ETV Bharat / city

KMC to Increase Money Spending Limit : কমিশনার, মেয়র পরিষদদের টাকা খরচের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব আসছে কলকাতা পৌরনিগমে - টাকা খরচের ক্ষমতা বৃদ্ধি প্রস্তাব পাসের পথে কলকাতা পৌরনিগম

কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) এখন কে কত টাকা বরাদ্দ করতে পারেন, তা 1980 সালে তৈরি হওয়া কলকাতা পৌর আইন অনুসারে নির্ধারিত হয় । কিন্তু চার দশকের পুরনো আইন অনুযায়ী অর্থ বরাদ্দ করতে গিয়ে নানা সমস্যা হচ্ছে ৷ সেই সমস্যা সমাধানে নতুন প্রস্তাব আসছে বলে খবর ৷

kolkata municipal corporation wants to increase the limit on spending money
KMC to Increase Money Spending Limit : টাকা খরচের ক্ষমতা বৃদ্ধি প্রস্তাব পাসের পথে কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jan 24, 2022, 2:35 PM IST

কলকাতা, 24 জানুয়ারি : কয়েক দশকের পুরনো আইন । যার জেরে বর্তমানে বড় কাজ করার ক্ষেত্রে আর্থিক অনুমোদন পেতে বারবার সমস্যার সম্মুখীন হতে হয় । তাই কাজের গতি বাড়াতে পৌর কমিশনার, মেয়র পরিষদ ও পৌর বোর্ডের অর্থ বরাদ্দের ক্ষমতা বৃদ্ধির পথে হাঁটতে চলেছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷

চলতি মাসে পৌর অধিবেশনে এই সংক্রান্ত প্রস্তাব পাস করাতে পারে কলকাতার বর্তমান পৌর বোর্ড । তা পাস হয়ে গেলে নবান্নে পাঠানো হবে আইন সংশোধন করার জন্য ৷ কলকাতা পৌরনিগমের একটি সূত্রের তরফে এই দাবি করা হয়েছে ৷

কলকাতা পৌরনিগমের সূত্রে খবর, এখন কে কত টাকা বরাদ্দ করতে পারেন, তা 1980 সালে তৈরি হওয়া কলকাতা পৌর আইন অনুসারে নির্ধারিত হয় । এই আইন অনুসারে পৌর কমিশনার 5 লক্ষ টাকা, মেয়র পরিষদ 5 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত কাজের অর্থ বরাদ্দ করতে পারেন ৷ আর পৌর বোর্ডের হাতে 1 কোটি টাকার উপরে যে কোনও কাজের অর্থ বরাদ্দের ক্ষমতা আছে ।

বর্তমানে কলকাতা পৌরসভার আয়তন বেড়েছে । বেড়েছে পরিষেবার পরিসর । সব মিলিয়ে এখন সব কাজের খরচ অনেক । তাই 1980 সালের আইন মেনে এই টাকা বরাদ্দ করার ক্ষেত্রে বারবার সমস্যা হচ্ছে । কাজের গতি থমকে যাচ্ছে আইনের বেড়াজালে । তাই বর্তমান বোর্ড সিদ্ধান্ত নিয়েছে টাকা বরাদ্দের মাত্রা বাড়ানোর (kolkata municipal corporation wants to increase the limit on spending money) । এমনটাই খবর কলকাতা পৌরনিগম সূত্রে ৷

ওই সূত্রের দাবি, খরচের ক্ষমতা বাড়িয়ে করা হবে পৌর কমিশনারের ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা । মেয়র পরিষদদের ক্ষেত্রে পাঁচ কোটি টাকা এবং পাঁচ কোটি টাকার বেশি হলে সেটা পৌরবোর্ড অনুমোদন দিতে পারবে । মেয়রও নিজে 1 কোটি টাকা পর্যন্ত কাজের অর্থ বরাদ্দ করতে পারবেন ।

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের আধিকারিক জানান, 1980 সালের আইনে সেই সময় পৌরসভার কাজকর্মের কথা চিন্তা করে এই টাকার অঙ্কগুলো নির্দিষ্ট করা হয় । এখন কলকাতা বদলেছে । খরচ বেড়েছে । কাজ বেড়েছে । তাই ওই বরাদ্দ এখনকার কাজের সঙ্গে খাপ খায় না । ফলে কাজ করতে গেলে আইনি জটিলতা তৈরি হয় । সময় লাগে । উন্নয়নের কাজে যাতে বাধা না থাকে, সেই জন্য এই সংশোধন আনা করার সিদ্ধান্ত ।

আরও পড়ুন : KMC on Birth and Death Certificate : বাড়িতে বসেই মিলবে জন্ম ও মৃত্যু’র শংসাপত্র, উদ্যোগী কলকাতা পৌরনিগম

তবে এই নিয়ে কলকাতার মেয়র, ডেপুটি মেয়র বা মেয়র পারিষদদের কী বক্তব্য, তা জানা যায়নি ৷

কলকাতা, 24 জানুয়ারি : কয়েক দশকের পুরনো আইন । যার জেরে বর্তমানে বড় কাজ করার ক্ষেত্রে আর্থিক অনুমোদন পেতে বারবার সমস্যার সম্মুখীন হতে হয় । তাই কাজের গতি বাড়াতে পৌর কমিশনার, মেয়র পরিষদ ও পৌর বোর্ডের অর্থ বরাদ্দের ক্ষমতা বৃদ্ধির পথে হাঁটতে চলেছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷

চলতি মাসে পৌর অধিবেশনে এই সংক্রান্ত প্রস্তাব পাস করাতে পারে কলকাতার বর্তমান পৌর বোর্ড । তা পাস হয়ে গেলে নবান্নে পাঠানো হবে আইন সংশোধন করার জন্য ৷ কলকাতা পৌরনিগমের একটি সূত্রের তরফে এই দাবি করা হয়েছে ৷

কলকাতা পৌরনিগমের সূত্রে খবর, এখন কে কত টাকা বরাদ্দ করতে পারেন, তা 1980 সালে তৈরি হওয়া কলকাতা পৌর আইন অনুসারে নির্ধারিত হয় । এই আইন অনুসারে পৌর কমিশনার 5 লক্ষ টাকা, মেয়র পরিষদ 5 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত কাজের অর্থ বরাদ্দ করতে পারেন ৷ আর পৌর বোর্ডের হাতে 1 কোটি টাকার উপরে যে কোনও কাজের অর্থ বরাদ্দের ক্ষমতা আছে ।

বর্তমানে কলকাতা পৌরসভার আয়তন বেড়েছে । বেড়েছে পরিষেবার পরিসর । সব মিলিয়ে এখন সব কাজের খরচ অনেক । তাই 1980 সালের আইন মেনে এই টাকা বরাদ্দ করার ক্ষেত্রে বারবার সমস্যা হচ্ছে । কাজের গতি থমকে যাচ্ছে আইনের বেড়াজালে । তাই বর্তমান বোর্ড সিদ্ধান্ত নিয়েছে টাকা বরাদ্দের মাত্রা বাড়ানোর (kolkata municipal corporation wants to increase the limit on spending money) । এমনটাই খবর কলকাতা পৌরনিগম সূত্রে ৷

ওই সূত্রের দাবি, খরচের ক্ষমতা বাড়িয়ে করা হবে পৌর কমিশনারের ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা । মেয়র পরিষদদের ক্ষেত্রে পাঁচ কোটি টাকা এবং পাঁচ কোটি টাকার বেশি হলে সেটা পৌরবোর্ড অনুমোদন দিতে পারবে । মেয়রও নিজে 1 কোটি টাকা পর্যন্ত কাজের অর্থ বরাদ্দ করতে পারবেন ।

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের আধিকারিক জানান, 1980 সালের আইনে সেই সময় পৌরসভার কাজকর্মের কথা চিন্তা করে এই টাকার অঙ্কগুলো নির্দিষ্ট করা হয় । এখন কলকাতা বদলেছে । খরচ বেড়েছে । কাজ বেড়েছে । তাই ওই বরাদ্দ এখনকার কাজের সঙ্গে খাপ খায় না । ফলে কাজ করতে গেলে আইনি জটিলতা তৈরি হয় । সময় লাগে । উন্নয়নের কাজে যাতে বাধা না থাকে, সেই জন্য এই সংশোধন আনা করার সিদ্ধান্ত ।

আরও পড়ুন : KMC on Birth and Death Certificate : বাড়িতে বসেই মিলবে জন্ম ও মৃত্যু’র শংসাপত্র, উদ্যোগী কলকাতা পৌরনিগম

তবে এই নিয়ে কলকাতার মেয়র, ডেপুটি মেয়র বা মেয়র পারিষদদের কী বক্তব্য, তা জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.