ETV Bharat / city

ঘুচবে জমা জলের সমস্যা, তৈরি হবে নিকাশি নালার ডিজিটাল নকশা - Kolkata Drainage System

ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই শহরে বহু জায়গাতেই নিকাশি নালার মধ্য দিয়ে পানীয় জলের পাইপ গেছে । এই সমস্যা দূর করতেই তৈরি করা হবে নিকাশি নালার ডিজিটাল নকশা । খড়গপুর IIT ও যাদবপুর ইঞ্জিনিয়রিং বিভাগকে এই ডিজিটাল নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ।

Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Aug 26, 2020, 10:12 PM IST

কলকাতা, 26 অগাস্ট : কলকাতা জুড়ে নিকাশি নালার নতুন ডিজিটাল নকশা তৈরি হতে চলেছে । কলকাতার 144 টি ওয়ার্ড নিয়ে এই নতুন ডিজিটাল নকশা তৈরি করা হবে । এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । খড়গপুর IIT ও যাদবপুর ইঞ্জিনিয়রিং বিভাগকে এই ডিজিটাল নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে । এই নকশা তৈরি হতে এক বছর সময় লাগবে । বর্ষার জল জমার সমস্যাকে চিরতরে দূর করতেই এই নতুন ডিজিটাল নিকাশি নালার নকশা তৈরি করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কলকাতায় অল্প বৃষ্টিতেই জল জমে যায় । কলকাতার খিদিরপুর থেকেই শুরু হচ্ছে এই প্রথম ডিজিটাল নকশা তৈরি করার কাজ ।

কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জল জমার সমস্যা দূর করতে নিকাশি নালার ডিজিটাল নকশা তৈরি করার নির্দেশ দেন । খিদিরপুরে বড় একটি বড় নর্দমা তৈরির কাজ শুরু হয়েছে । কাজ করতে গিয়ে দেখা যায় নিকাশি নালার মধ্যে দিয়েই জলের লাইনের পাইপ গেছে । ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই শহরে বহু জায়গাতেই নিকাশি নালার মধ্য দিয়ে পানীয় জলের পাইপ গেছে । শুধু খিদিরপুরের নয় গিরিশ পার্ক, মুরারি পুকুর, মুক্তারাম বাবু স্ট্রিট বহু জায়গাতেই একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পৌর কর্তাদের ।

Kolkata Municipal Corporation
জল জমে আছে রাস্তার ধারে

নিকাশি নালার কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে ভূগর্ভস্থ দেড় ফুটের নিকাশি নালার পাশ দিয়ে গেছে একফুটের পানীয় জলের পাইপ । নিকাশি নালার কাজ করতে গেলে পানীয় জলের পাইপ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে । এই অবস্থায় কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পৌর আধিকারিকদের । অন্যদিকে শহরে জনবসতি বৃদ্ধি পেয়েছে । শহর জুড়ে তৈরি হচ্ছে নতুন নতুন বাড়ি ও ফ্ল্যাট । ফলে সহজেই জল জমে যাচ্ছে । ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিকাশি ব্যবস্থাকে নতুন ভাবে তৈরি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পৌর কর্তাদের ।

আরও পড়ুন : সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকা

এরপরই কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম নির্দেশ দেন নতুন করে ডিজিটাল নিকাশি নালার নকশা তৈরি করতে হবে । আধুনিক ডিজিটাল নকশা তৈরি হলে নিকাশি নালার কাজ করতে সুবিধা হবে । কোন কোন নিকাশি নালার মধ্যে দিয়ে পানীয় জলের লাইন গেছে, তার স্পষ্ট একটি ছবি পাওয়া যাবে । কলকাতায় কোথায় কত জল জমে এবং নিকাশি নালাগুলির মাপ কত রয়েছে তা জানা গেলে সেই মতো ব্যবস্থা নিয়ে নতুন করে নিকাশি নালার তৈরি করা হবে ।

কলকাতা পৌর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তারক সিং জানিয়েছেন, "মাটির নীচে নিকাশি নালার কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে । কোথায় ম্যানহোল রয়েছে , কোথায় পানীয় জলের লাইন গেছে সেটা সবসময় আগের থেকে বোঝা যায় না । মাটি খুঁড়ে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে । কলকাতা একাধিক রাস্তায় নিকাশি নালার পাইপের সঙ্গেই গেছে পানীয় জলের লাইন । সেই ক্ষেত্রে মেট্রো রেলের লাইন যে এলাকা দিয়ে গেছে সেখানে কাজ করতে সুবিধা হয় । মেট্রো রেলের কাজ করার সময় একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল । তাই কলকাতার জল জমার সমস্যা দূর করতে গেলে আগে শহর জুড়ে নিকাশি নালার বর্তমান চিত্রটা তুলে ধরা অত্যন্ত প্রয়োজন ।"

কলকাতা, 26 অগাস্ট : কলকাতা জুড়ে নিকাশি নালার নতুন ডিজিটাল নকশা তৈরি হতে চলেছে । কলকাতার 144 টি ওয়ার্ড নিয়ে এই নতুন ডিজিটাল নকশা তৈরি করা হবে । এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । খড়গপুর IIT ও যাদবপুর ইঞ্জিনিয়রিং বিভাগকে এই ডিজিটাল নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে । এই নকশা তৈরি হতে এক বছর সময় লাগবে । বর্ষার জল জমার সমস্যাকে চিরতরে দূর করতেই এই নতুন ডিজিটাল নিকাশি নালার নকশা তৈরি করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কলকাতায় অল্প বৃষ্টিতেই জল জমে যায় । কলকাতার খিদিরপুর থেকেই শুরু হচ্ছে এই প্রথম ডিজিটাল নকশা তৈরি করার কাজ ।

কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জল জমার সমস্যা দূর করতে নিকাশি নালার ডিজিটাল নকশা তৈরি করার নির্দেশ দেন । খিদিরপুরে বড় একটি বড় নর্দমা তৈরির কাজ শুরু হয়েছে । কাজ করতে গিয়ে দেখা যায় নিকাশি নালার মধ্যে দিয়েই জলের লাইনের পাইপ গেছে । ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই শহরে বহু জায়গাতেই নিকাশি নালার মধ্য দিয়ে পানীয় জলের পাইপ গেছে । শুধু খিদিরপুরের নয় গিরিশ পার্ক, মুরারি পুকুর, মুক্তারাম বাবু স্ট্রিট বহু জায়গাতেই একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পৌর কর্তাদের ।

Kolkata Municipal Corporation
জল জমে আছে রাস্তার ধারে

নিকাশি নালার কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে ভূগর্ভস্থ দেড় ফুটের নিকাশি নালার পাশ দিয়ে গেছে একফুটের পানীয় জলের পাইপ । নিকাশি নালার কাজ করতে গেলে পানীয় জলের পাইপ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে । এই অবস্থায় কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পৌর আধিকারিকদের । অন্যদিকে শহরে জনবসতি বৃদ্ধি পেয়েছে । শহর জুড়ে তৈরি হচ্ছে নতুন নতুন বাড়ি ও ফ্ল্যাট । ফলে সহজেই জল জমে যাচ্ছে । ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিকাশি ব্যবস্থাকে নতুন ভাবে তৈরি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পৌর কর্তাদের ।

আরও পড়ুন : সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকা

এরপরই কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম নির্দেশ দেন নতুন করে ডিজিটাল নিকাশি নালার নকশা তৈরি করতে হবে । আধুনিক ডিজিটাল নকশা তৈরি হলে নিকাশি নালার কাজ করতে সুবিধা হবে । কোন কোন নিকাশি নালার মধ্যে দিয়ে পানীয় জলের লাইন গেছে, তার স্পষ্ট একটি ছবি পাওয়া যাবে । কলকাতায় কোথায় কত জল জমে এবং নিকাশি নালাগুলির মাপ কত রয়েছে তা জানা গেলে সেই মতো ব্যবস্থা নিয়ে নতুন করে নিকাশি নালার তৈরি করা হবে ।

কলকাতা পৌর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তারক সিং জানিয়েছেন, "মাটির নীচে নিকাশি নালার কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে । কোথায় ম্যানহোল রয়েছে , কোথায় পানীয় জলের লাইন গেছে সেটা সবসময় আগের থেকে বোঝা যায় না । মাটি খুঁড়ে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে । কলকাতা একাধিক রাস্তায় নিকাশি নালার পাইপের সঙ্গেই গেছে পানীয় জলের লাইন । সেই ক্ষেত্রে মেট্রো রেলের লাইন যে এলাকা দিয়ে গেছে সেখানে কাজ করতে সুবিধা হয় । মেট্রো রেলের কাজ করার সময় একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল । তাই কলকাতার জল জমার সমস্যা দূর করতে গেলে আগে শহর জুড়ে নিকাশি নালার বর্তমান চিত্রটা তুলে ধরা অত্যন্ত প্রয়োজন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.