ETV Bharat / city

Kolkata Municipal Corporation : মেট্রো টানেল ভরাটে বালিমাটি, আশির দশকের খেসারত দিতে রাজপথ খুঁড়ছে পৌরনিগম - metro tunnel

আশির দশকে তৈরি হয় মেট্রো টানেল ৷ সেই সময় দ্রুত তা ভরাটের কাজে ব্যবহৃত হয় বালিমাটি ৷ আর তার জেরেই একটু জল পেলেই ফুলে ফেঁপে উঠছে টানেল সংলগ্ন রাস্তা ৷ ঘটছে একাধিক দুর্ঘটনাও ৷ তাই ফের নতুন করে রাস্তা সারাইয়ের কাজ শুরু করল কলকাতা পৌরনিগম ৷ এই বিষয়ে কী বললেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ?

মেট্রো টানেল ভরাট
মেট্রো টানেল ভরাট
author img

By

Published : Aug 19, 2021, 7:55 AM IST

কলকাতা, 18 অগস্ট : প্রায় 35 বছর আগে মেট্রোর ভূগর্ভস্থ টানেল ভরাটের খেসারত দিয়ে চার কিমি রাজপথ খুঁড়ে নতুন করে তৈরি করছে কলকাতা পৌরনিগম ৷ কারণ হিসেবে পৌরনিগম জানিয়েছে, যতবারই মেট্রো টানেলের উপর দিয়ে চলা ওই রাস্তা মেরামত করা হচ্ছে ততবারই তা বেহাল হয়ে পড়ছে । তাই হাজরা থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত রাস্তা খুঁড়ে নতুন করে তৈরি করা হবে ।

এ বিষয়ে পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "মেট্রোর টানেল এমন বালিমাটি দিয়ে আশির দশকে ভরাট করা হয়েছিল যে, এখন জল ঢুকলেই তা ফুলে উঠছে । কিছুদিন পরে ফের তা নিচু হয়ে যাচ্ছে । তাই রাস্তা খুঁড়ে ওই বালিমাটি তুলে ফেলে দিয়ে ফের তা নতুন করে তৈরি করা হবে ।"

প্রথম দফায় হাজরা থেকে রাসবিহারী মোড় পর্যন্ত টালিগঞ্জমুখী রাস্তা খুঁড়ে তা মাটি দিয়ে ভরাট করে নতুন রাস্তা তৈরি হবে বলে জানান তিনি । আশির দশকে দক্ষিণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোডে মেট্রোর টানেল নির্মাণ হয় । পৌরনিগমের ইঞ্জিনিয়াররা জানান, মেট্রো টানেল ভরাটের সময় নিয়ম বহির্ভূতভাবে বালি মাটি দিয়ে ঠিকাদাররা তড়িঘড়ি কাজ সম্পূর্ণ করেন ৷

আরও পড়ুন : Metro Rail Service : মহরমে সংযত সংখ্যা, রবিবার ডাব্লুবিসিএস পরীক্ষার দিনে চলবে মেট্রো

গত কয়েকবছর ধরে জল ঢুকে এই রাস্তা ফুলে ওঠায় দুর্ঘটনা ঘটছে । বিশেষ করে কালীঘাট বুষ্টার পাম্পিং স্টেশনের পানীয় জল গড়িয়ে যাওয়ায় ট্রাম ডিপোর সামনের রাস্তায় এই সংকট প্রকট হয়ে উঠেছে । কয়েকবছর ধরে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পাশে, সার্দান অ্যাভিনিউয়ের সংযোগস্থল, মুদিয়ালি, টালিগঞ্জ ব্রিজ ও আনোয়ার শা রোডের মুখেও রাস্তার একই বেহাল দশা হচ্ছে ।

রাস্তার দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য রতন দে বলেন, "গত পাঁচ বছরে অন্তত সাতবার ওই রাস্তা নানাভাবে মেরামত করা হয়েছে । কিন্তু শেষে বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা করে রিপোর্ট পেয়ে মুখ্য প্রশাসক পুরনো রাস্তা খুঁড়ে নিচের বালিমাটি তুলে ফেলে দিয়ে নতুন করে তা তৈরির সিদ্ধান্ত নিয়েছেন ।"

আপাতত পৌরনিগমের জল সরবরাহের যে পাইপগুলি কালীঘাট বুষ্টার পাম্পিং স্টেশন থেকে বেরিয়েছে সেগুলি রাস্তার একদিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম ।

আরও পড়ুন : Lalbazar : ফাঁকিবাজি, ঘুষ নেওয়া আটকাতে নাইট পেট্রোলিং বাহিনীর উপর নজরদারি লালবাজারের

কলকাতা, 18 অগস্ট : প্রায় 35 বছর আগে মেট্রোর ভূগর্ভস্থ টানেল ভরাটের খেসারত দিয়ে চার কিমি রাজপথ খুঁড়ে নতুন করে তৈরি করছে কলকাতা পৌরনিগম ৷ কারণ হিসেবে পৌরনিগম জানিয়েছে, যতবারই মেট্রো টানেলের উপর দিয়ে চলা ওই রাস্তা মেরামত করা হচ্ছে ততবারই তা বেহাল হয়ে পড়ছে । তাই হাজরা থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত রাস্তা খুঁড়ে নতুন করে তৈরি করা হবে ।

এ বিষয়ে পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "মেট্রোর টানেল এমন বালিমাটি দিয়ে আশির দশকে ভরাট করা হয়েছিল যে, এখন জল ঢুকলেই তা ফুলে উঠছে । কিছুদিন পরে ফের তা নিচু হয়ে যাচ্ছে । তাই রাস্তা খুঁড়ে ওই বালিমাটি তুলে ফেলে দিয়ে ফের তা নতুন করে তৈরি করা হবে ।"

প্রথম দফায় হাজরা থেকে রাসবিহারী মোড় পর্যন্ত টালিগঞ্জমুখী রাস্তা খুঁড়ে তা মাটি দিয়ে ভরাট করে নতুন রাস্তা তৈরি হবে বলে জানান তিনি । আশির দশকে দক্ষিণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোডে মেট্রোর টানেল নির্মাণ হয় । পৌরনিগমের ইঞ্জিনিয়াররা জানান, মেট্রো টানেল ভরাটের সময় নিয়ম বহির্ভূতভাবে বালি মাটি দিয়ে ঠিকাদাররা তড়িঘড়ি কাজ সম্পূর্ণ করেন ৷

আরও পড়ুন : Metro Rail Service : মহরমে সংযত সংখ্যা, রবিবার ডাব্লুবিসিএস পরীক্ষার দিনে চলবে মেট্রো

গত কয়েকবছর ধরে জল ঢুকে এই রাস্তা ফুলে ওঠায় দুর্ঘটনা ঘটছে । বিশেষ করে কালীঘাট বুষ্টার পাম্পিং স্টেশনের পানীয় জল গড়িয়ে যাওয়ায় ট্রাম ডিপোর সামনের রাস্তায় এই সংকট প্রকট হয়ে উঠেছে । কয়েকবছর ধরে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পাশে, সার্দান অ্যাভিনিউয়ের সংযোগস্থল, মুদিয়ালি, টালিগঞ্জ ব্রিজ ও আনোয়ার শা রোডের মুখেও রাস্তার একই বেহাল দশা হচ্ছে ।

রাস্তার দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য রতন দে বলেন, "গত পাঁচ বছরে অন্তত সাতবার ওই রাস্তা নানাভাবে মেরামত করা হয়েছে । কিন্তু শেষে বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা করে রিপোর্ট পেয়ে মুখ্য প্রশাসক পুরনো রাস্তা খুঁড়ে নিচের বালিমাটি তুলে ফেলে দিয়ে নতুন করে তা তৈরির সিদ্ধান্ত নিয়েছেন ।"

আপাতত পৌরনিগমের জল সরবরাহের যে পাইপগুলি কালীঘাট বুষ্টার পাম্পিং স্টেশন থেকে বেরিয়েছে সেগুলি রাস্তার একদিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম ।

আরও পড়ুন : Lalbazar : ফাঁকিবাজি, ঘুষ নেওয়া আটকাতে নাইট পেট্রোলিং বাহিনীর উপর নজরদারি লালবাজারের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.