কলকাতা, 1 ফেব্রুয়ারি : শিশুদের স্কুলে ফেরাতে উদ্যোগী কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation)। পরিকাঠামো তৈরি করতে সহায়তা চেয়ে কাউন্সিলরদের চিঠি দিলেন মেয়র পরিষদ (শিক্ষা) সন্দীপন সাহা (KMC)। দীর্ঘদিন ধরে স্কুলের মুখ দেখেনি ছাত্রছাত্রীরা । তাই রাতারাতি ক্লাস শুরু নয়, ছাত্রছাত্রীদের আগে স্কুলমুখী করতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগ । রাজ্য সরকার 'পাড়ায় শিক্ষালয়' যে ঘোষণা করেছে তা বাস্তবায়নের জন্য প্রতিটি পৌর প্রতিনিধিকে কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের তরফে চিঠি দেওয়া হয়েছে ।
কাউন্সিলরদের চিঠিতে জানানো হয়েছে একটি খোলামেলা জায়গা মাঠ বা উদ্যানের ব্যবস্থা করতে । যেখানে পুঁথিগত পঠন-পাঠন নয়, খেলার ছলে গান, আবৃত্তি, কবিতার মত বিষয় শেখানো হবে বাচ্চাদের । এর মধ্যে দিয়েই শিশুদের স্কুলে যাবার যে অভ্যাস সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল তা ধীরে ধীরে ফিরবে । এরপর রাজ্য সরকার যেদিন থেকে প্রাথমিক স্তরের স্কুল খোলার নির্দেশ দেবে সেই নির্দেশ অনুসারে কলকাতা পৌরনিগমের শিক্ষাবিভাগ পৌর প্রাথমিক স্কুলগুলি চালু করে দেবে । এই প্রকল্পে প্রাথমিক শিক্ষক যারা তারাই মূলত কাজটা করবে । তবে প্রকল্প বাস্তবায়নের জন্য যে পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামো তৈরি করতে সাহায্য করবেন সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা । এমনই আবেদন জানিয়ে চিঠি দেন কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা ।
আরও পড়ুন: খাল সংস্কারে বাধা বাম আমলে বেআইনি নির্মাণ, অভিযোগ ফিরহাদের
কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানান, "রাজ্যের শিক্ষামন্ত্রী যেদিন 'পাড়ায় শিক্ষালয়'-এর ঘোষণা করেছেন সেই নির্দেশ পাওয়ার পরই শিক্ষা বিভাগের বৈঠক হয় । পরিকল্পনা হয় রাতারাতি স্কুলমুখো করা যাবে না স্কুলছুট বাচ্চাদের । তাই আগে তাদের স্কুলমুখী করার অভ্যাস তৈরি করতে হবে । আর তার জন্যই গান, কবিতা, আবৃত্তির মধ্য দিয়ে খেলার ছলে তাদের খোলা জায়গায় পড়াশোনা করানো হবে ।"