ETV Bharat / city

8 সেপ্টেম্বর থেকে চালু কলকাতা মেট্রো

8 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রো । স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা আনলক 4-এর গাইডলাইনে সবুজ সংকেত পাওয়ার পরই কলকাতা মেট্রো রেল চালু করার অনুমতি দিল নবান্ন ।

Kolkata Metro
কলকাতা মেট্রো
author img

By

Published : Aug 31, 2020, 4:35 PM IST

Updated : Aug 31, 2020, 6:55 PM IST

কলকাতা, 31 অগাস্ট : 8 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রো । এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা আনলক 4-এর গাইডলাইন অনুযায়ী, 7 সেপ্টেম্বর থেকে মেট্রো রেল পরিষেবা চালু করার ছাড়পত্র দিয়েছিল । সেই সবুজ সংকেত পাওয়ার পর 8 সেপ্টেম্বর থেকে পরিষেবা পুনরায় চালু করার অনুমতি দিল নবান্ন ।

নবান্ন থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে , 8 অক্টোবর থেকে ধাপে ধাপে চালু হবে মেট্রো রেল পরিষেবা । তবে মেট্রো পরিষেবা পুনরায় চালু করার ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা হবে সে-বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি কলকাতা মেট্রো কর্তৃপক্ষের ক্ষেত্রে ।

Kolkata Metro rail service resumes
নবান্ন থেকে জারি করা নির্দেশিকার প্রতিলিপি

এর আগে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা পুনরায় চালু করার জন্য কেন্দ্রকে চিঠি পাঠিয়েছিল রাজ্য । রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ওই চিঠিতে জানিয়েছিলেন, রাজ্য লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা পুনরায় চালু করার জন্য প্রস্তুত । এরপর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশিত আনলক 4-এর গাইনলাইনে উল্লেখ করা হয়, রাজ্যগুলির সম্মতিক্রমে 7 সেপ্টেম্বর থেকে মেট্রো রেল পরিষেবা চালু করা যেতে পারে । কেন্দ্রের থেকে সবুজ সংকেত পাওয়ার পর আজ নবান্ন থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়, 8 সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে চালু করা হবে মেট্রো রেল পরিষেবা ।

এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও রাজধানীতে মেট্রো পরিষেবা চালু করার পক্ষে মত দিয়েছিলেন । বলেছিলেন, দিল্লির কোরোনা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে । দিল্লিতে যাতে দ্রুত মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হয়, তার জন্য আবেদন করেছিলেন কেন্দ্রের কাছে । কেন্দ্রের আনলক 4 সংক্রান্ত গাইডলাইন প্রকাশিত হওয়ার পরপরই 7 সেপ্টেম্বর থেকে দিল্লি মেট্রোর স্বাভাবিক পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এবার 8 সেপ্টেম্বর থেকে কলকাতা মেট্রোও চালু করার অনুমতি দিল নবান্ন ।

কলকাতা, 31 অগাস্ট : 8 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রো । এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা আনলক 4-এর গাইডলাইন অনুযায়ী, 7 সেপ্টেম্বর থেকে মেট্রো রেল পরিষেবা চালু করার ছাড়পত্র দিয়েছিল । সেই সবুজ সংকেত পাওয়ার পর 8 সেপ্টেম্বর থেকে পরিষেবা পুনরায় চালু করার অনুমতি দিল নবান্ন ।

নবান্ন থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে , 8 অক্টোবর থেকে ধাপে ধাপে চালু হবে মেট্রো রেল পরিষেবা । তবে মেট্রো পরিষেবা পুনরায় চালু করার ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা হবে সে-বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি কলকাতা মেট্রো কর্তৃপক্ষের ক্ষেত্রে ।

Kolkata Metro rail service resumes
নবান্ন থেকে জারি করা নির্দেশিকার প্রতিলিপি

এর আগে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা পুনরায় চালু করার জন্য কেন্দ্রকে চিঠি পাঠিয়েছিল রাজ্য । রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ওই চিঠিতে জানিয়েছিলেন, রাজ্য লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা পুনরায় চালু করার জন্য প্রস্তুত । এরপর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশিত আনলক 4-এর গাইনলাইনে উল্লেখ করা হয়, রাজ্যগুলির সম্মতিক্রমে 7 সেপ্টেম্বর থেকে মেট্রো রেল পরিষেবা চালু করা যেতে পারে । কেন্দ্রের থেকে সবুজ সংকেত পাওয়ার পর আজ নবান্ন থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়, 8 সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে চালু করা হবে মেট্রো রেল পরিষেবা ।

এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও রাজধানীতে মেট্রো পরিষেবা চালু করার পক্ষে মত দিয়েছিলেন । বলেছিলেন, দিল্লির কোরোনা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে । দিল্লিতে যাতে দ্রুত মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হয়, তার জন্য আবেদন করেছিলেন কেন্দ্রের কাছে । কেন্দ্রের আনলক 4 সংক্রান্ত গাইডলাইন প্রকাশিত হওয়ার পরপরই 7 সেপ্টেম্বর থেকে দিল্লি মেট্রোর স্বাভাবিক পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এবার 8 সেপ্টেম্বর থেকে কলকাতা মেট্রোও চালু করার অনুমতি দিল নবান্ন ।

Last Updated : Aug 31, 2020, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.