ETV Bharat / city

Jai Hind Bhawan Community Hall Corruption: জয় হিন্দ ভবন দুর্নীতিতে এফআইআর কলকাতা পৌরনিগমের

মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) কমিউনিটি হল (জয় হিন্দ ভবন) ভাড়া দেওয়া নিয়ে দুর্নীতির ঘটনায় এফআইআর করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation)৷ মঙ্গলবার গোটা ঘটনা প্রতিবেদনের আকারে প্রকাশ করেছিল ইটিভি ভারত ৷ তারপরই এই পদক্ষেপ ৷

1
1
author img

By

Published : Jun 8, 2022, 9:00 PM IST

Updated : Jun 8, 2022, 9:21 PM IST

কলকাতা, 8 জুন: ইটিভি ভারতের খবরের জের ৷ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) কমিউনিটি হল (জয় হিন্দ ভবন) ভাড়া দেওয়া নিয়ে দুর্নীতির ঘটনায় এবার অভিযোগ দায়ের করল পৌর কর্তৃপক্ষ ৷ সূত্রের খবর, বুধবার স্থানীয় কালীঘাট থানায় এই বিষয়ে এফআইআর করা হয়েছে ৷ এদিন সকালে কলকাতার পৌর কমিশনার বিনোদ কুমার 9 নম্বর বরোর এগজিকিউটিভ ইঞ্জিনিয়রকে ফোন করে এই বিষয়ে অভিযোগ জানানোর কথা বলেন। সেই নির্দেশ পাওয়ার পরই তড়িঘড়ি কালীঘাট থানায় পৌঁছে যান ওই আধিকারিক ৷ তিনি লিখিতভাবে পুলিশের কাছে অভিযোগপত্র জমা করেন ৷ তাতে মূল অভিযুক্ত অসিত সাহাকেই কাঠগড়ায় তোলা হয়েছে ৷ উল্লেখ্য, এই ঘটনায় আগেই ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছিল ৷

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে কলকাতা পৌরনিগমের কমিউনিটি হল 'জয় হিন্দ ভবন' (Jai Hind Bhawan Community Hall) ৷ অভিযোগ, বেআইনিভাবে সেই বাড়ি ভাড়া দিয়ে দিনের পর দিন মোটা টাকা রোজগার করেছেন অসিত সাহা ৷ তিনি আদতে 100 দিনের কাজের প্রকল্পের একজন শ্রমিক এবং এলাকার প্রাক্তন কাউন্সিলরের 'কাছের লোক'! তাঁর এই কীর্তির ফলে বিপুল টাকার ক্ষতি হয়েছে পৌরনিগমের। বিষয়টি প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট 73 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় (Kajari Banerjee) প্রতারিতদের থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তও শুরু করে ৷

আরও পড়ুন: Mamata Banerjee Sister In-Law Exposes Corruption: দিদির দুয়ারে দুর্নীতি! হাতেনাতে ধরলেন 'কাউন্সিলর বউদি' কাজরী বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার গোটা ঘটনা প্রতিবেদনের আকারে প্রকাশ করে ইটিভি ভারত ৷ এরপরই বুধবার বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ করল কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷ সূত্রের খবর, প্রশাসনের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ মূল অভিযুক্ত অসীম সাহা ছাড়া আরও কেউ এর সঙ্গে যুক্ত রয়েছেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

কলকাতা, 8 জুন: ইটিভি ভারতের খবরের জের ৷ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) কমিউনিটি হল (জয় হিন্দ ভবন) ভাড়া দেওয়া নিয়ে দুর্নীতির ঘটনায় এবার অভিযোগ দায়ের করল পৌর কর্তৃপক্ষ ৷ সূত্রের খবর, বুধবার স্থানীয় কালীঘাট থানায় এই বিষয়ে এফআইআর করা হয়েছে ৷ এদিন সকালে কলকাতার পৌর কমিশনার বিনোদ কুমার 9 নম্বর বরোর এগজিকিউটিভ ইঞ্জিনিয়রকে ফোন করে এই বিষয়ে অভিযোগ জানানোর কথা বলেন। সেই নির্দেশ পাওয়ার পরই তড়িঘড়ি কালীঘাট থানায় পৌঁছে যান ওই আধিকারিক ৷ তিনি লিখিতভাবে পুলিশের কাছে অভিযোগপত্র জমা করেন ৷ তাতে মূল অভিযুক্ত অসিত সাহাকেই কাঠগড়ায় তোলা হয়েছে ৷ উল্লেখ্য, এই ঘটনায় আগেই ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছিল ৷

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে কলকাতা পৌরনিগমের কমিউনিটি হল 'জয় হিন্দ ভবন' (Jai Hind Bhawan Community Hall) ৷ অভিযোগ, বেআইনিভাবে সেই বাড়ি ভাড়া দিয়ে দিনের পর দিন মোটা টাকা রোজগার করেছেন অসিত সাহা ৷ তিনি আদতে 100 দিনের কাজের প্রকল্পের একজন শ্রমিক এবং এলাকার প্রাক্তন কাউন্সিলরের 'কাছের লোক'! তাঁর এই কীর্তির ফলে বিপুল টাকার ক্ষতি হয়েছে পৌরনিগমের। বিষয়টি প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট 73 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় (Kajari Banerjee) প্রতারিতদের থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তও শুরু করে ৷

আরও পড়ুন: Mamata Banerjee Sister In-Law Exposes Corruption: দিদির দুয়ারে দুর্নীতি! হাতেনাতে ধরলেন 'কাউন্সিলর বউদি' কাজরী বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার গোটা ঘটনা প্রতিবেদনের আকারে প্রকাশ করে ইটিভি ভারত ৷ এরপরই বুধবার বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ করল কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷ সূত্রের খবর, প্রশাসনের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ মূল অভিযুক্ত অসীম সাহা ছাড়া আরও কেউ এর সঙ্গে যুক্ত রয়েছেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

Last Updated : Jun 8, 2022, 9:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.