কলকাতা, 15 ডিসেম্বর : 20 ডিসেম্বর অর্থাৎ রবিবার থেকে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা । আজ সেই কথা জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ।
বর্তমানে প্রতি রবিবার 68টি সার্ভিস চালানো হয় । তবে 20 ডিসেম্বর থেকে এক লাফে সংখ্যাটি হবে 102 টি। আগে দুটি ট্রেনের মধ্যে যে ব্যবধান ছিল 20 মিনিটের সেটি এখন কমে 15 মিনিট করা হবে।
রবিবার দিনের প্রথম ট্রেনটি দমদম ও কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে সকাল 10টার পরিবর্তে সকাল 9টার সময় ছাড়বে। পাশাপাশি নোয়াপাড়া থেকে সকাল 10টা 13-র পরিবর্তে 9টা 9 মিনিটে ছাড়বে।
অন্যদিকে আগামী রবিবার থেকে দিনের শেষ মেট্রোটি কবি সুভাষ ও দমদম থেকে রাত 9টার পরিবর্তে রাত 9টা 30-এ ছাড়বে। নোয়াপাড়া থেকে দিনের শেষ মেট্রো 8টা 53 মিনিটের পরিবর্তে রাত 9.25 মিনিটে ছাড়বে।
ইতিমধ্যেই মেট্রো কতৃপক্ষ থেকে জানানো হয়েছিল, যে আগামী শনিবার অর্থাৎ 19 ডিসেম্বর থেকে শুরু করে এবার থেকে শনিবার ও রবিবার মেট্রোয় সফর করতে হলে দেখাতে হবে না ই-পাস।
ধীরে ধীরে আবার বৃদ্ধি পাচ্ছে মেট্রোতে যাত্রীসংখ্যা । তাই সেই মতোই ধাপে ধাপে বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা।