ETV Bharat / city

KMC : শিশুদের স্কুলমুখী করতে উদ্যোগী কলকাতা পৌরনিগম - Kolkata Municipal corporation is keen to send children to school

শিশুদের স্কুলমুখী করতে পরিকাঠামো তৈরি করতে সহায়তা চেয়ে কাউন্সিলরদের চিঠি দিলেন কলকাতা পৌরনিগমের মেয়র পরিষদ (শিক্ষা) সন্দীপন সাহা (KMC)। স্থানীয় এলাকায় এই কাজ করবেন সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা।

Endeavoring Child By KMC
Endeavoring Child By KMC
author img

By

Published : Feb 1, 2022, 10:13 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি : শিশুদের স্কুলে ফেরাতে উদ্যোগী কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation)। পরিকাঠামো তৈরি করতে সহায়তা চেয়ে কাউন্সিলরদের চিঠি দিলেন মেয়র পরিষদ (শিক্ষা) সন্দীপন সাহা (KMC)। দীর্ঘদিন ধরে স্কুলের মুখ দেখেনি ছাত্রছাত্রীরা । তাই রাতারাতি ক্লাস শুরু নয়, ছাত্রছাত্রীদের আগে স্কুলমুখী করতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগ । রাজ্য সরকার 'পাড়ায় শিক্ষালয়' যে ঘোষণা করেছে তা বাস্তবায়নের জন্য প্রতিটি পৌর প্রতিনিধিকে কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের তরফে চিঠি দেওয়া হয়েছে ।

কাউন্সিলরদের চিঠিতে জানানো হয়েছে একটি খোলামেলা জায়গা মাঠ বা উদ্যানের ব্যবস্থা করতে । যেখানে পুঁথিগত পঠন-পাঠন নয়, খেলার ছলে গান, আবৃত্তি, কবিতার মত বিষয় শেখানো হবে বাচ্চাদের । এর মধ্যে দিয়েই শিশুদের স্কুলে যাবার যে অভ্যাস সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল তা ধীরে ধীরে ফিরবে । এরপর রাজ্য সরকার যেদিন থেকে প্রাথমিক স্তরের স্কুল খোলার নির্দেশ দেবে সেই নির্দেশ অনুসারে কলকাতা পৌরনিগমের শিক্ষাবিভাগ পৌর প্রাথমিক স্কুলগুলি চালু করে দেবে । এই প্রকল্পে প্রাথমিক শিক্ষক যারা তারাই মূলত কাজটা করবে । তবে প্রকল্প বাস্তবায়নের জন্য যে পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামো তৈরি করতে সাহায্য করবেন সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা । এমনই আবেদন জানিয়ে চিঠি দেন কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা ।

আরও পড়ুন: খাল সংস্কারে বাধা বাম আমলে বেআইনি নির্মাণ, অভিযোগ ফিরহাদের

কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানান, "রাজ্যের শিক্ষামন্ত্রী যেদিন 'পাড়ায় শিক্ষালয়'-এর ঘোষণা করেছেন সেই নির্দেশ পাওয়ার পরই শিক্ষা বিভাগের বৈঠক হয় । পরিকল্পনা হয় রাতারাতি স্কুলমুখো করা যাবে না স্কুলছুট বাচ্চাদের । তাই আগে তাদের স্কুলমুখী করার অভ্যাস তৈরি করতে হবে । আর তার জন্যই গান, কবিতা, আবৃত্তির মধ্য দিয়ে খেলার ছলে তাদের খোলা জায়গায় পড়াশোনা করানো হবে ।"

কলকাতা, 1 ফেব্রুয়ারি : শিশুদের স্কুলে ফেরাতে উদ্যোগী কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation)। পরিকাঠামো তৈরি করতে সহায়তা চেয়ে কাউন্সিলরদের চিঠি দিলেন মেয়র পরিষদ (শিক্ষা) সন্দীপন সাহা (KMC)। দীর্ঘদিন ধরে স্কুলের মুখ দেখেনি ছাত্রছাত্রীরা । তাই রাতারাতি ক্লাস শুরু নয়, ছাত্রছাত্রীদের আগে স্কুলমুখী করতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগ । রাজ্য সরকার 'পাড়ায় শিক্ষালয়' যে ঘোষণা করেছে তা বাস্তবায়নের জন্য প্রতিটি পৌর প্রতিনিধিকে কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের তরফে চিঠি দেওয়া হয়েছে ।

কাউন্সিলরদের চিঠিতে জানানো হয়েছে একটি খোলামেলা জায়গা মাঠ বা উদ্যানের ব্যবস্থা করতে । যেখানে পুঁথিগত পঠন-পাঠন নয়, খেলার ছলে গান, আবৃত্তি, কবিতার মত বিষয় শেখানো হবে বাচ্চাদের । এর মধ্যে দিয়েই শিশুদের স্কুলে যাবার যে অভ্যাস সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল তা ধীরে ধীরে ফিরবে । এরপর রাজ্য সরকার যেদিন থেকে প্রাথমিক স্তরের স্কুল খোলার নির্দেশ দেবে সেই নির্দেশ অনুসারে কলকাতা পৌরনিগমের শিক্ষাবিভাগ পৌর প্রাথমিক স্কুলগুলি চালু করে দেবে । এই প্রকল্পে প্রাথমিক শিক্ষক যারা তারাই মূলত কাজটা করবে । তবে প্রকল্প বাস্তবায়নের জন্য যে পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামো তৈরি করতে সাহায্য করবেন সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা । এমনই আবেদন জানিয়ে চিঠি দেন কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা ।

আরও পড়ুন: খাল সংস্কারে বাধা বাম আমলে বেআইনি নির্মাণ, অভিযোগ ফিরহাদের

কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানান, "রাজ্যের শিক্ষামন্ত্রী যেদিন 'পাড়ায় শিক্ষালয়'-এর ঘোষণা করেছেন সেই নির্দেশ পাওয়ার পরই শিক্ষা বিভাগের বৈঠক হয় । পরিকল্পনা হয় রাতারাতি স্কুলমুখো করা যাবে না স্কুলছুট বাচ্চাদের । তাই আগে তাদের স্কুলমুখী করার অভ্যাস তৈরি করতে হবে । আর তার জন্যই গান, কবিতা, আবৃত্তির মধ্য দিয়ে খেলার ছলে তাদের খোলা জায়গায় পড়াশোনা করানো হবে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.