে মনোনয়ন প্রক্রিয়ার কাজ।

সাধারণত কলকাতা পৌরনিগমের সঙ্গে অন্য পৌরসভা এবং পৌরনিগমের নির্বাচন করা হয় না। 2014 সালেও কলকাতা পৌরনিগমের নির্বাচনের 15 দিন পর অন্য পৌরসভাগুলির নির্বাচন হয়েছিল। সব ঠিক থাকলে এবারও সেরকমটাই হতে পারে । এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতা পৌরনিগমের নির্বাচনের পর বাকি পৌরসভাগুলিতে এপ্রিলের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে। সূত্রের খবর, 25 এপ্রিলের আগেই প্রতিটি পৌরসভা এবং পৌরনিগমের নির্বাচন সেরে ফেলতে চায় রাজ্য। কারণ ওই দিন থেকেই শুরু হচ্ছে রমজান মাস। আর রমজান মাসে ভোট করানোর বিষয়ে আপত্তি রয়েছে তৃণমূল নেত্রীর। পাশাপাশি, কলকাতা পৌরনিগমের নির্বাচন আগে করানোর জন্য প্রশান্ত কিশোরও তাঁকে পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর।

কলকাতা, 7 জানুয়ারি: সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহে হতে চলেছে কলকাতা পৌরনিগমের নির্বাচন। আইনি কোনও বাধা না থাকলেও ভোটের দিনক্ষণের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে এখনও কোনও লিখিত চিঠি পায়নি নির্বাচন কমিশন। তবে ইতিমধ্যেই ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।

কলকাতা কর্পোরেশন নির্বাচন

92টি পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের কাজ চলছে। ইতিমধ্যেই কয়েকটি পৌরসভা এবং পৌরনিগমে সেই কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কলকাতা সহ 92টি পৌরসভার সংরক্ষণের খসরা তালিকা 17 জানুয়ারি প্রকাশিত হতে চলেছে। নিয়ম অনুযায়ী 17 জানুয়ারির 10 সপ্তাহ পর ভোট হলে কোনও অসুবিধা নেই। অর্থাৎ 27 মার্চের পর যে কোনও দিন ভোট হতে পারে। সেই কারণেই মনে করা হচ্ছে যে এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন।

মার্চে শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপর প্রচারে কোনও বাধা থাকছে না। সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের 10 সপ্তাহের মধ্যে ভোট করা না গেলেও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে কোনও অসুবিধা নেই। তাই মার্চেই হয়তো কলকাতা পৌরনিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে । মাসের শেষ সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ হতে পারে মনোনয়ন প্রক্রিয়ার কাজ।

সাধারণত কলকাতা পৌরনিগমের সঙ্গে অন্য পৌরসভা এবং পৌরনিগমের নির্বাচন করা হয় না। 2014 সালেও কলকাতা পৌরনিগমের নির্বাচনের 15 দিন পর অন্য পৌরসভাগুলির নির্বাচন হয়েছিল। সব ঠিক থাকলে এবারও সেরকমটাই হতে পারে । এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতা পৌরনিগমের নির্বাচনের পর বাকি পৌরসভাগুলিতে এপ্রিলের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে। সূত্রের খবর, 25 এপ্রিলের আগেই প্রতিটি পৌরসভা এবং পৌরনিগমের নির্বাচন সেরে ফেলতে চায় রাজ্য। কারণ ওই দিন থেকেই শুরু হচ্ছে রমজান মাস। আর রমজান মাসে ভোট করানোর বিষয়ে আপত্তি রয়েছে তৃণমূল নেত্রীর। পাশাপাশি, কলকাতা পৌরনিগমের নির্বাচন আগে করানোর জন্য প্রশান্ত কিশোরও তাঁকে পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর।

Intro:কলকাতা, 6 জানুয়ারি: সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহে হতে চলেছে কলকাতা কর্পোরেশন নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের চলছে এমনই জল্পনা। সে ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। রীতি অনুযায়ী ভোটের দিনক্ষণ এর ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে কোনো লিখিত চিঠি অবশ্য নির্বাচন কমিশন পায়নি। তবে কমিশনের ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরো দমে। এই মুহূর্তে 92 পৌরসভা এবং পৌর নিগমে আসন সংরক্ষণ এর কাজ চলছে। ইতিমধ্যেই বেশকিছু পৌরসভা এবং পৌরনিগমের সেই কাজ সম্পন্ন হয়েছে। কলকাতাসহ 92 কি পৌরসভা এবং প্রোগ্রামে আগামী 17 জানুয়ারি প্রকাশিত হতে চলেছে সংরক্ষণের খসরা তালিকা। নিয়ম অনুযায়ী ওইখান থেকে 10 সপ্তাহ পরে ভোট নিতে কোন অসুবিধা নেই। অর্থাৎ 27 মার্চের পরে যেকোনো দিন ভোট নেওয়া যেতে পারে। সেই সূত্রেই শোনা যাচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে কলকাতা কর্পোরেশন নির্বাচন।


Body:মার্চে শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপর আর প্রচারে কোনো বাধা নেই। সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের 10 সপ্তাহের মধ্যে ভোট করা যায় না ঠিকই, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে কোন অসুবিধা নেই। সেই সূত্রে মার্চ মাসে ঘোষণা করা হতে পারে কলকাতা কর্পোরেশনের নির্বাচনের দিনক্ষণ। মাসের শেষ সপ্তাহের মধ্যেই হয়ে যেতে পারে মনোনয়ন প্রক্রিয়া। ট্রাডিশন বলছে, কলকাতা কর্পোরেশনের সঙ্গে অন্য পৌরসভা এবং পৌর নিগমের নির্বাচন করা হয় না। তৃণমূলের ভোট স্ট‍্যাটিজিস্ট প্রশান্ত কিশোর ও কলকাতা কর্পোরেশনের নির্বাচনের আগে করার জন্য পরামর্শ দিয়েছেন। গত সপ্তাহের শেষ দিকে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে ভোটের ঢাকে কাঠি ফেলে দিয়েছেন প্রশান্ত। সেদিন তিনি কাউন্সিলরদের পরিচ্ছন্ন ইমেজ ও জনসংযোগের উপর জোর দিয়েছেন। পাশাপাশি কোনো ভাবেই পঞ্চায়েত ভোটের স্টাইলে নির্বাচন করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন।সূত্রের খবর তেমনটাই। বৈঠকে নাকি প্রশান্ত বলেছেন, “ ধরে নিন ফেব্রুয়ারি মাসে নির্বাচন। আগামী বছর এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন। নিজের স্বার্থে এমন কোনো কাজ করবেন না যাতে দলের ইমেজের ক্ষতি হয়।"


Conclusion:2014 সালেও কলকাতা পৌরসভার নির্বাচনের 15 দিন পরে অন্য পৌরসভা গুলির নির্বাচন হয়েছিল। সব ঠিক থাকলে সেই রীতি এবারও বজায় থাকবে। সূত্র জানাচ্ছে এর রাজনৈতিক কারণও রয়েছে। কলকাতা কর্পোরেশনের ভালো ফল করার জন্য বাম দলগুলি কংগ্রেস এবং বিজেপি কেউই তেমন কিছু করে উঠতে পারেনি। গত লোকসভা ভোটে কলকাতার বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে থাকলেও সমস্যা হবে না বলেই মনে করছে শাসক দল। তৃণমূলের অন্দরমহল কলকাতা কর্পোরেশনের ভালো ফলের বিষয়ে 100% আশাবাদী। প্রশান্ত কিশোরের হিসেবও তেমনটাই। আর কলকাতা কর্পোরেশনের ভালো ফল হলে অন্য পৌরসভা এবং পৌর নিগমগুলিকে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে। সেইসব চাই এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতা কর্পোরেশনের নির্বাচন করার পর বাকি পৌরসভা গুলিকে এপ্রিলের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সূত্র জানাচ্ছে, 25 এপ্রিলের আগেই সবকটি পৌরসভা এবং পুরো নিগমের নির্বাচন সেরে ফেলতে চায় রাজ্য। কারণ ওই দিন থেকে শুরু হচ্ছে রমজান মাস। রমজান মাসে ভোটের বিষয়ে আপত্তি রয়েছে তৃণমূল সুপ্রিমোর।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.