ETV Bharat / city

বেহাল নাগরিক পরিষেবা, ক্ষুব্ধ মেয়র, নির্দেশ দ্রুত নিষ্পত্তির - Kolkata mayor updated news

পৌর নিগমে জমে থাকা সমস্ত অভিযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে ৷ চলতি সপ্তাহের বুধবারের বৈঠক থেকে এমনই বার্তা দিলেন কলকাতা পৌর কমিশনার খালিল আহমেদ ৷ নাগরিক পরিষেবাকে আরও জোরদার করতে মেয়র ফিরহাদ হাকিম চালু করেছিলেন টক টু মেয়র । কিন্তু যথাযথ ব্যবস্থাপনার অভাবে বেহাল নাগরিক পরিষেবা ৷ টক টু মেয়রে জমে আছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ ৷ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন মেয়রও ৷ এরপরই সমস্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন পৌর কমিশনার ৷

জমে আছে অভিযোগ, ক্ষুব্ধ মেয়র
author img

By

Published : Nov 17, 2019, 9:40 PM IST

কলকাতা, 17 নভেম্বর : নাগরিক পরিষেবাকে উন্নত করতে মেয়র ফিরহাদ হাকিম চালু করেছিলেন 'টক টু মেয়র' । মেয়র পদে আসার পর থেকেই নাগরিক পরিষেবাকে আরও জোরদার করার জন্য উদ্যোগী হয়েছিলেন ফিরহাদ হাকিম ৷ জনসংযোগের পরিকাঠামোকে আরও দৃঢ় করার লক্ষেই শুরু হয়েছিল এই ব্যবস্থা ৷ বর্তমানে যথাযথ ব্যবস্থাপনার অভাবে বেহাল নাগরিক পরিষেবা ৷ 'টক টু মেয়র'-এ জমে আছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ ৷ সরাসরি অভিযোগ জানিয়েও বহু সমস্যার সমাধান হয়নি এখনও ৷ পৌর নিগমের বৈঠকে গতকাল পৌর কমিশনার খালিল আহমেদ পড়ে থাকা সমস্ত অভিযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন । একইসঙ্গে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেন পৌর কমিশনার খালিল আহমেদ ।

সরাসরি অভিযোগ জানিয়েও মিলছে না ৷ বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে 'টক টু মেয়র' । সুরাহা হচ্ছে না বলে অনেকে সরাসরি অভিযোগ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী দপ্তরে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রায় 150টি অভিযোগ পত্র এসে জমা পড়েছে কলকাতা পৌরনিগমে । এমনকি মেয়রকে পাঠানো একগুচ্ছ অভিযোগেরও কোনও সমাধান মেলেনি । গতকালের বৈঠকে খালিল আহমেদ পৌর আধিকারিকদের দ্রুত সমস্যার সমাধান করতে নির্দেশ দিয়েছেন । মেয়র ফিরহাদ হাকিম সরাসরি অভিযোগ শুনছেন ৷ কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না ।

চলতি সপ্তাহের বুধবার 'টক টু মেয়র' অনুষ্ঠানে ফিরহাদ হাকিম মেজাজ হারিয়ে ফেলেন পৌর আধিকারিকের উপর । পুকুর সংস্কার নিয়ে অভিযোগ জানানো হয়েছিল ৷ কাজ না হওয়াতে তাঁকে শো-কজ করার পর্যন্ত নির্দেশ দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম । যদিও পরে পৌর কমিশনার খালিল আহমেদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে বিষয়টি । মেয়রের কাছে আসা সমস্যাগুলির দ্রুত সমাধানের পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন কমিশনের খালিল আহমেদ ।

খালিল আহমেদ নির্দেশ দিয়েছেন 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে পৌর সচিবের কাছে । পৌরসচিব সেই রিপোর্ট জমা দেবেন কমিশনারের কাছে । পৌর কমিশনার সেই রিপোর্ট পাঠাবেন নবান্নে । মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আসা 150টি অভিযোগের দ্রুত মীমাংসা করতে হবে ৷ পাশাপাশি 'টক টু মেয়র'-এ জমে থাকা নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে । বুধবারের বৈঠকে এমনটাই জানান পৌর কমিশনার খালিল আহমেদ ৷

কলকাতা, 17 নভেম্বর : নাগরিক পরিষেবাকে উন্নত করতে মেয়র ফিরহাদ হাকিম চালু করেছিলেন 'টক টু মেয়র' । মেয়র পদে আসার পর থেকেই নাগরিক পরিষেবাকে আরও জোরদার করার জন্য উদ্যোগী হয়েছিলেন ফিরহাদ হাকিম ৷ জনসংযোগের পরিকাঠামোকে আরও দৃঢ় করার লক্ষেই শুরু হয়েছিল এই ব্যবস্থা ৷ বর্তমানে যথাযথ ব্যবস্থাপনার অভাবে বেহাল নাগরিক পরিষেবা ৷ 'টক টু মেয়র'-এ জমে আছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ ৷ সরাসরি অভিযোগ জানিয়েও বহু সমস্যার সমাধান হয়নি এখনও ৷ পৌর নিগমের বৈঠকে গতকাল পৌর কমিশনার খালিল আহমেদ পড়ে থাকা সমস্ত অভিযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন । একইসঙ্গে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেন পৌর কমিশনার খালিল আহমেদ ।

সরাসরি অভিযোগ জানিয়েও মিলছে না ৷ বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে 'টক টু মেয়র' । সুরাহা হচ্ছে না বলে অনেকে সরাসরি অভিযোগ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী দপ্তরে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রায় 150টি অভিযোগ পত্র এসে জমা পড়েছে কলকাতা পৌরনিগমে । এমনকি মেয়রকে পাঠানো একগুচ্ছ অভিযোগেরও কোনও সমাধান মেলেনি । গতকালের বৈঠকে খালিল আহমেদ পৌর আধিকারিকদের দ্রুত সমস্যার সমাধান করতে নির্দেশ দিয়েছেন । মেয়র ফিরহাদ হাকিম সরাসরি অভিযোগ শুনছেন ৷ কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না ।

চলতি সপ্তাহের বুধবার 'টক টু মেয়র' অনুষ্ঠানে ফিরহাদ হাকিম মেজাজ হারিয়ে ফেলেন পৌর আধিকারিকের উপর । পুকুর সংস্কার নিয়ে অভিযোগ জানানো হয়েছিল ৷ কাজ না হওয়াতে তাঁকে শো-কজ করার পর্যন্ত নির্দেশ দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম । যদিও পরে পৌর কমিশনার খালিল আহমেদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে বিষয়টি । মেয়রের কাছে আসা সমস্যাগুলির দ্রুত সমাধানের পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন কমিশনের খালিল আহমেদ ।

খালিল আহমেদ নির্দেশ দিয়েছেন 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে পৌর সচিবের কাছে । পৌরসচিব সেই রিপোর্ট জমা দেবেন কমিশনারের কাছে । পৌর কমিশনার সেই রিপোর্ট পাঠাবেন নবান্নে । মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আসা 150টি অভিযোগের দ্রুত মীমাংসা করতে হবে ৷ পাশাপাশি 'টক টু মেয়র'-এ জমে থাকা নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে । বুধবারের বৈঠকে এমনটাই জানান পৌর কমিশনার খালিল আহমেদ ৷

Intro: নাগরিক পরিষেবাকে উন্নত করতে মেয়র ফিরহাদ হাকিম ঘটা করে টক মেয়র চালু করেছিলেন। মেয়র পদে আসীন হওয়ার পরেই ফিরহাদ হাকিম নাগরিক পরিষেবা কে আরও উন্নত করতে জোর দেন। মানুষের সঙ্গে জনসংযোগ কে আরো দৃঢ় করতে টক টু মেয়রের সূচনা করেছিলেন। কিন্তু আজ সেই টক টু মেয়রে গুচ্ছ গুচ্ছ অভিযোগ পড়ে রয়েছে। মেয়রের কাছে সরাসরি অভিযোগ জানিয়েও বহু সমস্যার সমাধান হয়নি এখনো। ব্যবস্থার নেওয়ার অভাবেই পড়ে রয়েছে নাগরিক পরিষেবা বহু অভিযোগ। গতকাল শনিবার কলকাতা পৌর নিগমের বৈঠকে পুরো কমিশনার খালিল আহমেদ পড়ে থাকা সমস্ত অভিযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই সঙ্গেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন পৌর কমিশনার খালিল আহমেদ।


Body:সরাসরি অভিযোগ জানিয়ে সুরাহা হচ্ছে না এর ফলে টক টু মেয়রের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। টক টু মি ওরে বলে সুরাহা হচ্ছে না বলে অনেকে মুখ্যমন্ত্রী দপ্তরের সরাসরি অভিযোগ জানাছে। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে প্রায় দেড়শ টি কাছাকাছি অভিযোগ পত্র এসে জমা পড়েছে কলকাতা পৌরনিগমে। এমন কি মেয়রের পাঠানো একগুচ্ছ অভিযোগের কোন সমাধান হয়নি। এদিন বৈঠকে খালিল আহমেদ পুর আধিকারিকদের দ্রুত সমস্যার সমাধান করতে নির্দেশ দিয়েছেন। মেয়র ফিরহাদ হাকিম সরাসরি অভিযোগ শুনছেন কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। গত বুধবার টক টু মেয়র অনুষ্ঠানে ফিরহাদ হাকিম এক পুর আধিকারিকের অপর মেজাজ হারালেন। পুকুর সংস্কার নিয়ে অভিযোগ জানানো হয়েছিল কিন্তু কাজ না হওয়াতে তাকে শোকজ করার পর্যন্ত নির্দেশ দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। যদিও পড়ে পুরকমিশনার খলিলা আহমেদ বিষয়টি তে হস্তক্ষেপ করে নিয়ন্ত্রণে আনেন।মেয়রের কাছে আসা সমস্যা গুলিকে দ্রুত সমাধান করার লক্ষ্যেই দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন কমিশনের খালিল আহমেদ।


Conclusion:খালিল আহমেদ নির্দেশ দিয়েছেন 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে পুর সচিবের কাছে। পুরসচিব সেই রিপোর্ট জমা দেবেন কমিশনারের কাছে। পুর কমিশনার সেই রিপোর্ট পাঠাবেন নবান্নে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আসা দেড়শটি অভিযোগের দ্রুত মীমাংসা নির্দেশ যেমন করতে হবে তেমনি তিনি জানিয়েছেন টক টু মেয়র জমে থাকা নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.