ETV Bharat / city

Cyber Crime : সোশ্যাল মিডিয়ায় যুবতির বিকৃত ছবি পোস্ট, গ্রেফতার ব্যবসায়ী

যুবতির বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গ্রেফতার এক ব্যবসায়ী ৷ মনপ্রীত সিং নামে ওই অভিযুক্তকে সল্টলেক সেক্টর থ্রি থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা ৷ জানা গিয়েছে অভিযুক্ত যুবতির পূর্ব পরিচিত ছিল ৷

author img

By

Published : Aug 11, 2021, 8:06 PM IST

Kolkata Cyber Crime Police Arrest One Person from Salt Lake for Super Imposing Image of a Lady
Cyber Crime : সোশ্যাল মিডিয়ায় যুবতির অশালীন ছবি পোস্ট, গ্রেফতার ব্যবসায়ী

কলকাতা, 11 অগস্ট : সুপার ইম্পোজ (Super Impose) করে যুবতির বিকৃত ছবি সোশ্যাল মিডিয়া (Social media)-তে আপলোড করার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে ৷ ঘটনায় আজ অভিযুক্ত ব্যবসায়ী মনপ্রীত সিংকে সল্টলেক সেক্টর থ্রি থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার শাখার গোয়েন্দারা ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, অভিযোগকারি ওই যুবতির সঙ্গে ধৃতের আগে থেকে পরিচয় ছিল ৷ তাঁরা একসঙ্গে পড়াশোনা করতেন ৷ কিন্তু, সম্প্রতি অভিযুক্ত তাঁকে উত্যক্ত করতে শুরু করেছিল ৷

জানা গিয়েছে, অভিযুক্ত মনপ্রীত সিং কয়েকবছর আগে বিদেশে পড়াশোনা করতে গিয়েছিল ৷ ফিরে এসে সে ওই যুবতিকে উত্যক্ত করতে শুরু করে ৷ তিনি গুরুত্ব না দেওয়ায়, তাঁর ছবির মুখ ব্যবহার করে নগ্ন দেহের উপর সুপার ইম্পোজ করা হয় ৷ অভিযোগ এর পর সেটিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযুক্ত মনপ্রীত ৷ বিষয়টি জানাজানি হতেই ওই যুবতি পুলিশের দারস্থ হন ৷ সেখান থেকে কলকাতা পুলিশের সাইবার সেল শাখার কাছে তদন্তটি যায় ৷ সাইবার সেল শাখার গোয়েন্দারা তদন্তে নেমে মনপ্রীত সিংকে গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন : Newtown Pornography : এবার গ্রেফতার নীল ছবির অভিনেতা

প্রসঙ্গত, গত দেড় মাস আগে নিউটাউন থানায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে পর্নোগ্রাফি (Pornography) চক্র চালানো অভিযোগ দায়ের হয় ৷ মধ্যমগ্রামের এক গৃহবধূ প্রথম অভিযোগ দায়ের করেছিলেন ৷ অভিযোগ উঠেছিল মডেলিং এর নাম করে যুবতিদের জোর করে পর্নোগ্রাফি শুট করানো হচ্ছে নিউটাউনের বিভিন্ন হোটেলে ৷ এমনকি বিভিন্ন পর্নোগ্রাফি সাইটে সেগুলি আপলোড করা হয় বলেও অভিযোগ উঠেছে ৷ যে ঘটনার তদন্তে নেমে পুলিশ এক পেশাদার ফটোগ্রাফারকে গ্রেফতার করে ৷ এর পর আরও দুই যুবতি নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে আরও পাঁচজনকে গ্রেফতার করে তদন্তকারীরা ৷

আরও পড়ুন : Newtown Pornography : নিউটাউন পর্নোগ্রাফি-কাণ্ডে পুলিশের জালে মডেল কো-অর্ডিনেটর

ধৃতদের মধ্যে দু’জন চক্রের মূলপান্ডা ছিল বলে জানতে পারে পুলিশ ৷ যার মধ্যে একজন মহিলা ছিল ৷ পরবর্তী সময়ে দমদম, চুঁচুড়া, বেলেঘাটা থেকে আরও তিনজনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ ৷ সেই ঘটনায় এখনও তদন্ত চলছে ৷ তারই মধ্যে এবার কলকাতা সাইবার শাখার সোশ্যাল মিডিয়ায় ৷ যুবতির অশালীন ছবি পোস্ট করার অভিযোগ

কলকাতা, 11 অগস্ট : সুপার ইম্পোজ (Super Impose) করে যুবতির বিকৃত ছবি সোশ্যাল মিডিয়া (Social media)-তে আপলোড করার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে ৷ ঘটনায় আজ অভিযুক্ত ব্যবসায়ী মনপ্রীত সিংকে সল্টলেক সেক্টর থ্রি থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার শাখার গোয়েন্দারা ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, অভিযোগকারি ওই যুবতির সঙ্গে ধৃতের আগে থেকে পরিচয় ছিল ৷ তাঁরা একসঙ্গে পড়াশোনা করতেন ৷ কিন্তু, সম্প্রতি অভিযুক্ত তাঁকে উত্যক্ত করতে শুরু করেছিল ৷

জানা গিয়েছে, অভিযুক্ত মনপ্রীত সিং কয়েকবছর আগে বিদেশে পড়াশোনা করতে গিয়েছিল ৷ ফিরে এসে সে ওই যুবতিকে উত্যক্ত করতে শুরু করে ৷ তিনি গুরুত্ব না দেওয়ায়, তাঁর ছবির মুখ ব্যবহার করে নগ্ন দেহের উপর সুপার ইম্পোজ করা হয় ৷ অভিযোগ এর পর সেটিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযুক্ত মনপ্রীত ৷ বিষয়টি জানাজানি হতেই ওই যুবতি পুলিশের দারস্থ হন ৷ সেখান থেকে কলকাতা পুলিশের সাইবার সেল শাখার কাছে তদন্তটি যায় ৷ সাইবার সেল শাখার গোয়েন্দারা তদন্তে নেমে মনপ্রীত সিংকে গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন : Newtown Pornography : এবার গ্রেফতার নীল ছবির অভিনেতা

প্রসঙ্গত, গত দেড় মাস আগে নিউটাউন থানায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে পর্নোগ্রাফি (Pornography) চক্র চালানো অভিযোগ দায়ের হয় ৷ মধ্যমগ্রামের এক গৃহবধূ প্রথম অভিযোগ দায়ের করেছিলেন ৷ অভিযোগ উঠেছিল মডেলিং এর নাম করে যুবতিদের জোর করে পর্নোগ্রাফি শুট করানো হচ্ছে নিউটাউনের বিভিন্ন হোটেলে ৷ এমনকি বিভিন্ন পর্নোগ্রাফি সাইটে সেগুলি আপলোড করা হয় বলেও অভিযোগ উঠেছে ৷ যে ঘটনার তদন্তে নেমে পুলিশ এক পেশাদার ফটোগ্রাফারকে গ্রেফতার করে ৷ এর পর আরও দুই যুবতি নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে আরও পাঁচজনকে গ্রেফতার করে তদন্তকারীরা ৷

আরও পড়ুন : Newtown Pornography : নিউটাউন পর্নোগ্রাফি-কাণ্ডে পুলিশের জালে মডেল কো-অর্ডিনেটর

ধৃতদের মধ্যে দু’জন চক্রের মূলপান্ডা ছিল বলে জানতে পারে পুলিশ ৷ যার মধ্যে একজন মহিলা ছিল ৷ পরবর্তী সময়ে দমদম, চুঁচুড়া, বেলেঘাটা থেকে আরও তিনজনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ ৷ সেই ঘটনায় এখনও তদন্ত চলছে ৷ তারই মধ্যে এবার কলকাতা সাইবার শাখার সোশ্যাল মিডিয়ায় ৷ যুবতির অশালীন ছবি পোস্ট করার অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.