ETV Bharat / city

kolkata Police Commissioner: প্রথম মহিলা হিসেবে কলকাতা পুলিশের নগরপাল দময়ন্তী সেন - প্রথম মহিলা হিসেবে কলকাতা পুলিশের নগরপাল দময়ন্তী সেন

ছুটিতে কলকাতার নগরপাল সৌমেন মিত্র, অস্থায়ীভাবে দায়িত্বে দময়ন্তী সেন (kolkata cp soumen mitra is on leave, damayanti sen in charge)

CP of Kolkata
প্রথম মহিলা হিসেবে কলকাতা পুলিশের নগরপাল দময়ন্তী সেন
author img

By

Published : Dec 22, 2021, 10:30 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর : কলকাতা পুলিশের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা আইপিএস এলেন নগরপালের দায়িত্বে ৷ কলকাতার বর্তমান সিপি সৌমেন মিত্র বর্তমানে ছুটিতে থাকায় অস্থায়ীভাবে এই দায়িত্বে এসেছেন দময়ন্তী সেন (kolkata cp soumen mitra is on leave, damayanti sen in charge) ৷

1996 ব্যাচের আইপিএস দময়ন্তী সেন । তিনি এখন কলকাতা পুলিশের বিশেষ নগরপাল (2) পদে আছেন । লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র তিনি তিনদিনের ছুটিতে গিয়েছেন । যেহেতু কলকাতা পুলিশের নগরপাল একজন এডিজি পদের আইপিএস আধিকারিকই হতে পারেন, তাই দময়ন্তী সেনই বর্তমানে সেই দায়িত্ব পালন করছেন ৷ জানা গিয়েছে, কলকাতা পুলিশে এখন দময়ন্তী সেনই আছেন যিনি এই মাপকাঠিতে যোগ্য ৷

আরও পড়ুন : ছাপ্পা ভোটের ভিডিয়ো ভাইরাল, অরবিন্দ সরণিতে গ্রেফতার যুবক

1988 সালের আইপিএস সৌমেন মিত্র । তিনি আগামী 31 ডিসেম্বর অবসর নিচ্ছেন । তাঁর অবসর নেওয়ার পর কে কলকাতা পুলিশের নগরপাল হিসাবে দায়িত্ব পালন করবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা চলছে ৷

কলকাতা, 22 ডিসেম্বর : কলকাতা পুলিশের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা আইপিএস এলেন নগরপালের দায়িত্বে ৷ কলকাতার বর্তমান সিপি সৌমেন মিত্র বর্তমানে ছুটিতে থাকায় অস্থায়ীভাবে এই দায়িত্বে এসেছেন দময়ন্তী সেন (kolkata cp soumen mitra is on leave, damayanti sen in charge) ৷

1996 ব্যাচের আইপিএস দময়ন্তী সেন । তিনি এখন কলকাতা পুলিশের বিশেষ নগরপাল (2) পদে আছেন । লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র তিনি তিনদিনের ছুটিতে গিয়েছেন । যেহেতু কলকাতা পুলিশের নগরপাল একজন এডিজি পদের আইপিএস আধিকারিকই হতে পারেন, তাই দময়ন্তী সেনই বর্তমানে সেই দায়িত্ব পালন করছেন ৷ জানা গিয়েছে, কলকাতা পুলিশে এখন দময়ন্তী সেনই আছেন যিনি এই মাপকাঠিতে যোগ্য ৷

আরও পড়ুন : ছাপ্পা ভোটের ভিডিয়ো ভাইরাল, অরবিন্দ সরণিতে গ্রেফতার যুবক

1988 সালের আইপিএস সৌমেন মিত্র । তিনি আগামী 31 ডিসেম্বর অবসর নিচ্ছেন । তাঁর অবসর নেওয়ার পর কে কলকাতা পুলিশের নগরপাল হিসাবে দায়িত্ব পালন করবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা চলছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.